/indian-express-bangla/media/media_files/2025/09/15/death-2025-09-15-10-05-43.jpg)
North 24 Parganas News: কান্নায় ভেঙে পড়েছে মৃত যুবকের পরিবার।
North 24 Parganas News: মাছ ধরতে গিয়ে বচসার জেরে নাবালকের ইটের আঘাতে মৃত্যু যুবকের। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার গোঠরা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া এলাকায়। পুলিশ জানায় মৃত যুবকের নাম তুফান মণ্ডল (২৫), তাঁর বাড়ি তেঘরিয়া এলাকায়। নিহত যুবক পেশায় রাজমিস্ত্রি।
রবিবার রাত আটটা নাগাদ ওই যুবক মাছ ধরতে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর রাস্তায় চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তুফান। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তুফানকে রাস্তা থেকে তুলে নিয়ে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনারস্থলে পৌঁছে অভিযুক্ত নাবালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
তবে ঠিক কী কারণে ওই নাবালক তুফান মণ্ডলের মাথায় ইট ছুড়ল তা এখনও স্পষ্ট হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, তুফানের হাতে থাকা একটি টর্চকে কেন্দ্র করে তুফান ও ওই নাবালকের মধ্যে বচসা শুরু হয় এবং তার জেরে ওই নাবালক রাস্তার পাশে পড়ে থাকা ইট তুলে তুফানের মাথায় আঘাত করে। আর তাতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে। ইটের আঘাতের জেরেই মৃত্যু হয়েছে তুফান মণ্ডলের, এমনই দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত যুবকের পরিবারের সদস্যদের দাবি , যেভাবে রাস্তার উপরে ফেলে ইট দিয়ে থেঁতলে ওই নাবালক তুফানকে খুন করেছে তার উপযুক্ত তদন্ত করে নাবালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তুফানের পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। বসিরহাট থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।
আরও পড়ুন-ভ্রমণ বিপ্লব! রেলের মুকুটে জুড়ল নয়া পালক, কলকাতা থেকে সোজা পাড়ি মিজোরাম
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us