/indian-express-bangla/media/media_files/2025/09/17/metro-puja-2025-09-17-16-01-06.jpg)
পুজোয় রেকর্ড ভিড়ের আশা
Kolkata Metro Puja service: পুজোর ভিড় সামাল দিতে মারকাটারি উদ্যোগ কলকাতা মেট্রোর। চলতি বছরের দুর্গাপুজোয় দৈনিক মেট্রোর যাত্রীসংখ্যা ১১-১২ লাখে পৌঁছাতে পারে বলেই অনুমান মেট্রো কর্তাদের। যা গত বছরের ৯ লাখের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে বলেই আশা। এই উপলক্ষে মেট্রো রেলওয়ে চালু করেছে বিশেষ ‘ট্যুরিস্ট স্মার্ট কার্ড’। যেটির মাধ্যমে তিন বা পাঁচ দিনের জন্য সীমাহীন যাত্রার সুবিধা পাবেন যাত্রীরা। কর্মকর্তারা জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো উৎসবের দিনগুলিতে ভিড়ের সময় যাত্রীদের আরও বেশি সুবিধাজনক যাত্রা প্রদান করা।
দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হতেই 'ঝড়' তুললেন মুখ্যমন্ত্রী,মমতার হাত ধরেই ৩ হাজার মন্ডপের উদ্বোধন
ট্যুরিস্ট স্মার্ট কার্ডে নির্দিষ্ট মূল্যে সীমাহীন ভ্রমণ করা যাবে—তিন দিনের জন্য ২৫০ টাকা এবং পাঁচ দিনের জন্য ৫৫০ টাকা। এই কার্ড সমস্ত মেট্রো স্টেশনের বুকিং কাউন্টার থেকে কিনতে পারবেন যাত্রীরা। মেট্রো সূত্রে জানা গিয়েছে বিশেষভাবে পর্যটক ও মণ্ডপ দর্শনার্থীদের জন্য সুবিধার জন্যই এই বিশেষ ‘ট্যুরিস্ট স্মার্ট কার্ড’এনেছে কলকাতা মেট্রো। সাধারণ স্মার্ট কার্ডের মতো ‘পে-অ্যাজ-ইউ-গো’ সিস্টেমের পরিবর্তে ট্যুরিস্ট কার্ডে নির্দিষ্ট সময়কালের মধ্যে সীমাহীন যাত্রা করা সম্ভব বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। উৎসবের মরসুমে সাধারণ স্মার্ট কার্ড ব্যবহারকারীরাও রিচার্জের উপর ৫ শতাংশ বোনাস পাবেন এবং ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপে মোবাইল QR টিকিট কিনতেও একই রিবেট সুবিধা থাকবে। কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীরা দ্রুত ডিজিটাল পদ্ধতিতে অভ্যস্ত হচ্ছেন।
পিকনিকের আয়োজনের মাঝেই সব শেষ! দাপুটে TMC নেতার রহস্যমৃত্যু, তড়িঘড়ি হাজির রাজ্যের হেভিওয়েট মন্ত্রী
মহালয়ার দিন, ২১ সেপ্টেম্বর, মেট্রো রেল ১৩০টির পরিবর্তে ১৮২টি বিশেষ পরিষেবা প্রদান করবে। প্রথম ট্রেন নোয়াপাড়া, দক্ষিণেশ্বর ও দমদম থেকে সকাল ৬.৫০ থেকে ৬.৫৫টার মধ্যে ছাড়বে, শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে।কর্মকর্তারা জানান, সম্প্রতি ব্লু ও গ্রীন লাইনে একাধিক বিঘ্নের কারণে যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়েছে । দুর্গাপুজোর আগে যাত্রীসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিষেবার নির্ভরযোগ্যতা বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us