West Bengal news update: 'বঙ্গ নারীর মর্যাদা রক্ষায় ব্যার্থ সরকার',তৃণমূল নেতার হাতে চিকিৎসক নিগ্রহ,মমতাকে তুলোধোনা শুভেন্দুর

West Bengal News Update 22 October 2025: পশ্চিমবঙ্গ ও কলকাতার লাইভ নিউজ আপডেট। আবহাওয়ার পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি, বায়ু দূষণ, বাংলায় SIR, রাজ্য-রাজনীতির সব খবর এক জায়গায়। এক ক্লিকেই পান লেটেস্ট নিউজ লাইভ আপডেট

West Bengal News Update 22 October 2025: পশ্চিমবঙ্গ ও কলকাতার লাইভ নিউজ আপডেট। আবহাওয়ার পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি, বায়ু দূষণ, বাংলায় SIR, রাজ্য-রাজনীতির সব খবর এক জায়গায়। এক ক্লিকেই পান লেটেস্ট নিউজ লাইভ আপডেট

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Suvendu Adhikari warning  ,Abdur Rahim Bakshi,  TMC MLA,  West Bengal politics,  BJP vs TMC,  Political statement  ,Nandigram,  Suvendu Adhikari speech  ,Threat to Abdur Rahim Bakshi  ,TMC-BJP conflict,শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি,  আবদুর রহিম বক্সি  ,তৃণমূল বিধায়ক,  পশ্চিমবঙ্গ রাজনীতি  ,বিজেপি বনাম তৃণমূল  ,রাজনৈতিক বিবৃতি  ,নন্দীগ্রাম,  শুভেন্দু অধিকারী বক্তব্য  ,আবদুর রহিম বক্সিকে হুমকি,  তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Updates: উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক নিগ্রহ নিয়ে ফের একবার তৃণমূল সরকারকে নিশানা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তৃনমূলের কাছে নারী মানেই যেন দুর্বল, এই ধারণা নিয়েই আজ ধর্ষক তৃণমূলীরা এগিয়ে চলছে। এই ধরনের ঘৃণ্য কাজ করার জন্যে তাদের মাথায় বড় বড় হাত আছে। গত সোমবার হাওড়া জেলার উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তৃণমূলের নেতা ও মমতা পুলিশের হোমগার্ড শেখ বাবুলালের হাতে একজন মহিলা চিকিৎসক নিগৃহীতা হয়েছেন। শোনা যায় এই বাবুলাল উলুবেড়িয়া সংখ্যালঘু সেলের সভাপতি। বিরাট নেতা, কাউন্সিলর থেকে চেয়ারম্যান সবার সাথে ওঠাবসা আছে ওনার"। 

Advertisment

তিনি আরও লিখেছেন,"যারা দিনরাত অসুস্থ মানুষের সেবা করে যান, তাদের ও ছাড়ছে না এই অসভ্য বর্বর নরকেরকীট গুলো। এরা কাউকেই রেহাই দেয় না। মানবতার মুখে চরম কলঙ্ক। এই প্রশাসনের আমলে যেখানে মা, বোন, কন্যা, নারীর প্রতি সম্মান হারিয়ে যাচ্ছে সেখানে পুলিশমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী'র এই পদে থাকার বিন্দুমাত্র অধিকার নেই।  তাই আওয়াজ উঠেছে - "দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী'র পদত্যাগ" কিন্তু উনি নির্লজ্জ পদত্যাগ তো দুর সঠিক শান্তির ব্যবস্থা গ্রহণ করবেন না যেমনটা আর.জি.কর-এ করেননি।  আজ সময় এসেছে এই অন্যায়ের বিরুদ্ধে সমাজের প্রতিটি মানুষকে একজোট হয়ে দাঁড়ানোর। নারীর মর্যাদা রক্ষায়, মানবতার সুরক্ষায় ধর্ষকদের সরকারের বিদায়ী ঘন্টা বাজানোর সময় এসেছে"।

আরও পড়ুন- ভারতের কাছে মাথা নত ট্রাম্পের? মোদী ম্যাজিকেই কুপোকাত মার্কিন প্রেসিডেন্ট?

