Kolkata Metro:যাত্রীদের সুবিধার্থে পুজোর আগেই চালু বাম্পার বন্দোবস্ত! অভূতপূর্ব উদ্যোগ কলকাতা মেট্রোর

Metro Railway, Kolkata: যাত্রীদের সুবিধার্থে এবার দরুণ বন্দোবস্ত করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। পুজোর আগেই চালু হয়ে যাচ্ছে নয়া নিয়ম।

Metro Railway, Kolkata: যাত্রীদের সুবিধার্থে এবার দরুণ বন্দোবস্ত করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। পুজোর আগেই চালু হয়ে যাচ্ছে নয়া নিয়ম।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro 08 Sept 2025 ridership,8 lakh passengers Metro 8 September West Bengal,metro travelled around 8 lakh on 08.09.2025,Kolkata Metro,কলকাতা মেট্রো ৮ সেপ্টেম্বর ২০২৫ যাত্রী সংখ্যা,০৮.০৯.২০২৫-এ প্রায় ৮ লাখ যাত্রী মেট্রোয়,মেট্রো ৮ লাখ যাত্রী ৮ সেপ্টেম্বর

Kolkata Metro: কলকাতা মেট্রো।

Kolkata Metro:মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে এবং এর মেয়াদ ১০ বছর বৃদ্ধির মতো আরও সুবিধা দেওয়া হবে। কলকাতা মেট্রোরেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, স্মার্ট কার্ড জনপ্রিয় করার জন্য স্মার্ট কার্ডের ব্যবসায়িক নিয়মে আকর্ষণীয় পরিবর্তন আনা হয়েছে যা ২৫.০৯.২০২৫ থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসে, ইতিমধ্যেই ৫০,০০০ এরও বেশি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে।

Advertisment

ইতিমধ্যেই ৫০,০০০-এরও বেশি স্মার্ট কার্ড বিক্রি হয়ে গেছে। ব্যবসায়িক নিয়মে এই আকর্ষণীয় পরিবর্তন কার্যকর হওয়ার পর আরও বেশি সংখ্যক যাত্রী মেট্রো স্মার্ট কার্ড কিনতে আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে। এই স্মার্ট কার্ডগুলি মেট্রো ভ্রমণকে সকলের জন্য আরও আরামদায়ক করে তুলবে কারণ যাত্রীরা বুকিং কাউন্টারে ভিড় এড়াতে পারবেন, বিশেষ করে ব্যস্ত সময় এবং উৎসবের সময়।

আরও পড়ুন- West Bengal News Live Updates: পুজোর খুশি এবার দ্বিগুণ, রেল কর্মচারীদের জন্য এলাহি ঘোষণা মোদী সরকারের

Advertisment

মেট্রোর ব্যবসায়িক নিয়মে যে পরিবর্তনগুলি আনা হচ্ছে তা নিচে দেওয়া হল:-

(১) স্মার্ট কার্ডের বর্তমান ফেরতযোগ্য নিরাপত্তা জমার পরিমাণ ৮০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।
(২) স্মার্ট কার্ডের সর্বনিম্ন ইস্যু মূল্য ১৫০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। (অর্থাৎ সিকিউরিটি ডিপোজিট বাবদ জমা ৫০ টাকা প্লাস রাইড মূল্য ৫২ টাকা বোনাস সহ)।

আরও পড়ুন- Waterlogging accident :মর্মান্তিক! জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তরতাজা যুবকের! কপাল চাপড়াচ্ছেন বাবা-মা!

(৩) স্মার্ট কার্ডের মেয়াদ বর্তমান এক বছরের পরিবর্তে ১০ বছরের জন্য হবে।
(৪) রিচার্জের সময় বিদ্যমান বৈধ কার্ডের মেয়াদ আরও ১০ বছর পর্যন্ত বাড়ানো হবে।
(৫) নতুন ইস্যু করা কার্ডের মেয়াদ AFC এবং PC গেটে প্রথম সোয়াইপ থেকে গণনা করা হবে, ইস্যুর প্রথম তারিখ থেকে নয়।
(৬) রিচার্জ মূল্যের উপর ৫% বোনাস অব্যাহত থাকবে।

Durga Puja 2025 Metro kolkata metro