kolkata law student gangrape: কলকাতায় নামি আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে পুলিশ। অভিযুক্তের শরীরে নির্যাতিতা তরুণীর নখের আঁচড়ের চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা। পুলিশি সূত্র জানাচ্ছে, এটা থেকে স্পষ্ট আক্রমণের সময় নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের মধ্যে প্রবল ধস্তাধস্তি হয়েছিল।
আরও পড়ুন- চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে দিল ভারতের হাতে Astra MkII! শত্রুকে ১৬০ কিমির দূর থেকে ধ্বংস করবে IAF
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে মনোজিতের শরীরে নখের আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে। পুলিশি সূত্র জানিয়েছে, কেউ যখন প্রতিরোধ করার চেষ্টা করে তখন এই ধরনের আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। এর আগে, নির্যাতিতার মেডিকেল পরীক্ষাও ধর্ষণের সত্যতা নিশ্চিত করেছে। যেখানে ডাক্তাররা বলেছিলেন যে অভিযুক্তের শরীরে কামড়ের চিহ্ন এবং নখের আঁচড় পাওয়া গেছে। এদিকে, ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে যে অভিযুক্তরা নির্যাতিতা তরুণীকে কলেজ ক্যাম্পাসের ভিতরে টেনে নিয়ে যাচ্ছে।
তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন সকালে কলেজের ভাইস প্রিন্সিপ্যালের ফোনে একটি ফোন আসে। আর সেটি করা হয়েছিল মনোজিৎ মিশ্রের নম্বর থেকে। তদন্তকারীরা জানিয়েছেন, "আমরা ইতিমধ্যেই ভাইস প্রিন্সিপ্যালকে দু’বার জেরা করেছি এবং কথোপকথনের বিস্তারিত জানার চেষ্টা করছি।"এছাড়াও, পুলিশ কলেজের সামনে একটি মেডিকেল শপের সিসিটিভি ফুটেজও উদ্ধার করেছে যেখানে অভিযুক্তদের মধ্যে একজন, জাইব আহমেদ, নির্যাতিতার জন্য একটি ইনহেলার কিনেছিলেন।
নির্যাতিতা তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন, প্রবল প্যানিক অ্যাটাক থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। তরুণী তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু অভিযুক্তরা যখন তার কথা শোনেনি, তখন তিনি তাদের একটি ইনহেলার আনতে অনুরোধ করেছিলেন বলে জানা গিয়েছে।
পুলিশের এক শীর্ষকর্তা বলেন, "জাইব আহমেদ ইনহেলার আনতে মেডিকেল স্টোরে গিয়েছিলেন। ফার্মেসির মালিক জানিয়েছেন, জাইব অর্ধেক নগদে এবং বাকিটা ইউপিআই-এর মাধ্যমে দিতে চেয়েছিলেন, যা আমরা রাজি হইনি। তারপর অভিযুক্ত সম্পূর্ণ টাকাটা অনলাইনে পেমেন্ট করে। আমরা তার বক্তব্য রেকর্ড করেছি।" অভিযোগে আরও বলা হয়েছে যে, ২৪ বছর বয়সী নির্যাতিতা FIR-এ জানিয়েছেন, জাইব ইনহেলার আনার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেছিলেন। তবে, এরপর অভিযুক্তরা ফের তাকে নির্যাতন শুরু করে।
আরও পড়ুন- হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে বিরাট রদবদল! কে হচ্ছেন দলের নতুন রাজ্য সভাপতি?