Kolkata Metro:কলকাতার প্রাণের পাতালরেল, মেট্রো আজও শহরের অহঙ্কার! জন্মদিনে ফিরে দেখা সোনালী অতীত!

Kolkata Metro Birthday: কলকাতা মেট্রোর আজ ৪১তম জন্মদিন উদযাপন। দেশের প্রথম মেট্রো যা শহরের যাতায়াতকে আধুনিকতা, গতি ও ইতিহাসের সঙ্গে যুক্ত করেছে।

Kolkata Metro Birthday: কলকাতা মেট্রোর আজ ৪১তম জন্মদিন উদযাপন। দেশের প্রথম মেট্রো যা শহরের যাতায়াতকে আধুনিকতা, গতি ও ইতিহাসের সঙ্গে যুক্ত করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro, Kolkata Metro birthday, West Bengal news, Indian metro history, Kolkata transport, Kolkata news 24 October 2025, Kolkata Metro 41 years, Kolkata Metro celebration, metro rail India, Kolkata travel update,কলকাতা মেট্রো, কলকাতা মেট্রোর জন্মদিন, পশ্চিমবঙ্গ সংবাদ, ভারতের মেট্রো ইতিহাস, কলকাতা পরিবহণ, কলকাতা খবর ২৪ অক্টোবর ২০২৫, মেট্রো ৪১ বছর, কলকাতা মেট্রো উদযাপন, মেট্রো রেল ভারত, কলকাতা যাত্রা আপডেট

Kolkata Metro: কলকাতা মেট্রোরেল।

Kolkata Metro:আজ, ২৪ অক্টোবর ২০২৫, কলকাতা মেট্রোর জন্মদিন। দেশের প্রথম মেট্রোরেল পরিষেবা চালু হয়েছিল ১৯৮৪ সালের এই দিনে। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে চালু হয় কলকাতা মেট্রো রেল, যা তখন এসপ্ল্যানেড থেকে ভবানীপুর (বর্তমান নেতাজি ভবন) পর্যন্ত মাত্র ৩.৪ কিলোমিটার পথ পরিষেবা দিয়ে শুরু হয়। এই যাত্রার মধ্য দিয়ে কলকাতার যাত্রী পরিবহণ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসে।

Advertisment

কলকাতা মেট্রোর পরিকল্পনা ব্রিটিশ আমল থেকেই শুরু হলেও বাস্তবায়িত হয় স্বাধীনতার পর। শহরের ভিড় ও যানজট কমানোর লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়। ১৯৭২ সালে প্রকল্পের কাজ শুরু হলেও বহু প্রযুক্তিগত ও আর্থিক প্রতিবন্ধকতা মোকাবিলার পর অবশেষে ১৯৮৪ সালে যাত্রা শুরু হয়। প্রথম দিন থেকেই মেট্রোকে শহরের 'প্রাণ' বলা হয়।

আরও পড়ুন- West Bengal News Live Updates:অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ১২ জনের

Advertisment

বর্তমানে কলকাতা মেট্রো শুধু শহরের কেন্দ্র নয়, শহরতলি পর্যন্ত বিস্তৃত। নীল লাইন, সবুজ লাইন, বেগুনি লাইন এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইন সহ কয়েকটি রুটে চলাচল করছে। প্রতিদিন লক্ষাধিক যাত্রী নির্ভরশীল এই পরিষেবার ওপর। মেট্রোর মাধ্যমে দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাত্রা সম্ভব, যা কলকাতার জীবনযাত্রার সঙ্গে এক অভিন্ন অংশে পরিণত হয়েছে।

আজ ২৪ অক্টোবর ২০২৫, কলকাতা মেট্রোর ৪১তম জন্মদিনে বিভিন্ন স্টেশনে উদযাপন ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং শহরবাসীও সামাজিক মাধ্যমে মেট্রোর গর্ব ভাগ করে নিচ্ছেন। বিশেষ স্টেশনে স্মারক প্রদর্শনী এবং পুরানো ছবি প্রদর্শনের মাধ্যমে শহরের নতুন প্রজন্মকে মেট্রোর ইতিহাসের সঙ্গে পরিচয় করানো হচ্ছে।

আরও পড়ুন-West Bengal Weather Update:বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, ফের বৃষ্টি সম্ভাবনা রাজ্যে, উত্তরবঙ্গে চলবে হালকা বৃষ্টি

কলকাতা মেট্রো শুধুই একটি যানবাহন নয়, এটি শহরের আধুনিকতার প্রতীক, গতি ও সুশৃঙ্খলতার এক অভিন্ন চিহ্ন। ৪১ বছর পরও মেট্রো কলকাতার রূপরেখা ও জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। আজকের জন্মদিন তাই শুধুই এক যানবাহনের নয়, বরং শহরের এক যুগান্তকারী অধ্যায়ের স্মরণীয় দিন।

Kolkata Metro Foundation Day kolkata metro kolkata news