সপ্তাহের প্রথম দিনেই মেট্রো পরিষেবায় কাটছাঁট, সময় সূচীতেও বিরাট রদবদল, কেন এমন সিদ্ধান্ত?

সাধারণ দিনে ২৭২টির মেট্রো পরিষেবা চালু থাকলেও ছট পুজোর দিন ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ২৩৬টি মেট্রো পরিষেবা মিলবে। গ্রিন লাইনের পরিষেবার কী রদবদল?

সাধারণ দিনে ২৭২টির মেট্রো পরিষেবা চালু থাকলেও ছট পুজোর দিন ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ২৩৬টি মেট্রো পরিষেবা মিলবে। গ্রিন লাইনের পরিষেবার কী রদবদল?

author-image
IE Bangla Web Desk
New Update
More than 10.39 android and 58000 ios downloaded metro ride kolkata app: কলকাতা মেট্রো, মেট্রো রাইড কলকাতা অ্যাপ

Kolkata Metro: প্রতীকী ছবি।

ছট পুজো উপলক্ষ্যে মেট্রো সার্ভিসে বিশেষ রদবদলের ঘোষণা করল কলকাতা মেট্রো। ২৭ অক্টোবর ২০২৫ (সোমবার) কলকাতা মেট্রোর ব্লু লাইন ও গ্রিন লাইনে মিলবে সাধারণ দিনের তুলনায় কম মেট্রো। 

Advertisment

সোমবার ছটপুজোর দিন ব্লু লাইন ও গ্রিন লাইনের পরিষেবায় বিশেষ কাটছাঁট। ব্লু লাইন ও গ্রিন লাইনে সংখ্যায় কম চলবে মেট্রো। ব্লু লাইনে সাধারণ দিনে যেখানে ২৭২টি ট্রেন চলে। এ দিন আপ ও ডাউন মিলিয়ে চলবে ২৩৬টি ট্রেন। অন্য দিকে গ্রিন লাইনে ২২৬টির বদলে চলবে ১৮৬টি ট্রেন। 

আরও পড়ুন- চিকিৎসক ধর্ষণ-মৃত্যুর ঘটনায় তোলপাড় মহারাষ্ট্র, বিরাট আশ্বাস মুখ্যমন্ত্রীর, গ্রেফতার দাপুটে পুলিশ আধিকারিক

Advertisment

ব্লু লাইনে প্রথম ও শেষ ট্রেন কখন?

সাধারণ দিনে ২৭২টির মেট্রো পরিষেবা চালু থাকলেও ছট পুজোর দিন ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ২৩৬টি মেট্রো পরিষেবা মিলবে। প্রথম মেট্রো চলবে সকাল ৬:৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত।  একই সময়ে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, মহানায়ক  উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত  মেট্রো চলবে। শেষ মেট্রো মিলবে  রাত ৯:২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত, শহীদ ক্ষুদিরাম থেকে  দক্ষিণেশ্বর ও শহীদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত কোনও সময়ের কোন পরিবর্তন।

গ্রিন লাইনের পরিষেবার কী বদল?

গ্রিন লাইনে ২৭ অক্টোবর মোট ১৮৬টি মেট্রো পরিষেবা মিলবে। (৯৩টি আপ ও ৯৩টি ডাউন), সাধারণ দিন এই লাইনে  ২২৬টির মেট্রো পরিষেবা মিললেও ছট পুজোর দিনে মেট্রো পরিষেবায় কাটছাঁট করা হয়েছে। প্রথম মেট্রো মিলবে সকাল ৬:৩০ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলবে। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের জন্য প্রথম সার্ভিস সকাল ৬:৩২ মিনিটে শুরু হবে। শেষ মেট্রো মিলবে হবে রাত ৯:৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং রাত ৯:৪৭ মিনিটে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত।ওই দিন ইয়লো, অরেঞ্জ ও পার্পল  লাইনে অনান্য দিনের মতই মিলবে পরিষেবা।

আরও পড়ুন- দলের সাংসদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন দাপুটে তৃণমূল বিধায়ক, ২৬-এর ভোটের আগে বিরাট গোষ্ঠীকোন্দল

kolkata metro