Firhad Hakims Russia visit cancelled: রাশিয়া যাওয়া হচ্ছে না কলকাতার মেয়রের। রাজনৈতিক কারণ দেখিয়ে মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের রাশিয়া সফর বাতিল করে দিল কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করে মস্কো যাওয়ার ছাড়পত্র দেওয়া যাচ্ছে না।
জানা গিয়েছে, এমাসের ১৭ থেকে ২১ সেপ্টেম্বর মস্কো যাওয়ার কথা ছিল কলকাতার মেয়রের। কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় পুতিনের দেশে যাওয়া হচ্ছে না ববির। আসন্ন ব্রিকস (BRICS) সম্মেলনে যোগ দেওয়ার জন্য মস্কোর মেয়রের তরফে আমন্ত্রণ পেয়েছিলেন কলকাতার মেয়র। ভারতের মধ্যে একমাত্র কলকাতার মেয়রকেই আন্তর্জাতিক এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল।
পুরসভা সূত্রে খবর, বিদেশ মন্ত্রক থেকে পাঠানো বার্তায় মেয়রকে জানানো হয়েছে রাজনৈতিক কারণ বিচার করে ফিরহাদকে এই সফরের অনুমতি দেওয়া হচ্ছে না।
কী বলেছেন ফিরহাদ হাকিম?
সফর বাতিল হওয়া নিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কেন্দ্র অনুমতি না দেওয়ায় তাঁর রাশিয়া যাওয়া হচ্ছে না। কিন্তু কোন রাজনৈতিক কারণে সফর বাতিল করা হল তা নিয়ে ধোঁয়াশায় রাজ্য সরকার।
আরও পড়ুন রাজপথে জুনিয়র ডাক্তারদের গর্জন, পরিকাঠামো থেকে নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন
মূলত, বিদেশ থেকে কোনও আমন্ত্রণ এলে দেশের যে কোনও জনপ্রতিনিধিকে কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। নিয়ম মেনেই বিদেশে মন্ত্রকের কাছে মস্কো যাওয়ার আবেদন করেছিলেন। পাশাপাশি যে রাজ্যের জনপ্রতিনিধি সেই রাজ্যের সরকারের কাছেও আবেদন করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে মেয়রকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর নিয়ম অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকে আবেদন করা হয়েছিল। জানা গিয়েছে, অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকও রাশিয়া যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে অনুমতি দিতে অস্বীকার করেছে বিদেশ মন্ত্রক।
আরও পড়ুন প্রমাণ লোপাটে যোগসাজশ, বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত, সন্দীপ ও অভিজিতের ৩ দিনের CBI হেফাজত
প্রসঙ্গত, মস্কোতে এই সম্মেলনে যোগ দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অংশগ্রহণ করবে ব্রাজিল, চিন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরাও। সেখানে এত বড় আন্তর্জাতিক মঞ্চে যেখানে গোটা দেশের মধ্যে একমাত্র কলকাতার মেয়রকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাহলে শেষ মুহূর্তে কেন অনুমতি না দিয়ে সফর বাতিল করা হল তা নিয়ে নবান্নের অন্দরমহলেও প্রশ্ন উঠছে।