Maheshtala murder:সামান্য বিরোধের পরিণতি হত্যাকাণ্ড! গ্রেফতার দুই যুবক

Kolkata News:দুই প্রতিবেশীর বিরোধ থেকে রূপ নেয় মর্মান্তিক খুনের ঘটনা। এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে, পুলিশি টহল বাড়ানো হয়েছে।

Kolkata News:দুই প্রতিবেশীর বিরোধ থেকে রূপ নেয় মর্মান্তিক খুনের ঘটনা। এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে, পুলিশি টহল বাড়ানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Maheshtala murder  ,Burun Mondal death,  Kolkata neighbor clash  ,Gopalpur Malipara attack  ,Youth beaten to death Kolkata  ,Maheshtala violent incident , Neighbor dispute leads to killing,  Kolkata crime news  ,Maheshtala police investigation  ,Local outrage Maheshtala,মহেশতলা হত্যাকাণ্ড,  বরুণ মণ্ডল মৃত্যু  ,নাখের ডালা চাঞ্চল্য,  কলকাতা প্রতিবেশী ঝগড়া,  গোপালপুর মালিপাড়া খুন,  যুবক মারধর ঘটনায় গ্রেপ্তার,  কলকাতা অপরাধ সংবাদ,  মহেশতলা পুলিশি তদন্ত,  হিংসা ও চরম উত্তেজনা  ,প্রতিবেশী বিরোধ সংঘর্ষ

প্রতীকী ছবি।

কলকাতার একেবারে নাকের ডগায়, দক্ষিণ শহরতলির মহেশতলায় ঘটেছে নৃশংস হত্যাকাণ্ড। গোপালপুর মালিপাড়ার ১৩ নম্বর ওয়ার্ডে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্য ব্যক্তিগত বিবাদই এই রক্তাক্ত ঘটনার সূত্রপাত।

Advertisment

পুলিশ ও স্থানীয়দের মতে, মৃত যুবকের নাম বরুণ মণ্ডল (২৮)। অভিযুক্ত দুই যুবক হলেন চিরঞ্জিত মিত্র ও তাঁর ভাই। সন্ধ্যায় কোনও তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বরুণ ও চিরঞ্জিতের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা মুহূর্তে তীব্র আকার নেয়, এবং দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, চিরঞ্জিত পরে নিজের ভাইকে ঘটনাস্থলে ডেকে আনে। এরপর দুই ভাই মিলে বরুণের উপর চড়াও হয় এবং তাঁকে বেধড়ক মারধর করে।

আরও পড়ুন- Bengali sweets: রসগোল্লা থেকে মোয়া, বাংলার মিষ্টির মাধুর্যে জড়িয়ে স্বর্ণালী এক ইতিহাস!

Advertisment

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরুণকে নির্বিচারে ঘুষি ও লাথি মারা হয়। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এরপর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত বরুণকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। প্রতিবেশীরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন- West Bengal live news update: 'বঙ্গ নারীর মর্যাদা রক্ষায় ব্যার্থ সরকার',তৃণমূল নেতার হাতে চিকিৎসক নিগ্রহ,মমতাকে তুলোধোনা শুভেন্দুর

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, এটি কোনও পরিকল্পিত খুন নয়, বরং আকস্মিক বচসা থেকেই এই মর্মান্তিক পরিণতি ঘটেছে। তবে ঘটনার পেছনে অন্য কোনও ব্যক্তিগত বা আর্থিক বিবাদ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-Gold Rate Today In India: দীপাবলির পর সোনা-রূপার দামে রেকর্ড পতন, আপনার শহরে কতটা কমল হলুদ ধাতুর দর?

এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় বাড়ানো হয়েছে পুলিশি টহল। বর্তমানে গোপালপুর মালিপাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বাসিন্দাদের মনে এখনও আতঙ্ক। এক স্থানীয় বাসিন্দার কথায়, “এত সামান্য ব্যাপার নিয়ে এমন খুনের ঘটনা—বিশ্বাসই হচ্ছে না!”

Arrested kolkata news Maheshtala Murder