/indian-express-bangla/media/media_files/K4KmuVFHrs5PCTdwNMoL.jpg)
ছবির বাঁদিকে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও ডানদিকে সন্দীপ ঘোষ।
RG Kar Incident: আরজি কর কাণ্ডে আদালতে চাঞ্চল্যকর সওয়াল সিবিআই আইনজীবীর। বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত কেন্দ্রীয় তদন্ত সংস্থার আইনজীবীর। "ঘটনার দিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল কথা। সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের মধ্যে যোগসূত্র থাকতে পারে।" শিয়ালদহ আদালতে বিস্ফোরক সওয়াল সিবিআইয়ের আইনজীবীর। সওয়াল জবাব শোনার পর সন্দীপ এবং অভিজিৎকে ৩ দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে শিয়ালদহ আদালত।
আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনে গতকাল রাতেই সিবিআই গ্রেফতার করেছিল টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে। সেই সঙ্গে খুনের মামলাতেই গ্রেফতার করা হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। দু'জনকেই এদিন শিয়ালদহ আদালতে তোলে সিবিআই। আরজি করে চিকিৎসক খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র থাকার আশঙ্কা করছে সিবিআই। পুলিশ বলে নয় টালা থানার ওসিকে সন্দেহভাজন হিসেবেই গ্রেফতার করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্ত সংস্থার।
CBI আইনজীবীর বিস্ফোরক সওয়াল:
"বৃহত্তর ষড়যন্ত্রে থাকতে পারে। অভিজিৎ মণ্ডল ঘটনার দিন সকাল ১০ টায় খবর পান। তারপরেও কেন এত দেরিতে FIR? টালা থানার ওসি ষড়যন্ত্রের অংশীদার। বৃহত্তর ষড়যন্ত্রের শরিক টালা থানার ওসি। তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে আমাদের গভীর আশঙ্কা। কোনও আইনি পদ্ধতি মানা হয়নি। পুলিশ ও সিবিআইয়ের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। আমরা সত্যি খোঁজার চেষ্টা করছি। পুলিশ বলে নয়, সন্দেহভাজন বলেই টালা থানার ওসিকে গ্রেফতার করা হয়েছে।"
আরও পড়ুন- RG Kar Incident: আরজি করে ধর্ষণ-খুনে গ্রেফতার সন্দীপ ঘোষ, CBI জালে টালা থানার OC
আদালতে সওয়ালে সিবিআই আইনজীবী আরও বলেন, "ঘটনার দিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল কথা। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের মধ্যে যোগসূত্র থাকতে পারে। বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে।"
আরও পড়ুন- Vande Bharat: পুজোর আগে বঙ্গবাসীকে বিরাট উপহার মোদীর, তিন নতুন বন্দে ভারত পেল বাংলা