Sacked Teachers: 'এসএসসির বিজ্ঞপ্তি বেআইনি', ফের সোচ্চার চাকরিহারা 'যোগ্য'রা, দিল্লি রওনা তিন শিক্ষকের

SSC teachers protest: চাকরি ফেরতের দাবিতে লাগাতার আন্দোলন-প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। এবার তাঁদেরই তিন প্রতিনিধি দেলেন দিল্লিতে।

SSC teachers protest: চাকরি ফেরতের দাবিতে লাগাতার আন্দোলন-প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। এবার তাঁদেরই তিন প্রতিনিধি দেলেন দিল্লিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
wb ssc scam,ssc recruitment scam,sacked teachers protest,teachers protest,west bengal news today,latest bengali news today,চাকরিহারা শিক্ষকদের আন্দোলন,দিল্লি রওনা চাকরিহারা শিক্ষকদের

Sacked Teachers Protest: এবার দিল্লি রওনা আন্দোলনকারী শিক্ষকদের তিন প্রতিনিধির।

2016 SSC recruitment cancellation:এবার দিল্লি গেলেন চাকরিহারা তিন শিক্ষক। সোমবার সকালে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন সুমন বিশ্বাস সহ চাকরিহারা 'যোগ্য' তিন শিক্ষক। আইনের কোন পথে বা কীভাবে তাঁরা তাঁদের চাকরি ফেরত পেতে পারেন সে ব্যাপারে কথা বলতেই সুপ্রিম কোর্টে যাচ্ছেন বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস।

Advertisment

সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। অযোগ্যদের পাশাপাশি যোগ্য হাজার-হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। চাকরি ফেরতের দাবিতে লাগাতার আন্দোলন চলছে। এর আগেও দিল্লিতে গিয়ে চাকরি ফেরতের দাবিতে সোচ্চার হয়েছেন শিক্ষক-শিক্ষিকারা। আবারও দিল্লি রওনা চাকরিহারা যোগ্য বলে দাবি করা তিন শিক্ষকের। 

এদিন তাঁদেরই একজন সুমন বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, "আমরা দিল্লিতে যাচ্ছি। অযোগ্যদের বাঁচাতে SSC প্যানেল বাতিল হল, যোগ্যদেরও চাকরি চলে গেল। সুপ্রিম কোর্টের গত ২৩ এপ্রিল ২০২৫-এর রায় অগ্রাহ্য করে স্কুল সার্ভিস কমিশন (SSC) বেআইনি নোটিস, বেআইনি গেজেট প্রকাশ করেছে। এটা নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতেই আমরা যাচ্ছি। আইনের কোন কৌশলে চাকরি ফেরত পাওয়া যায়, বাংলার সব যোগ্যদের জন্য অনশনকারীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কথা বলতে যাচ্ছি।"

আরও পড়ুন- Kolkata News Live Updates: চলন্ত ট্রেনে ভিড়ের চাপে সাংঘাতিক কাণ্ড! ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু ৫ যাত্রীর

Advertisment

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছিল শীর্ষ আদালত। এসএসসি-এর ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করেছিল সর্বোচ্চ আদালত। তবে অযোগ্যদের পাশাপাশি হাজার-হাজার যোগ্য শিক্ষক-শিক্ষিকারও চাকরি বাতিল হয়েছে। চাকরি ফেরতের দাবিতে সেই থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। এর আগে শহর কলকাতার পাশাপাশি জেলায়-জেলায় বিক্ষোভ-আন্দোলন হয়েছে। এখনও মহানগরীতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। এবার তাঁদেরই তিন প্রতিনিধি গেলেন দিল্লিতে।

আরও পড়ুন- Kolkata Weather Update today: অস্বস্তিকর ভ্যাপসা গরমে সেদ্ধ হচ্ছে দক্ষিণবঙ্গ, আবহাওয়ায় স্বস্তির বদল কাল থেকেই?

এদিকে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে SSC। চাকরিহারা শিক্ষকদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনেই ওই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা নতুন করে পরীক্ষায় বসতে রাজি নন। পরীক্ষায় না বসেই কীভাবে তাঁদের চাকরিতে বহাল রাখা যায় সে ব্যাপারে আইনি পরামর্শও করছেন তাঁরা। এবার সেই বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চান তাঁদের তিন প্রতিনিধি।

আরও পড়ুন- Manipur violence: হিংসার আগুনে ফের জ্বলছে মণিপুর!মোদীকে নিশানা করে ভয়ঙ্কর আক্রমণ প্রিয়াঙ্কা গান্ধীর

WB SSC Scam TEACHERS SSC recruitment