West Bengal News Updates:দেবীপক্ষে নিম্নচাপের প্রবল গর্জনে ভাসল কলকাতা, জলের তোড়ে ভাঙল শহরের বিখ্যাত পুজোমণ্ডপ

West Bengal News Updates 23 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 23 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Kolkata waterlogging,  Heavy rainfall,  Electrocution death,s  Kolkata rain disaster  ,City flooding,  Drainage crisis  ,Public transport disruption,  Commuter suffering,  Monsoon tragedy  ,Kolkata news update,কলকাতা জলমগ্ন  ,টানা বৃষ্টি,  বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু,  বৃষ্টিতে বিপর্যয়,  কলকাতা সংবাদ  ,মহানগরী দুর্ভোগ,  ড্রেনেজ সমস্যা  ,গণপরিবহন বিপর্যয়,  অফিসযাত্রীর ভোগান্তি,  বর্ষায় দুর্ঘটনা

Kolkata waterlogging: কলকাতার দিকে দিকে জল।

Kolkata News Updates:লাগাতার বৃষ্টিতে কলকাতায় জলের তোড়ে ভাঙল উত্তর কলকাতার প্রখ্যাত দুর্গাপুজোর মণ্ডপ। হাতিবাগান নবীন পল্লীর পুজো মণ্ডপ বৃষ্টির জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনওমতে বেঁচেছে প্রতিমা। যুদ্ধকালীন পরিস্থিতিতে মণ্ডপ মেরামতিতে পুজো কর্তারা। শহর কলকাতার আরও বেশ কয়েকটি নামী পুজোর মণ্ডপের অবস্থাও শোচনীয়। দক্ষিণ কলকাতার সিংহী পার্ক সার্বজনীনের প্যান্ডেলের নিচের অংশের কাজ বৃষ্টির জেরে ভেঙে গিয়েছে।

Advertisment

এছাড়াও বেহালা আদর্শ পল্লীর মণ্ডপের কিছু অংশও জলের প্রবল স্রোতে ভেঙে গিয়েছে। আজই কলকাতার বেশ কয়েকটি বড় পুজোর উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্তমান পরিস্থিতিতে সেই সব কর্মসূচি শিকেয় উঠেছে।

আরও পড়ুন- Electrocution deaths: নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে মৃত ৭, স্বজনহারা পরিবারের পাশে রাজ্য

Advertisment

রেকর্ড বৃষ্টি কলকাতায়! সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর অবধি নাগাড়ে বৃষ্টিতে দিকে দিকে জলমগ্ন পরিস্থিতি। এককথায় পুজোর মুখে কলকাতা শহরের জনজীবন স্তব্ধ। এরই মধ্যে দক্ষিণ শহরতলির নেতাজি নগরে ঘটে গেল এক মর্মান্তিক মৃত্যু। জলমগ্ন রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি, বেসামাল হয়ে রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে হাত দেন তিনি।

আরও পড়ুন-Kolkata Waterlogging:দেবীপক্ষে নিম্নচাপের গর্জনে ভাসল কলকাতা থেকে জেলা, আজ থেকেই সরকারি স্কুলে পুজোর ছুটি

মুহূর্তের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কলকাতা শহরের উত্তর থেকে দক্ষিণ, দিকে দিকে জল। যুদ্ধকালীন পরিস্থিতিতে জল নামানোর তৎপরতা নিয়েছে পুরসভা।

লাগাতার বৃষ্টিতে জলের তলায় কলকাতা। এরই মধ্যে ম্যান্ডেভিলা গার্ডেনের একটি দোকানে দাউ দাউ করে আগুন লেগে যায়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার কিছু পরে আগুন লাগে। একটি খাবারের দোকান-সহ পরপর তিনটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। গোটা এলাকা জলমগ্ন। দমকলের গাড়ির যাতায়াতেও যারপরনাই সমস্যা হয়। মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজের তদারকি করেন।

  • Sep 23, 2025 17:28 IST

    Kolkata News Live Updates:জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

    ফের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার শাসনের তেহাটা। মৃত স্থানীয় বাসিন্দা মিজারুল আলি জমা জল সরাচ্ছিলেন। তাতেই ঘটে বিপত্তি। কাঁচা কঞ্চি দিয়ে জল পরিষ্কার করতে গিয়ে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ওই ব্যক্তি। 