Advertisment

বুধবার অফিসের দিনেই সাতসকালেই ভয়ঙ্কর কান্ড। আচমকাই যাত্রী বোঝাই বাসে আগুন। জ্বলে পুড়ে মুহূর্তেই ছাই হয়ে যায় গোটা বাসটি। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে দ্বিতীয় হুগলি সেতুর উপরে। সাত সকালে এই ঘটনায় সৃষ্টি হয় তীব্র  যানযট। পরে দমকল ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, বাসটি কলকাতার দিকে আসছিল। যাত্রী বোঝাই বাসটির পিছনের দিক থেকে কালো ধোঁয়া দেখতে পেয়েই চালককে বাসটি থামাতে বলেন যাত্রীরা। বাস থামলেই দ্রুত যাত্রীরা নেমে আসেন। মুহূর্তেই গোটা বাসটি পুড়ে ছাই হয়ে যায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটে। 

বিহারে SIR শেষ হতেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে রাজনৈতিক মহলে জল্পনা, বাংলাতেও কি একই পথ অনুসরণ করবে কমিশন? অর্থাৎ, SIR সম্পন্ন হওয়ার পরই কি ঘোষণা হবে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির আঙিনায়।এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) সঙ্গে গুরুত্বপূর্ণ  বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, রাজধানী দিল্লিতে দু’দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার ও বৃহস্পতিবার। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, এই বৈঠকে রাজ্যে চলমান ভোটার তালিকা সংশোধন ও আসন্ন নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

আরও পড়ুন- ফের সাগরে ফণা তুলছে গভীর নিন্মচাপ, কলকাতাতে ঘূর্ণিঝড়? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট

 বুধ ও বৃহস্পতিবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) বৈঠক শেষ হওয়ার পরই বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধন সংক্রান্ত (SIR) সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। বিহারে ইতিমধ্যেই SIR প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যেখানে চলতি বছরই বিধানসভা নির্বাচন। কমিশন জানিয়ে দিয়েছে, আগামী বছরের নির্বাচনের নিরিখে যেসব রাজ্যে ভোটের প্রস্তুতি শুরু হয়েছে, সেখানেই এখন অগ্রাধিকার দেওয়া হবে SIR প্রক্রিয়াকে। গত সপ্তাহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, ২০০২ সালের SIR অনুযায়ী যেসব ভোটারের নাম সেই সময়ের তালিকায় ছিল, তাঁদের ভোটাধিকার স্বয়ংক্রিয়ভাবে বৈধ হিসেবে গণ্য করা হবে। তবে যেসব বর্তমান ভোটারের নাম ২০০২ সালের তালিকায় নেই, তাঁদের নাগরিকত্ব প্রমাণের জন্য কমিশন নির্ধারিত নথি জমা দিতে হবে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস সরকারের প্রবল আপত্তির মধ্যেই পশ্চিমবঙ্গে কার্যকর হতে চলেছে SIR।

আরও পড়ুন- দীপাবলির পর দিল্লির বাতাসের মান “অত্যন্ত খারাপ”, NCR-এও বিপজ্জনক পরিস্থিতি

  • Oct 22, 2025 16:59 IST

    WB News Live: চাঁদপুরে বোলেরো-স্করপিও মুখোমুখি সংঘর্ষে জখম ২

    বোলেরো-স্করপিওর মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন দুইজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বুধবার সামশেরগঞ্জের ডাকবাংলা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল একটি স্করপিও। অন্যদিকে চাঁদপুরের দিক থেকে ডাকবাংলার দিকে যাচ্ছিল বোলেরো। তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে উল্টে যায় বোলেরোটি। ঘটনাস্থলেই আহত হন বোলেরো চালক ও পিছনে থাকা আরো এক বাইক আরোহী।



  • Oct 22, 2025 14:02 IST

    Kolkata Breaking News Live Updates: এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, তড়িঘড়ি জরুরি অবতরণ

    এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, মাঝপথে ফিরে এলো বিমান। মুম্বইয়ে জরুরি অবতরণ। মুম্বই থেকে নিউয়ার্কগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI191-কে টেক অফের কয়েক মিনিটের মধ্যেই জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর পাইলট তড়িঘড়ি বিমানটিকে বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন। এরপরই এয়ার ইন্ডিয়ার বিমানটিকে মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়। এয়ার ইন্ডিয়া কর্মকর্তারা জানিয়েছেন,বিমানটি সম্পূর্ণ নিরাপদে মুম্বই বিমানবন্দরে অবতরণ করেছে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। 



  • Oct 22, 2025 11:12 IST

    Kolkata News Live Updates: বাজি পোড়ানোকে কেন্দ্র করে ধুন্ধুমার, আটক ১২

    বাজি ফাটানোকে কেন্দ্র করে ধুন্ধুমার কোচবিহারে। পুলিশ সুপারের বাংলোর সামনে বাজি ফাটানোর ঘটনায় মারধরের অভিযোগ ওঠে জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কালীপূজার রাতে SP-এর বাংলোর সামনে এলাকার বেশ কয়েকজন শিশু বাজি ফাটাচ্ছিল। সেই সময় পুলিশ সুপার ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন পুলিশ কর্মকর্তা এসে শিশুদের ও সেখানে উপস্থিত লোকজনকে মারধর  করেন। হামলার ঘটনায় কয়েকজন, যার মধ্যে মহিলা ও কিশোর আহত হয়েছেন। স্থানীয়রা জানান, পাঁচজন কিশোর মারধরেই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা মঙ্গলবার সকালেই রাস্তায় প্রতিবাদ করেন। প্রতিবাদের ঘটনায় ৩ মহিলা সহ মোট ১২ জনকে আটক করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে SP দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “এমন কোনও ঘটনা ঘটেনি। নিরাপত্তা কর্মীরা বারবার সতর্কতার পরও স্থানীয়রা সন্ধ্যা থেকে শব্দ বাজি  ফাটাচ্ছিল। রাত ১টা পর্যন্ত চলে বাজির তান্ডব। স্থানীয়দের মধ্যে এই ঘটনার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন। 



  • Oct 22, 2025 10:11 IST

    Kolkata Breaking News Live Updates: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

    প্রবল কম্পনে কেঁপে উঠল হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। পাশাপাশি ভূমিকম্পে কেঁপে উঠল লেহ-ও। মঙ্গলবার গভীর রাতে তীব্র কম্পনে ছড়িয়ে পড়ে তুমুল আতঙ্ক। রাত প্রায় ১২টা ৫৫ মিনিটে সিমলায় কম্পন অনুভূত হয়।  রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮। জাতীয় ভূমিকম্প কেন্দ্র (NCS)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাটির প্রায় ৫ কিলোমিটার গভীরে।



  • Oct 22, 2025 09:49 IST

    Kolkata Breaking News Live Updates: গ্রেফতার বাংলাদেশি

     রানিনগরে বাংলাদেশি যুবক গ্রেফতার! ভারতীয় সহযোগীসহ পুলিশের জালে দুই। গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও তার ভারতীয় সহযোগী। রানিনগর থানার অন্তর্গত কাটলামারি-২ গ্রাম পঞ্চায়েতের ডিগ্রী ঘোষপাড়া গ্রামের পাগলির মোড় এলাকায় অভিযান চালিয়ে রানিনগর পুলিশ গ্রেফতার করে ওই দুই অভিযুক্তকে। ধৃতদের নাম মারুফ আলি (১৮), পিতা বাসির আলি, বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলা, এবং আনসার আলি (২৮), পিতা মৃত সাইকত আলি, বাড়ি লালগোলা থানার রামনগর, মুর্শিদাবাদ। ধৃতদের আজ অর্থাৎ ২২ অক্টোবর লালবাগ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



SIR mamata Election election commission