Mysterious death:এযেন বোধনের আগেই বিসর্জন! মা ও তিন মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে শোকে পাথর এলাকা

Purulia News:চতুর্থীর রাতে এমন মর্মান্তিক ঘটনা এলাকায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Purulia News:চতুর্থীর রাতে এমন মর্মান্তিক ঘটনা এলাকায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal news  ,Kolkata live updates,  24 October 2025 news  ,breaking news Kolkata , Bengal politics  ,weather update Kolkata,  metro railway anniversary  ,SSKM hospital case,  Kakdwip idol desecration  ,Park Street hotel death,  Shuvendu Adhikari court case , South 24 Parganas news  ,Murshidabad migrant worker death  ,latest Bengal headlines , Kolkata crime news  ,West Bengal police update,পশ্চিমবঙ্গ খবর,  কলকাতা লাইভ আপডেট,  ২৪ অক্টোবর ২০২৫ খবর  ,ব্রেকিং নিউজ কলকাতা  ,বাংলার রাজনীতি,  কলকাতার আবহাওয়া আপডেট  ,মেট্রো রেলের জন্মদিন  ,এসএসকেএম হাসপাতাল যৌন হেনস্থা  ,কাকদ্বীপ কালীমূর্তি ভাঙচুর  ,পার্ক স্ট্রিট হোটেলে যুবকের দেহ উদ্ধার,  শুভেন্দু অধিকারী হাইকোর্ট মামলা,  দক্ষিণ ২৪ পরগনা খবর  ,মুর্শিদাবাদ শ্রমিকের মৃত্যু  ,সর্বশেষ বাংলা সংবাদ

প্রতীকী ছবি।

পুরুলিয়ার বান্দোয়ান থানার লতা পাড়ায় চতুর্থীর রাতে একই পরিবারের চার সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের মধ্যে রয়েছেন মা ও তিন কন্যা। মৃতদের নাম মা পিয়া গড়াই (৩০), বড় মেয়ে বৈশাখী গড়াই (১৩), পল্লবী গড়াই (১০) ও ছোট্ট সৌরভী গড়াই (৬)।

Advertisment

স্থানীয়রা জানান, মৃতের স্বামী এবং আনন্দ গড়াই গতকাল কাজের জন্য ঝাড়খণ্ডের একটি হাটে যান। বাড়িতে ছিলেন স্ত্রী ও তিন কন্যা। রাতে ফিরে এসে তিনি তাদের অচৈতন্য অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- West Bengal news live Updates:চতুর্থীর সকালে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু, হাসপাতালে হাহাকার!

Advertisment

চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেছেন। পুলিশ জানিয়েছে, চারটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। প্রাথমিক অনুমান অনুযায়ী এটি আত্মহত্যা নাকি খাদ্যে বিষক্রিয়া— তা এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন-Durga Puja 2025: প্রাণের উৎসবের রঙে রঙিন বারুইপুর! তাকলাগানো থিমে কলকাতাকেও ছাপিয়ে যাওয়ার দুরন্ত প্রয়াস!

বান্দোয়ান থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে সব সম্ভাব্য দিক থেকে তদন্ত করা হচ্ছে এবং মৃতদের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

আরও পড়ুন-Amit Shah: 'ভোটের পর বাংলায় এমন সরকার হোক, যারা সোনার বাংলা গড়বে', দুর্গাপুজোর উদ্বোধনে মন্তব্য শাহের

এদিকে, দুর্গাপুজোর ঠিক আগেই এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই অকালমৃত্যুকে মর্মস্পর্শী ও অপ্রত্যাশিত বলছেন। পুলিশ দ্রুত তদন্ত শেষে সঠিক তথ্য প্রকাশ করার আশ্বাস দিয়েছে।

police Death purulia