Dilip Ghosh:পার্টিতে আমার কোনও কাজ নেই, প্রধানমন্ত্রীর ভাষণ তো মোবাইলেও শুনতে পারি: দিলীপ ঘোষ

Narendra Modi-Kolkata: নতুন মেট্রো প্রকল্পের উদ্বোধনে আজ কলকতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো প্রকল্প উদ্বোধনের পর আজ দমদমে মোদীর প্রকাশ্য জনসভা।

Narendra Modi-Kolkata: নতুন মেট্রো প্রকল্পের উদ্বোধনে আজ কলকতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো প্রকল্প উদ্বোধনের পর আজ দমদমে মোদীর প্রকাশ্য জনসভা।

author-image
IE Bangla Web Desk
New Update
দিলীপ ঘোষ দিল্লি সফর  দিলীপ ঘোষ বিজেপি ছাড়ছেন?  দিলীপ ঘোষ তৃণমূল যোগ জল্পনা  দিলীপ ঘোষ নতুন দায়িত্ব  বিজেপি রাজ্য সভাপতি সাক্ষাৎ

Dilip Ghosh: দিলীপ ঘোষ।

Dilip Ghosh:একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং তিনটি নতুন মেট্রো পথের সূচনায় আজ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং পরিষেবার সূচনার পর দমদম সেন্ট্রাল জেলের মাঠে নরেন্দ্র মোদীর প্রশাসনিক এবং রাজনৈতিক সভা। এই রাজ্যে মোদীর এর আগের তিনটি বড় সভায় ডাক পাননি রাজ্য BJP-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এবারের সভাতেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গিয়েছে।

Advertisment

শুক্রবার সন্ধ্যেয় দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রথমে প্রশাসনিক সভা তারপর রাজনৈতিক সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারেও নমোর সভায় থাকছেন না বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। 

দিলীপ ঘোষ আজ বলেন, "আমি বেঙ্গালুরু চলে যাচ্ছি। রবিশংকর প্রসাদের সঙ্গে দেখা করব। আজকেই মিটিং-এর ডেট। চিঠি দিয়ে উনি কনফার্ম করেছেন। আমার আজ কলকাতায় কোনও কাজ নেই।"

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates:আজ কলকাতায় প্রধানমন্ত্রী, নয়া মেট্রোপথের উদ্বোধন, শুভেন্দুদের 'চাঙ্গা' করতে দমদমে সভা

প্রধানমন্ত্রীর সভায় আবারও তাঁকে ব্রাত্য রাখা নিয়ে এদিন খানিকটা অভিমানের সুর ধরা পড়েছে দিলীপ ঘোষের গলায়। এদিন তিনি বলেছেন, "দিলীপ ঘোষের কোনও দিন অভিমান হয়নি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজই করে গেছি। আমি লোকের অভিমান ভাঙিয়েছি। প্রধানমন্ত্রী কি বুঝবেন সেটা প্রধানমন্ত্রীর ওপরেই ছেড়ে দিন। আমার মতো হাজার হাজার পার্টি কর্মী আছেন। পার্টি তাঁদের নিয়ে ভাবে। তবে পার্টিতে আমার কোনও কাজ নেই। প্রধানমন্ত্রী আসছেন, ভাষণ দেবেন। সেটা তো মোবাইলেই শুনে নিতে পারি। তবে ভাষণ শোনা তো কোনও কাজ নয়, অন্য কোনও কাজ পার্টি যখন দেবে সেই কাজে লেগে পড়ব। "

আরও পড়ুন-migrant workers:রাজ্যের 'শ্রমশ্রী' প্রকল্পে উৎসাহ নেই! কাজের খোঁজে ফের ভিনরাজ্যে পাড়ি শতাধিক যুবকের

এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে লড়বেন দিলীপ ঘোষ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিজেপির ডাকাবুকো নেতা এদিন বলেছেন, "এর আগে পার্টি তিনবার মনে করেছিল যে আমার ভোটে লড়াই করা উচিত, তার মধ্যে দু'বার আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কোথা থেকে লড়তে চাই। দু'বারই আমি জায়গার নাম বলেছি, জিতেছি।"

আরও পড়ুন- Kolkata weather forecast:কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ, আজও তুমুল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি

তাঁর কথায়, "তৃতীয়বার আমায় কেউ জিজ্ঞাসা করেনি, শুধু লড়তে বলেছিল লড়েছি। জিতিনি। এখন পার্টি যদি আমাকে বলে যে আমাকে ইলেকশন করার দরকার নেই, তাহলে আমি অন্য কাজ করব। পশ্চিমবঙ্গে এখন অনাচার চলছে। মানুষ পরিবর্তন চাইছে। বিজেপিকে এখানে আমরা দাঁড় করিয়েছি। পরিশ্রম করেই ফের মানুষের আশীর্বাদ চাইব।"

dilip ghosh modi Bengali News Today