/indian-express-bangla/media/media_files/2025/09/21/cats-2025-09-21-07-46-37.jpg)
তৃণমূল নেতার রহস্যমৃত্যু
মেঝের উপর পাতা বেঞ্চের উপর সদ্য নামানো মাংস ভাত। আর সিড়ির গ্রিল থেকে গলায় দড়ি বাধা অবস্থায় পড়ে রয়েছে মৃতদেহ। হাঁটু ঠেকে রয়েছে মেঝেতে। বাইরে মরে পড়ে রয়েছে মুরগি। দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের বরিষ্ঠ তৃণমূল নেতা নিখিল নায়েকের দেহ উদ্ধার তারই বাগান বাড়ি থেকে। খাবারে বিষ মিশিয়ে খুন? না এর পিছনে রয়েছে অন্য কোন কারণ? দানা বাঁধছে রহস্য।
ঘটনার সঠিক তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা চার ঘন্টা ধরে পুলিশকে দেহ তুলতে দেয়নি।উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। মন্ত্রী মশাইয়ের পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস পাওয়ার পর শান্ত হন স্থানীয়রা।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানিয়েছেন, “একজনের দেহ উদ্ধার হয়েছে। বেশ কিছু জিনিসপত্রও উদ্ধার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করা হবে।” মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “নিখিল বাবু একজন বরিষ্ঠ সংগঠক ছিলেন। তার মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশের কাছে আমরা সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। আশা করি দ্রুত ঘটনার কিনারা হবে।”