Waterlogging accident :মর্মান্তিক! জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তরতাজা যুবকের! কপাল চাপড়াচ্ছেন বাবা-মা!

South 24 Parganas news: একনাগাড়ে চলা বৃষ্টির জেরে গোটা এলাকা ছিল জলমগ্ন। সেই জমা জল পেরিয়ে যেতেই মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটে।

South 24 Parganas news: একনাগাড়ে চলা বৃষ্টির জেরে গোটা এলাকা ছিল জলমগ্ন। সেই জমা জল পেরিয়ে যেতেই মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটে।

author-image
Mina Mondal
New Update
South 24 Parganas news,  Bishnupur electrocution,  Anish Ghorui death , Waterlogging accident  ,Electrocution in water,  Urban flooding hazard,  Death by electrocution,  Local tragedy  ,Kolkata suburban accident  ,Fatal incident,দক্ষিণ ২৪ পরগনা সংবাদ  ,বিষ্ণুপুর বিদ্যুৎস্পৃষ্ট  ,অনীশ ঘোড়ুই মৃত্যু,  জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট,  জলাবদ্ধতা বিপদ  ,বজ্রাঘাত ও বিদ্যুৎস্পৃষ্ট,  বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু  ,স্থানীয় দুর্ঘটনা,  কলকাতার উপকণ্ঠ দুর্ঘটনা,  করুণ পরিণতি

Electrocution in water: কান্নায় ভেঙে পড়েছেন মৃত যুবকের মা।

Bishnupur electrocution: মর্মান্তিক! মঙ্গলবার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২২ বছরের অনীশ ঘোড়ুইয়ের। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তরতাজা যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। কপাল চাপড়াচ্ছেন মা-বাবা ও পরিবারের অন্যরা।

Advertisment

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টি হয়েছে কলকাতা সহ আশেপাশের এলাকায়। শহর কলকাতায় বৃষ্টি থামলেও এখনও জলমগ্ন বহু এলাকা।

গতকাল দুপুরের দিকে বিষ্ণুপুরের পানাকুয়া পঞ্চায়েতের রামকান্তপুরে বাড়ির কাছেই জল আনতে বেরিয়েছিলেন বছর বাইশের অনীশ ঘোড়ুই। বৃষ্টিতে গোটা এলাকা জলমগ্ন ছিল। জল পেরিয়েই পানীয় জল আনতে গিয়েছিলেন অনীশ। কোনওভাবে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হন ওই যুবক।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates:জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুমিছিল কলকাতায়! 'দায় ঝাড়ছেন মুখ্যমন্ত্রী', সোচ্চার সুকান্ত

ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা অনীশকে এভাবে পড়ে যেতে দেখে তাকে কোনওভাবে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গিয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তরতাজা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-Calcutta High Court:ফের মুখ পুড়ল রাজ্যের! চিকিৎসক অনিকেত মাহাতোর বদলি মামলায় কী নির্দেশ হাইকোর্টের?

মৃত অনীশের বাবা সঞ্জিত ঘোড়ুই বলেন, "ছেলে জল আনতে গিয়েছিল। সোলার সিস্টেমের ছাউনিটা খুলে নিয়েছিল। সেটা ইলেকট্রিক লাইনে চালু করেছিল। ইলেকট্রিকে চালু করতেই বিপত্তি ঘটে। চেঞ্জার বক্স খোলা ছিল। সারারাত জল পড়ে ওই চেঞ্জার বক্সটাও কারেন্ট হয়ে গিয়েছিল। ছেলেটা দুপুরে জল আনতে গিয়েছিল। সুইচ মারার সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। আগামী দিনে সরকার এমন ব্যবস্থা করুক যাতে এভাবে যেন কোনও বাপ-মায়ের কোল না খালি হয়।"  

আরও পড়ুন-TMC MP:'সব করে-কম্মে খাচ্ছে', ঘুরিয়ে দলেরই পঞ্চায়েত সমিতিকে তুলোধনা ডাকাবুকো তৃণমূল সাংসদের?

Electrocution in water Waterlogging accident South 24 Pgs