Advertisment

Priest arrested: কালীপুজো করতে এসে এটা কী করে বসলেন পুরোহিত? ছিঃ ছিঃ করছে এলাকাবাসী!

Priest arrested: এই ঘটনা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছোয় পুলিশ। পরে ওই পুরোহিতকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
rape allegation

Priest arrested: প্রতীকী ছবি।

Priest arrested: কালীপুজো (Kalipuja) করতে এসে সে বাড়ির নাবালিকাকে শ্লীলতাহানির দায়ে শ্রীঘরে ঠাঁই হল পুরোহিতের। অবিশ্বাস্য মনে হলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরায়। ষাটোর্ধ্ব ওই পুরোহিতের নাম বিমল কুমার রায়। তাঁর বাড়ি ভাতার থানার রায় রামচন্দ্রপুর গ্রামে। পুরোহিতের এমন কীর্তিতে স্তম্ভিত গুসকরার মানুষজন। 

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরই ওই বাড়িতে কালী পুজোর আয়োজন করা হয়। পারিবারিক ওই পুজো করতেন পুরোহিত বিমল কুমার রায়। বৃহস্পতিবার রাতে পুজো করে তিনি চলে যান। শুক্রবার ফের পুজোপাঠ করতে তিনি ওই বাড়িতে যান। পোশাক পাল্টে পুজোর পোশাক পরার জন্য তিনি বাড়ির দোতলার ঘরে যান। অভিযোগ, তখনই পুরোহিত ওই বাড়ির ১২ বছরের ছোট্ট  এক মেয়ের শ্লীলতাহানি করেন।

পুরোহিতের অভব্য আচরণের পরপরই মেয়েটি কাঁদতে শুরু করে। দোতলা থেকে নিচে নেমে এসে সে তাঁর মাকে পুরোহিতের 'কুকীর্তি'র কথা জানায়। এরপর মেয়েটির মা প্রতিবেশীদের ডাকেন। প্রতিবেশীরা এসে পুরোহিতকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

আরও পড়ুন- Tamluk Court: আদালতের ব্যতিক্রমী রায়কে কুর্ণিশ সব পক্ষের! পাঁচ 'জুয়াড়ি'র ঠিকানা রামকৃষ্ণ মঠ

আরও পড়ুন- West Bengal Weather Update: কাল ভাইফোঁটার সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি? অবশেষে শীত নিয়ে এল বড়সড় আপডেট!

আরও পড়ুন- Gazole Incident: কালীপুজোর পরের দিনেই কাটা মুণ্ড উদ্ধার! পাশেই ধরহীন দেহ, নরবলি?

পুলিশ ওই পুরোহিতকে পাকড়াও করে থানায় নিয়ে যায়। পরে মেয়েটির পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। পুরোহিত বিমল কুমার রায়কে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে, পুজো করতে এসে এমন কীর্তিতে জড়ানোয় ওই পুরোহিতের বিরুদ্ধে ক্ষেপে লাল তাঁর সহকর্মীরাও। এলাকার অনেক পুরোহিতই অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানাচ্ছেন। দেবী মাতার আরাধনা করতে এসে পুরোহিতের বিরুদ্ধেই এমন নক্কারজনক কাণ্ড ঘটানোর অভিযোগ ওঠায় এলাকার প্রত্যেকে নিন্দায় সোচ্চার হয়েছেন। 

আরও পড়ুন- Eastern Rail: উৎসবের মরশুমে বেনজির তৎপরতা রেলের, ভাঁড়ারে লক্ষ-লক্ষ টাকা, কীভাবে? জানলে চমকে যাবেন!

Purba Bardhaman burdwan Kalipuja 2024
Advertisment