/indian-express-bangla/media/media_files/2025/10/26/maharashtra-woman-doctor-suicide-cm-fadnavis-response-2025-10-26-09-42-22.jpg)
বিরাট আশ্বাস মুখ্যমন্ত্রীর
মহারাষ্ট্রের সাতারা জেলায় এক সরকারি মহিলা চিকিৎসকের আত্মহত্যার ঘটনার অভিযুক্ত পুলিশ আধিকারিক গোপাল বাদানেকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। এর আগে এই ঘটনায় আরেক অভিযুক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্ত বাঙ্কারকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন- অপরাধীদের স্বর্গরাজ্য বাংলা? কালনার ঘটনায় শিউরে উঠবেন, নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন
এদিকে মহারাষ্ট্রের সাতারায় সাব-ডিসট্রিক্ট হাসপাতালের এক মহিলা চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় শনিবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিশ বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই রেয়াত করা হবে না মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “এই ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুতর ঘটনা। সরকার ইতিমধ্যেই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাসপেন্ড করেছে এবং গ্রেফতারও করা হয়েছে। কাউকেই ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “এ ধরনের সংবেদনশীল বিষয়ের মধ্যে রাজনীতিকে টেনে আনা অত্যন্ত অসংবেদনশীল।”
আরও পড়ুন- দলের সাংসদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন দাপুটে তৃণমূল বিধায়ক, ২৬-এর ভোটের আগে বিরাট গোষ্ঠীকোন্দল
মহারাষ্ট্রের সাতারা জেলার ফলটনে এক তরুণী চিকিৎসকের আত্মহত্যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফলটনের একটি হোটেল থেকে ওই চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আত্মহত্যার আগে বাঁ হাতের তালুতে নিজের দেওয়া শেষ বার্তা লিখে গিয়েছিলেন তিনি। সেই বার্তায় দু’জনের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে ধর্ষণ ও মানসিক নির্যাতনের মত গুরুতর অভিযোগ আনেন ওই তরুণী চিকিৎসক। এরপরই দেশ জুড়ে তোলপাড় পড়ে যায়।
আরও পড়ুন- জোর প্রস্তুতি, বিহারের পর এবার নজরে বাংলা, কবে থেকে শুরু SIR? যে কোন সময়েই বিজ্ঞপ্তি জারি
বিরোধী দল বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নও তোলেন। মৃত ওই তরুণীর সুইসাইড নোট থেকে জানা যায়, অভিযুক্তদের মধ্যে একজন হলেন এসআই পদমর্যাদার এক পুলিশ আধিকারিক, যাঁর বিরুদ্ধে ওই চিকিৎসককে ৫ মাসের মধ্যে চারবার ধর্ষণের অভিযোগ সামনে এসেছে । অপরজন হলেন বাড়িওয়ালার ছেলে, তার বিরুদ্ধেও টানা পাঁচ মাস ধরে তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থার অভিযোগ করেন মৃতা চিকিৎসক।
সুইসাইড নোটে তিনি পুলিশকর্মী এবং বাড়িওয়ালার ছেলের বিরুদ্ধে ধর্ষণ ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ আনেন। বৃহস্পতিবার রাতেই চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটি হোটেল থেকে। সুইসাইড নোটে তিনি সাব-ইন্সপেক্টর গোপাল বাদানের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ করেন। পাশাপাশি অভিযুক্ত প্রশান্ত বাঙ্কারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের কথা উল্লেখ করেন।
আরও পড়ুন- দানবিক শক্তিতে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, বাংলাতে তোলপাড় ফেলা প্রভাব, কবে, কোথায় ল্যান্ডফল?
পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে নেমেছে। পাশাপাশি জাতীয় মহিলা কমিশনও এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। চিকিৎসক মৃত্যুর প্রতিবাদে গোটা মহারাষ্ট্র জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন সহকর্মী চিকিৎসক ও স্থানীয় বাসিন্দারা। ফলটন সিটি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রশান্ত বাঙ্কারকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাব-ইন্সপেক্টর গোপাল বাদানেকে আপাতত ক্লোজ করা হয়েছে। গোটা ঘটনাটির তদন্ত চলছে এবং আরও তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে"।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us