/indian-express-bangla/media/media_files/2025/07/27/rain-to-stay-in-bengal-till-july-31-2025-07-27-08-35-04.jpg)
Bengal Weather Today: উইকেন্ডে বড়সড় হাওয়া বদলের ইঙ্গিত!
Kolkata Weather Today: বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ অঞ্চল। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় আগামী কয়েক দিনে কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুষলধারে বৃষ্টি না হলেও দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টি চলবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, তামিলনাড়ু উপকূলের কাছে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি সপ্তাহের শেষের দিকে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি আন্দামান সাগরেও আরেকটি নিম্নচাপের ইঙ্গিত মিলেছে। এই দুটি সিস্টেমের প্রভাবে পূর্ব ভারতের আবহাওয়ায় পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন- ফোন পেয়েই বুক কেঁপে ওঠে মায়ের, ছুটে গিয়েও শেষরক্ষা হল না, না ফেরার দেশে আদরের অপূর্ব
আজ শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও শনিবার থেকে বদলাবে আবহাওয়া। আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। পরবর্তী দু’দিনে পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং—এই দুই পার্বত্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদা জেলাতেও সপ্তাহের শেষ পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের আরও কিছু জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
আরও পড়ুন-তারাপীঠে ধুন্ধুমার, বুক কাঁপানো ঘটনায় তোলপাড়
অক্টোবরের শেষ থেকে কিংবা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই সাধারণত রাজ্যে শীতের আমেজ দেখা যায়। তবে এবার শীতের আগমন কবে থেকে শুরু হবে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না আবহাওয়াবিদরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us