/indian-express-bangla/media/media_files/2025/09/10/kolkata-metro-2025-09-10-10-34-02.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
Kolkata Metrorail:যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে আরও এক নজিরবিহীন তৎপরতা নিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোরেলের তরফে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রীদের সুরক্ষা স্বার্থে আর ৮০০ জন অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগের ব্যাপারে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
মেট্রোর তরফে দেওয়া ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, মেট্রো কর্তৃপক্ষ CCTV ক্যামেরার মাধ্যমে যাত্রীদের যাতায়াত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। প্রতিটি স্টেশনে ঢোকার পথে যাত্রীদের তল্লাশি করা হয় এবং তাদের লাগেজ স্ক্যান করা হয়। যে কোনও যাত্রীর আচরণ সন্দেহজনক হলে দ্রুত উপযুক্ত পদক্ষেপও করা হয়।
তা সত্ত্বেও কলকাতা মেট্রোরেলে সাম্প্রতিক সময়ে দক্ষিণেশ্বরে একটি খুনের ঘটনা ঘটেছে। যা ঘিরে ফের একবার মেট্রোরেলে যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়টি উল্লেখ করে মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, দক্ষিণেশ্বরে গত ১২ সেপ্টেম্বর ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক।
স্কুলের ছেলেদের সঙ্গে জড়িত একটি ঘটনা। মেট্রোরেলে অসংখ্য কর্মজীবী, পেশাদার এবং শিক্ষার্থীদের সুবিধার্থেই সীমিত সীমার মধ্যে কিছু যন্ত্র-সরঞ্জাম ব্যবহারের অনুমতি রয়েছে।
আরও পড়ুন-Youth Dies: বেঘোরে প্রাণ গেল যুবকের! মাছ ধরতে গিয়ে কী এমন ঘটল?
দক্ষিণেশ্বরে স্টেশনের মধ্যে এক ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনা ঘিরে যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়ে যায়। এবার যাত্রীদের সুরক্ষা স্বার্থেই মেট্রোর বিভিন্ন স্টেশনে-ট্রেনে অতিরিক্ত ৮০০ জন নিরাপত্তা কর্মী নিয়োগের ব্যাপারে দৃঢ়ভাবে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us