Tamluk Court: তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ২০ দিন সেবামূলক কাজ করার শর্তে অনলাইন জুয়ার ঠেক থেকে ধৃত পাঁচজনকে জামিন জেলা আদালতের। তমলুক সিজিএম কোর্টের এই ব্যতিক্রমী নির্দেশ দারুণ চর্চায়। অভিনব এই নির্দেশকে কুর্নিশ জানাচ্ছেন সর্বস্তরের মানুষজন। গত ২৪ অক্টোবর তমলুক থানা এলাকার নিমতৌড়ি থেকে অনলাইনে জুয়া খেলার সময় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের তমলুক সিজিএম কোর্টে তোলা হলে বিচারক অভীক কুমার চট্টোপাধ্যায় তিনটি শর্তে তাঁদের জামিন দেন। প্রথমত কোর্টের নির্দেশ ছাড়া বাইরে যাওয়া যাবে না। দ্বিতীয়ত, সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। তবে তৃতীয় শর্তটি একেবারে ব্যতিক্রমী। একটানা ২০ দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশন সেবাশ্রমে সেবামূলক কাজ করতে হবে তাঁদের।
তড়িঘড়ি আদালতের নির্দেশের কপি রামকৃষ্ণ মিশনে পাঠানো হয়। সেখানে প্রতিদিন পাঁচ জনের হাজিরা খাতা রাখা হয়েছে। আশ্রমের মহারাজের নির্দেশ মতো বিভিন্ন সেবামূলক কাজ শুরু করে দিয়েছেন ওই পাঁচজন। প্রতিদিন ছুটির সময় রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষের কাছ থেকে সই করে হাজিরা খাতাটি নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে পাঁচজনকে। গত ২৪ অক্টোবর তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ অনলাইনে জুয়া খেলার খবর পান।
আরও পড়ুন- West Bengal Weather Update: কাল ভাইফোঁটার সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি? অবশেষে শীত নিয়ে এল বড়সড় আপডেট!
আরও পড়ুন- Eastern Rail: উৎসবের মরশুমে বেনজির তৎপরতা রেলের, ভাঁড়ারে লক্ষ-লক্ষ টাকা, কীভাবে? জানলে চমকে যাবেন!
ওই জুয়ার ঠেকে অভিযান চালিয়ে তমলুক থানার পুলিশ হাতেনাতে ধরে ফেলে সুধীর শেঠ, হরিপদ মণ্ডল, রবি রাউত, মুর্শেদ মল্লিক ও সেখ আশিক আলি নামে ওই পাঁচজনকে। গ্রেফতার করার পর তাদের বিরুদ্ধে মামলা রুজু করে কোর্টে পাঠাযনো হয়। এরপরেই বিচারক বিচারক দুই পক্ষের সওয়াল-জবাব শুনে তিন শর্তে জামিন দেয় ধৃতদের।
আরও পড়ুন- Digha: কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নতুন রুট', দুরন্ত প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সৈকতনগরীতে