  • Sep 23, 2025 16:19 IST

    Kolkata News Live Updates:এই বৃষ্টির সঙ্গে লড়াই চলে না: ফিরহাদ

    রেকর্ড বৃষ্টি কলকাতায়! তিলোত্তমা মহানগরীর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। দিকে দিকে জল। সেই সঙ্গে জমা জলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে পরপর মৃত্যুর খবর মিলেছে। এক কথায় শারদোৎসব শুরু হতেই কলকাতায় অসুররূপী বৃষ্টিতে সীমাহীন জল-যন্ত্রণা! মঙ্গলবার সকালে চেতলায় নিজের পাড়ায় জমা জল সরাতে দেখা গেল মেয়র ফিরহাদ হাকিমকে। নতুন করে দুর্যোগ না হলে আজ রাত ১০টার মধ্যেই কলকাতার জল নেমে যেতে পারে বলে আশাবাদী মেয়র।

    Kolkata Rains:'এই বৃষ্টির সঙ্গে লড়াই চলে না!', নিজের পাড়ায় নালার মুখ পরিষ্কারে ব্যস্ত মেয়র ফিরহাদ হাকিমও উদ্বেগে!



  • Sep 23, 2025 16:17 IST

    Kolkata News Live Updates:ইংরেজদের আগুনেও থামেনি ঐতিহ্যবাহী এই দুর্গাপুজো

    স্বাধীনতা আন্দোলনের সময় রামনগরের চন্দনপুর জমিদার বাড়ি পুড়িয়ে দিয়েছিল ইংরেজরা। সেই জমিদার বাড়ির দুর্গা পুজো প্রায় আড়াইশো বছরে পদার্পণ করেছে। স্বাধীনতা আন্দোলনের সময় একবার পুজো বন্ধ হলেও এখনও ঐতিহ্য মেনে চলছে মায়ের আবাহন। মাঝে একবার জমিদার বাড়িতে মৃত্যু হয় একজনের। পরিবারের সদস্যদের সন্দেহ হয় দেবী প্রতিমা ছোট হওয়াতেই এমনটা হয়েছে। তারপর থেকে দেবী প্রতিমা কোনভাবেই ছোট করা হয়নি। নির্দিষ্ট মাপে প্রতিমা গড়া হচ্ছে আড়াইশো বছর ধরে। নির্দিষ্ট একই কাঠের কাঠামোতে প্রতিবছর প্রতিমা গড়া হয়।

    Durga Puja 2025:ইংরেজদের আগুনেও থামেনি ঐতিহ্যবাহী এই দুর্গাপুজো, এক কাঠামোর প্রতিমায় খদিত আড়াইশো বছরের ইতিহাস

     



  • Sep 23, 2025 15:26 IST

    Kolkata News Live Updates:কলকাতায় পুজো উদ্বোধনে অমিত শাহ

    দেবীপক্ষেই রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সূত্রের খবর, চলতি সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসতে পারেন। কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 'অপারেশন সিঁদুর' থিমে তৈরি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো এবার ৯০তম বর্ষে পা দিয়েছে। এই দুর্গাপুজোর প্রধান উদ্যোক্তা BJP নেতা সজল ঘোষ। সজল ঘোষের পুজো ছাড়াও সল্টলেকের ইজেড সিসি-র দুর্গাপুজোর উদ্বোধন করার কথা রয়েছে শাহের।



  • Sep 23, 2025 08:33 IST

    Kolkata News Live Updates:বৃষ্টির জেরে ট্রেন বন্ধ

    সারারাত ধরে বৃষ্টি আর বৃষ্টির জমা জল রেল ট্র্যাকে জমে যাওয়ায় শিয়ালদহ দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। বারুইপুর স্টেশন থেকে সকাল পাঁচটা আট মিনিটে একটি আপ শিয়ালদহ লক্ষীকান্তপুর ট্রেন যায়। তারপর থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। সমস্যায় পড়েছেন নামখানা, লক্ষীকান্তপুর, ডায়মন্ডহারবার, ক্যানিং ও বজবজ লাইনের রেল যাত্রীরা।

    West Bengal News Live Updates:বৃষ্টি ভেজা কলকাতায় মর্মান্তিক মৃত্যু! ৫ ঘন্টার রেকর্ড বৃষ্টিতে ডুবল শহর, স্তব্ধ জনজীবন



Heavy Rainfall Bengal Weather Forecast Kolkata Weather Waterlogged street