Kolkata Metrorail:কলকাতা মেট্রোরেলের মুকুটে নয়া পালক যুক্ত হওয়া এখন সময় অপেক্ষা। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া মেট্রো চলাচল আর অল্পদিনের মধ্যেই শুরু করা যাবে বলে মনে করা হচ্ছে। গতকালই মেট্রোরেলের জেনারেল ম্যানেজার উদয় কুমার রেড্ডি ও সংস্থার অন্যান্য কর্মকর্তারা এই মেট্রো পথ এবং তার বিভিন্ন নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখেছেন। এই পথে ট্রায়াল রানও হয়েছে।
মেট্রোলের এই অংশটিতে যাত্রী পরিষেবা চালু হয়ে গেলে কলকাতায় এবং শহরতলী জনগণের বিমানবন্দরে পৌঁছতে দারুণ সুবিধা হবে বলে মনে করছেন মেট্রোরেলের কর্তারা। গতকাল প্রথমে জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনটি পরিদর্শন করেছেন সংস্থার শীর্ষ কর্তারা। মেট্রোরেলের আধিকারিকরা সংস্থার শীর্ষকর্তাদের স্টেশনের বিভিন্ন দিক ঘুরিয়ে দেখিয়েছেন এবং যাত্রী নিরাপত্তার একাধিক পদক্ষেপ সম্পর্কে তাঁদের ওয়াকিবহাল করেছেন। মেট্রোরেলের নয়া এই রুটে যাত্রী সুরক্ষার প্রতিটি দিকেই নিবিঢ়ভাবে খেয়াল রাখা হয়েছে।
গতকাল সংস্থার জেনারেল ম্যানেজার এবং অন্যান্য শীর্ষ কর্তাদের উপস্থিতিতেই জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া স্টেশনের মধ্যে একটি রেক দিয়ে ট্রায়াল রান করানো হয়েছে। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত দীর্ঘ সাড়ে ৬ কিলোমিটার পথে মেট্রোরেল চলবে।
আরও পড়ুন- trafficking:সূত্রের খবরে অতর্কিতে হানা, সাঁড়াশি অভিযানে বড়সড় গ্রেফতারি, 'নতুন জীবন' ফিরে পেলেন তরুণীরা
উল্লেখ্য, জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত এই মেট্রো রুটে নোয়াপাড়া এবং বিমানবন্দরকে ধরলে মোট চারটি স্টেশন রয়েছে। নোয়াপাড়া দিক থেকে শুরু করলে পরবর্তী স্টেশন দমদম ক্যান্টনমেন্ট, পরেরটি যশোর রোড এবং সর্বশেষ জয় হিন্দ বিমানবন্দর।
আরও পড়ুন- একুশের মঞ্চে ঘেঁষতেই পারেননি অনুব্রত, দলে গুরুত্ব কমছে বুঝেই কী এই 'চাল' কেষ্টর?