/indian-express-bangla/media/media_files/2025/08/22/jee-2025-08-22-12-47-49.jpg)
JEE result West Bengal 2025: আজই প্রকাশিত হতে পারে জয়েন্টের ফল।
JEE result West Bengal 2025: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই পদক্ষেপের ফলে তড়িঘড়ি খুলে গেল জয়েন্টের ফল প্রকাশের পথও। শুক্রবারই রাজ্য জয়েন্ট এট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করে দিতে পারে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুধু ফল প্রকাশই নয়, সেই সঙ্গে জয়েন্টের মেধা তালিকাও প্রকাশিত হতে পারে। শীর্ষ আদালতের এই পদক্ষেপের ফলে স্বাভাবিকভাবে বিরাট স্বস্তিতে হাজার-হাজার পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা।
অনগ্রসর শ্রেণী বা OBC সংক্রান্ত জটিলতার জেরে এই বছরের রাজ্য জয়েন্ট ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে দেরি হচ্ছিল। ওবিসি ইস্যুতে নানা আইনি জটিলতা থাকার জেরে কিছুতেই ফল প্রকাশ করতে পারছিল না রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তারই জেরে কয়েক হাজার পড়ুয়া এক ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিলেন।
কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এর আগে তাঁর নির্দেশে জানিয়েছিলেন, জয়েন্টের মেধাতালিকা বাতিল করে নতুন করে মেধাতালিকা তৈরি করতে হবে। ২০১০ সালের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই নতুন করে তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। তবে কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রথমে ডিভিশন বেঞ্চ ও পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ছিল রাজ্য সরকার।
আরও পড়ুন- West Bengal News Live Updates:রাজ্যের OBC সংরক্ষণ নিয়ে বড় খবর! শেষমেষ কী জানাল সুপ্রিম কোর্ট?
শুক্রবার এই বিষয়ে শীর্ষ আদালতে শুনানির সময় কলকাতা হাইকোর্টের আগের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে সর্বোচ্চ আদালত ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিতেই এবার জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল প্রকাশে দুরন্ত তৎপরতা শুরু করে দিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আজ বেলা দুটোয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হতে পারে। বিকেল চারটেয় মেধাতালিকা ঘোষণার সম্ভাবনা।
আরও পড়ুন- Dilip Ghosh:পার্টিতে আমার কোনও কাজ নেই, প্রধানমন্ত্রীর ভাষণ তো মোবাইলেও শুনতে পারি: দিলীপ ঘোষ