দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হতেই 'ঝড়' তুললেন মুখ্যমন্ত্রী,মমতার হাত ধরেই ৩ হাজার মন্ডপের উদ্বোধন

দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হতেই পুজো উদ্বোধনে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) উত্তর কলকাতার টাকা প্রত্যয়ের পুজো উদ্বোধনের মধ্যে দিয়ে চলতি বছরের পুজো উদ্বোধনের সূচনা করলেন তিনি।

দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হতেই পুজো উদ্বোধনে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) উত্তর কলকাতার টাকা প্রত্যয়ের পুজো উদ্বোধনের মধ্যে দিয়ে চলতি বছরের পুজো উদ্বোধনের সূচনা করলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata-banerjee-durga-puja-2025-inauguration-3000-pandals

দুর্গা পুজোর কাউন্টডাউন শুরু হতেই 'ঝড়' তুললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হতেই পুজো উদ্বোধনে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) উত্তর কলকাতার টালা প্রত্যয়ের পুজো উদ্বোধনের মধ্যে দিয়ে চলতি বছরের পুজো উদ্বোধনের সূচনা করলেন তিনি। আগামী পাঁচ দিনে রাজ্যজুড়ে ৩,০০০-রও বেশি পুজো মণ্ডপ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

Advertisment

পিকনিকের আয়োজনের মাঝেই সব শেষ! দাপুটে TMC নেতার রহস্যমৃত্যু, তড়িঘড়ি হাজির রাজ্যের হেভিওয়েট মন্ত্রী

টালা প্রত্যয়ের শতবর্ষ উপলক্ষে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মার সঙ্গে নিয়ে মন্ডপে পৌঁছান। শতবর্ষে পা রেখে এবার একেবারে ভিন্নতর এক থিম নিয়ে হাজির হচ্ছে তারা। ‘বীজ অঙ্গন’ এই থিমের নামকরণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া থিমের নাম সার্থকতার সঙ্গে মন্ডপে ফুটিয়ে তুলেছেন শিল্পী ভবতোষ সুতার। পাশাপাশি থিম সং লেখা ও সুর দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।  সেই গান গেয়েছেন রাজ্যের পর্যটন ও তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। উদ্বোধনী মঞ্চ থেকে মমতা বলেন, “আগে পুজো এলে বাংলার গান নিয়ে উৎসাহ থাকত। এখন বাংলার গানের প্রতি সেই 'সম্মান' কমে গিয়েছে। বাংলা আমাদের মাতৃভূমি। আজ আমরা ভারতীয় নাগরিক হয়েছি বাংলার জন্যই।” 

Advertisment

Mahalaya Weather Update: ভেস্তে যেতে পারে প্যান্ডেল হপিং! মহালয়ার দিনেই তুমুল দুর্যোগের ভয়ঙ্কর সতর্কবার্তা জারি, মন খারাপ আপামোর বাঙালির

শুক্রবার রাত থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টির কারণে শঙ্কা তৈরি হলেও মুখ্যমন্ত্রী জানান, উৎসবের আনন্দ কোনও ভাবেই ম্লান হবে না। শনিবার সন্ধ্যায় তিনি পৌঁছন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে, যা কলকাতার অন্যতম বড় থিম পুজো। পাশাপাশি উদ্বোধন করেন হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবেরও।

Mahalaya 2025: মহালয়ার সকাল থেকে গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়া ভিড়, পূর্বপুরুষদের উদ্দেশে চলছে তর্পণ

উদ্বোধনের মঞ্চ থেকে মমতা  বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা ভাষায় কথা বলাটা কখনও সমস্যার কারণ হওয়া উচিত নয়। বাংলার শ্রমিকরা বাইরে যান কারণ তাঁদের দক্ষতার চাহিদা আছে। প্রত্যেকের দক্ষতা আলাদা। কিন্তু আমাদের দর্শন হল ভিন্নতার মধ্যেই ঐক্য। আসুন উৎসবের সময়টা আমরা সবাই মিলে ঐক্যের বন্ধনে কাটাই।”

mamata Durgapuja