/indian-express-bangla/media/media_files/2025/05/26/wTh0Uq8BCQilsoytjfK5.jpg)
প্রতীকী ছবি।
পুরুলিয়ার বান্দোয়ান থানার লতা পাড়ায় চতুর্থীর রাতে একই পরিবারের চার সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের মধ্যে রয়েছেন মা ও তিন কন্যা। মৃতদের নাম মা পিয়া গড়াই (৩০), বড় মেয়ে বৈশাখী গড়াই (১৩), পল্লবী গড়াই (১০) ও ছোট্ট সৌরভী গড়াই (৬)।
স্থানীয়রা জানান, মৃতের স্বামী এবং আনন্দ গড়াই গতকাল কাজের জন্য ঝাড়খণ্ডের একটি হাটে যান। বাড়িতে ছিলেন স্ত্রী ও তিন কন্যা। রাতে ফিরে এসে তিনি তাদের অচৈতন্য অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেছেন। পুলিশ জানিয়েছে, চারটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। প্রাথমিক অনুমান অনুযায়ী এটি আত্মহত্যা নাকি খাদ্যে বিষক্রিয়া— তা এখনও নিশ্চিত নয়।
বান্দোয়ান থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে সব সম্ভাব্য দিক থেকে তদন্ত করা হচ্ছে এবং মৃতদের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
এদিকে, দুর্গাপুজোর ঠিক আগেই এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই অকালমৃত্যুকে মর্মস্পর্শী ও অপ্রত্যাশিত বলছেন। পুলিশ দ্রুত তদন্ত শেষে সঠিক তথ্য প্রকাশ করার আশ্বাস দিয়েছে।