/indian-express-bangla/media/media_files/2025/09/26/amit-2025-09-26-12-25-44.jpg)
Durga Puja 2025: সন্তো। মিত্র স্কোয়্যারের দুর্গাপুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
Santosh Mitra Square Durga Puja: বরাবর চমকে দেওয়া থিম পুজোর জন্য বিখ্যাত কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব। এবছর 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) থিমের পরিকল্পনায় তৈরি হয়েছে পুজোর থিম। শুক্রবার এই পুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে পুজোর উদ্বোধনেও এড়াল না রাজনৈতিক বিতর্ক। মঞ্চ থেকেই শাহের মন্তব্য, "এই নির্বাচনের পর বাংলায় এমন সরকার তৈরি হোক, যারা সোনার বাংলা গড়ে তুলবে।"
২০২৩ সালে রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে সাড়া ফেলে দিয়েছিল কলকাতার অন্যতম বড় পুজো সন্তোষ মিত্র স্কোয়্যার। সেই বছরেও অমিত শাহ পুজোর উদ্বোধন করেছিলেন। দু’বছর পর ফের তাঁর হাতেই উদ্বোধন হল সন্তোষ মিত্র স্কোয়্যারের দুর্গোৎসবের। এদিন অমিত শাহ যেতেই মণ্ডপ চত্বর থেকে ওঠে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। পরে মণ্ডপে প্রদর্শিত থিমের অডিও-ভিস্যুয়াল প্রেজেন্টেশনও দেখেন তিনি।
উদ্বোধনী মঞ্চ থেকে দেশবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে অমিত শাহ বলেন, “দুর্গাপুজো আজ আর শুধু বাংলার নয়, সারা বিশ্বের উৎসব। গোটা বিশ্ব বাংলার এই মহান ঐতিহ্যকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। ন’দিন ধরে বাংলা শক্তির পুজো করে, নিজেকে সমর্পিত করে। এই দিনগুলি বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি জানান, আজ সকালে মায়ের পুজো দিয়ে প্রার্থনা করেছেন বাংলার জন্য। “এই নির্বাচনের পর বাংলায় এমন সরকার তৈরি হোক, যারা সোনার বাংলা গড়ে তুলবে। কবিগুরুর কল্পনার বাংলাকে আমরা ফের প্রতিষ্ঠা করতে চাই।” পুজোর উদ্বোধনের পর মন্তব্য অমিত শাহের।
একইসঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলা ভাষা, সংস্কৃতি আর মহিলাদের শিক্ষার জন্য বিদ্যাসাগরের অবদান ভোলার নয়। তিনি নিজের পুরো জীবন সমাজকে উৎসর্গ করেছিলেন। আজ তাঁর জন্মদিনে আমার এবং BJP-র সকলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই।”
এদিন তিনি দুর্গাপুজোর মুখে প্রবল বৃষ্টিতে রাজ্যে মৃতদের পরিবারগুলির প্রতিও সমবেদনা জানান। বলেন, “১০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আমি তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্নপূরণের ডাক দিয়ে অমিত শাহ বলেন, “বাংলা ও দেশবাসীকে দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা জানাই।”