দুর্গাপুজোয় মেট্রোয় 'জন বিস্ফোরণ', অতীতের সব রেকর্ড ধুয়ে মুছে সাফ, লক্ষ্মীলাভে ইতিহাস গড়ল কলকাতা মেট্রো

পঞ্চমীতে একদিনেই ৯.৮২ লক্ষের বেশি যাত্রী মেট্রোয় চড়েছেন। যা মেট্রো রেলের ইতিহাসে এক দিনের সর্বোচ্চ যাত্রী সংখ্যা।

পঞ্চমীতে একদিনেই ৯.৮২ লক্ষের বেশি যাত্রী মেট্রোয় চড়েছেন। যা মেট্রো রেলের ইতিহাসে এক দিনের সর্বোচ্চ যাত্রী সংখ্যা।

author-image
IE Bangla Web Desk
New Update
Metro Railway Tourist Smart Card,  Metro Tourist Pass,  Smart Card Durga Puja,  Visitor Metro Card  ,Kolkata Metro Tourist Smart Card,  Temporary Metro Card,  Festive Metro Pass  ,Metro Card for Tourists,  Metro Card Sale Durga Puja  ,Metro Travel Smart Card,মেট্রো রেলওয়ে ট্যুরিস্ট স্মার্ট কার্ড,  ট্যুরিস্ট পাস মেট্রো  ,দুর্গাপূজার স্মার্ট কার্ড  ,ভিজিটর মেট্রো কার্ড,  কলকাতা মেট্রো ট্যুরিস্ট স্মার্ট কার্ড  ,অস্থায়ী মেট্রো কার্ড  ,উৎসবকালীন মেট্রো পাস  ,পর্যটকদের মেট্রো কার্ড  ,দুর্গাপূজা মেট্রো কার্ড বিক্রয়  ,মেট্রো ট্রাভেল স্মার্ট কার্ড

Kolkata Metro: লক্ষ্মীলাভে ইতিহাস গড়ল কলকাতা মেট্রো

উৎসবের মধ্যেই নয়া নজির গড়ল কলকাতা মেট্রো। মেট্রো সূত্রে খবর, দূর্গাপূজার পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কলকাতা মেট্রোয় সওয়ার হয়েছেন মোট ৪৬.৫৬ লক্ষ যাত্রী। একই সময়ে, ৫.০১ লক্ষের বেশি যাত্রী AAMAR KOLKATA METRO অ্যাপের মাধ্যমে টিকিট বুক করেছেন।

Advertisment

আরও পড়ুন- শুরু হয়ে গিয়েছে অপেক্ষার প্রহর গোণার পালা,জানুন ২০২৬-এর দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘন্ট

পঞ্চমীতে একদিনেই ৯.৮২ লক্ষের বেশি যাত্রী মেট্রোয় চড়েছেন। যা মেট্রো রেলের ইতিহাসে এক দিনের সর্বোচ্চ যাত্রী সংখ্যা। গত বছর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট  ৪১.১৫ লক্ষ যাত্রী মেট্রোতে চেপেছিলেন বার সেই রেকর্ডও ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে।  আগে মেট্রোর ইতিহাস দুর্গাপুজো পঞ্চমী থেকে দশমী সর্বোচ্চ পূজা যাত্রী সংখ্যা ছিল ২০১৯ সালে ৪৫.৬১ লক্ষ। আর এবার সেই সংখ্যাও ছাড়িয়ে গিয়েছে। যা কার্যত নজির বলে মনে করছেন মেট্রো কর্তারা। 

Advertisment

পাশাপাশি পুজো চলাকালীন ভিড় নিয়ন্ত্রণ নিঃসন্দেহে এক বিরাট চ্যালেঞ্জ ছিল মেট্রোর কাছে। মেট্রো কর্তৃপক্ষ সে কথা মাথায় রেখে আগে ভাগেই সবরকম পরিকল্পনা সেরে নিয়েছিল। যার ফলে ভিড় নিয়ন্ত্রণে কোনরকম কোন সমস্যা হয়নি বলেও জানিয়েছে মেট্রো আধিকারিকরা। 

মেট্রোর এক শীর্ষ আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, উৎসবের দিনগুলিতে বিভিন্ন ব্যস্ত স্টেশনে প্রচুর সংখ্যক কর্মকর্তা ও কর্মী মোতায়েন করা হয়েছিল যাতে ট্রেন চলাচল ও জনসমাগম সামাল দেওয়া সম্ভব হয় । এছাড়াও রাজ্য পুলিশ ও পর্যাপ্ত সংখ্যক আরপিএফের বিভিন্ন স্টেশনে মোতায়েন করা হয়েছিল। ইস্টার্ন রেলের স্কাউট ও গাইডদের স্বেচ্ছাসেবক দলও স্টেশনগুলিতে যাত্রীদের সাহায্য করেছেন।

জনসমাগম নিয়ন্ত্রণে সিসিটিভি মনিটরিংয়ের পাশাপাশি মেডিকেল বুথ, ডাক্তার ও প্যারামেডিকাল স্টাফসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে মজুত রাখা ছিল মেট্রোর তরফে। সেই সঙ্গে মেট্রোর উর্ধতন কর্মকর্তারা সবসময় গোটা প্রক্রিয়ার উপর নিরন্তর নজরদারি চালিয়েছেন।

মেট্রো সূত্রে খবর নতুন স্কিমের অধীনে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ১৮,৪৯৮টি স্মার্ট কার্ড ইস্যু করা হয়েছে এবং ১.৫৯ লক্ষের বেশি স্মার্ট কার্ড ১০ বছরের জন্য রিনিউ করা হয়েছে। এই উদ্যোগ বুকিং কাউন্টারে ভিড় কমাতে সাহায্য করেছে। একই সময়ে ৬৪৬টি টুরিস্ট স্মার্ট কার্ডও বিক্রি হয়েছে। অনেক যাত্রী টিকিট ভেন্ডিং মেশিন থেকেও টিকিট বুক করেছেন।

মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, স্টেশনে পৌঁছানোর আগে AAMAR KOLKATA METRO অ্যাপের মাধ্যমে টিকিট বুক করার এবং স্মার্ট কার্ড ব্যবহারের। এতে বুকিং কাউন্টারে ভিড় কমবে। যার ফলে একদিকে যেমন যাত্রীদের  মূল্যবান সময় বাঁচবে সেই সঙ্গে সাশ্রয় হবে  অর্থও।

আরও পড়ুন- যাত্রী স্বার্থে এবার মারকাটারি উদ্যোগ, ভূয়সী প্রশংসা কুড়িয়ে ফের শিরোনামে কলকাতা মেট্রো

Durgapuja kolkata metro