Advertisment

Kolkata Metro: উৎসবের মরশুমে পাতালপথে নয়া ইতিহাস! গর্বের জবর খবর শেয়ার কলকাতা মেট্রোর

Kolkata Metro: শহর কলকাতায় যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম মেট্রোরেল। কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রন্তে যাতায়াতের ক্ষেত্রে পাতালরেলের জুড়ি মেলা ভার। উৎসবের মরশুমে কলকাতা মেট্রো নয়া নজির গড়েছে।

author-image
Nilotpal Sil
আপডেট করা হয়েছে
New Update
Kolkata Metro,Metro,metrorail,durga puja 2024,কলকাতা মেট্রো,মেট্রোরেল,দুর্গাপুজো ২০২৪

Kolkata Metro: প্রতীকী ছবি।

Metro Railway Kolkata: শহর কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম মেট্রোরেল (Metrorail)। উৎসবের মরশুমে কলকাতা মেট্রো এক নতুন ইতিহাস রচনা করেছে। তিলোত্তমা মহানগরীর পাশাপাশি জেলাগুলি থেকেও বিপুল সংখ্যক যাত্রী তাঁদের যাতায়াতের ক্ষেত্রে দারুণভাবে নির্ভর করেছেন মেট্রোরেলের উপর। যাত্রী পরিবহণে এক কথায় এ যেন নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। দারুণ এই তথ্য রীতিমতো বিবৃতি আকারে প্রকাশ করে জানানো হয়েছে মেট্রোরেলের তরফে।

Advertisment

মেট্রোরেলের তরফে দেওয়া বিবৃতি: 

মেট্রো রেলওয়ে গত দু'মাসে অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবরে প্রায় ৪ কোটি যাত্রী বহন করেছে। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলির আরও বেশি সংখ্যক যাত্রীরা তাঁদের গন্তব্যে দ্রুত এবং কোনও ঝামেলা ছাড়াই পৌঁছোতে মেট্রোকে বেছে নিয়েছেন। যাত্রীদের এই পছন্দটি যাত্রীদের পরিসংখ্যানে প্রতিফলিত হচ্ছে কারণ মেট্রো তার সমস্ত লাইনে সেপ্টেম্বর ২০২৪ এবং অক্টোবর ২০২৪-এ প্রায় ৪ কোটি যাত্রী বহন করেছে। 

এই প্রতিটি মাসে, প্রায় ২ কোটি যাত্রী কলকাতার লাইফলাইনে ভ্রমণ করেছেন। গত ৩০ সেপ্টেম্বর মেট্রো প্রায় ৮ লক্ষ ১৪ হাজার যাত্রী এবং গত ৯ অক্টোবরে প্রায় ৯ লক্ষ ৬২ হাজার যাত্রী মেট্রোয় চড়েছিলেন। সেপ্টেম্বর এবং অক্টোবরে, এটিই ছিল সর্বোচ্চ দৈনিক যাত্রী সংখ্যা।

আরও পড়ুন- Priest arrested: কালীপুজো করতে এসে এটা কী করে বসলেন পুরোহিত? ছিঃ ছিঃ করছে এলাকাবাসী!

আরও পড়ুন- Tamluk Court: আদালতের ব্যতিক্রমী রায়কে কুর্ণিশ সব পক্ষের! পাঁচ 'জুয়াড়ি'র ঠিকানা রামকৃষ্ণ মঠ

সেই সঙ্গে এটাও লক্ষ্য করা গিয়েছে যে আরও বেশি সংখ্যক যাত্রী এখন তাঁদের স্মার্ট কার্ড, টোকেন, QR কোড ভিত্তিক টিকিট কেনার পাশাপাশি তাঁদের স্মার্ট কার্ড রিচার্জ করার জন্যও বিভিন্ন ডিজিটাল পেমেন্ট মোড বেছে নিচ্ছেন। এই পদ্ধতির ব্যবহারে একদিকে যেমন তাঁদের সময় বাঁচছে তেমনই অন্যদিকে, দীর্ঘ লাইনে দাঁড়ানোর সমস্যা থেকেও তাঁরা মুক্তি পাচ্ছেন।

আরও পড়ুন- West Bengal Weather Update: কাল ভাইফোঁটার সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি? অবশেষে শীত নিয়ে এল বড়সড় আপডেট!

Metro Festive Season east-west metro kolkata metro Howrah Metro Staion kolkata
Advertisment