West Bengal news Highlights: ইডি দফতর থেকে বেরিয়েই পার্থর জামিন নিয়ে বিস্ফোরক মন্তব্য, কী জানালেন তৃণমূলের দাপুটে মন্ত্রী?

West Bengal News Updates 26 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 26 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
IMG-20250926-WA0103

News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Updates: প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ইডি দপ্তর থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে বিস্ফোরক কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

Advertisment

হাইকোর্টের নির্দেশ মেনে ২৫-২৬ নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দেন করমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডি দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় চন্দ্রনাথ সিনহা জানান, আপাতত আর ইডি আমাকে ডাকেনি। কিছু কাগজ চেয়েছে পাঠিয়ে দেব। যা প্রশ্ন করেছিল যথাযথ উত্তর দিয়েছি, কিছু ডকুমেন্টস চেয়েছে সেই ডকুমেন্টস আমি বলেছি কালীপুজোর পর পাঠিয়ে দেবো। ওনারা মেনে নিয়েছেন। আমি বলেছি, যখন খুশি ডাকবেন কিন্তু সাত দিন সময় দেবেন আমি চলে আসবো। ওনারা মেনে নিয়েছেন। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন প্রসঙ্গে তিনি বলেন,' জামিন হয়েছে আশা করি খুব শিগগিরই ছাড়া পাবে এবং মা দুর্গা আসছে অশুভ শক্তিকে ধ্বংস করে আসল জিনিসকে নিয়ে আসছে। এবার আস্তে আস্তে অনেক কিছুরই পরিবর্তন হবে'।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হোস্টেল পুজোর ছুটিতে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কোনভাবে যাতে বহিরাগতরা না ঢুকতে পারে সেই কারণে এই নির্দেশ! দিন কয়েক আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী মৃত্যুর ঘটনায় বাংলা জুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল। এর মাঝেই আদালতের বড় নির্দেশ।

Advertisment

দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা লরির। ভয়াবহ দুর্ঘটনায় মৃত গাড়িচালক, গুরুতর আহত খালাসি। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি ব্লকের মানিকপুর মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে। এদিন সকালে ফরাক্কা থেকে ওমরপুর যাওয়ার জাতীয় সড়কে একটি ডাম্পার রাস্তার পাশে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি লরি এসে ডাম্পারের পিছনে ধাক্কা মারে। ভয়াবহ দুর্ঘটনায় লরিচালকের ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে গুরুত্ব আহত লরির খালাসি। তাঁকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

গতকাল রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর মণ্ডপের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতা পুরসভার BJP কাউন্সিলর তথা BJP-র দাপুটে নেতা সজল ঘোষের এই পুজোর থিম এবার 'অপারেশন সিঁদুর'। সজল ঘোষের এই পুজোমণ্ডপের উদ্বোধনের পর অমিত শাহ আজ কালীঘাট মন্দিরে যাবেন। মা কালীর দর্শন সেরে পুজো দেবেন শাহ। পরে সল্টলেকের EZCC-এর দুর্গাপুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

আরও পড়ুন- East Burdwan violence:সন্দেশখালির রিপ্লে চক্ষণজাদিতে? 'অত্যাচারী' তৃণমূল নেতাকে না পেয়ে ভাইকে মারধর, আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১৭

এদিকে পুজোর মুখে একনাগাড়ে চলা বৃষ্টিতে কলকাতায় হাবুডুবু দশা তৈরি হয়েছিল। আর সেই জমা জলে শহরের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছিল। এছাড়াও শহরতলীতেও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন আরও দু'জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় পুজোর মুখে এই অকাল মৃত্যুতে CESC-কে দায়ী করেছিলেন।

আরও পড়ুন- Durga Puja Weather Update:আজও বৃষ্টির দাপট দেখবে বাংলা! ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া? জানুন লেটেস্ট আপডেট

  • Sep 26, 2025 13:07 IST

    Kolkata News Live Updates: উৎসব আবহে মহিলাদের জন্য প্রধানমন্ত্রী মোদীর বিরাট চমক

    সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে মুখ্যমন্ত্রী মহিলা কর্মসংস্থান প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের আওতায় মহিলাদের অ্যাকাউন্টে কিস্তির প্রথম ১০,০০০ টাকা জমা দেওয়া হয়। প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন। মোদী বলেন,' এখন কেউ আপনার টাকা চুরি করতে পারবে না'।



  • Sep 26, 2025 13:07 IST

    Kolkata News Live Updates: ৬২ বছর পর অবসর মিগ-২১ ফাইটার জেটের

    ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান, মিগ-২১, আজ, ২৬শে সেপ্টেম্বর অবসর নিল। মিগ-২১ ছিল ভারতের প্রথম সুপারসনিক যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯ সালের যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করতে ব্যবহার করা হয়েছিল। চণ্ডীগড়ে এক অনুষ্ঠানে মিগ-২১-কে শেষ বিদায় জানানো হচ্ছে।

    বছরের পর বছর ধরে, ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান, মিগ-২১, আজ, ২৬ সেপ্টেম্বর অবসর গ্রহণ করেছে। এটি ছিল ভারতের প্রথম সুপারসনিক যুদ্ধবিমান, যা ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯ সালের যুদ্ধে পাকিস্তানিদের আতঙ্কিত করেছিল। চণ্ডীগড়ে এক অনুষ্ঠানে MiG-21 কে শেষ বিদায় জানানো হয়। 



  • Sep 26, 2025 12:47 IST

    Kolkata News Live Updates:ইডি দপ্তরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

    নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দ্বিতীয় দিনে ED দপ্তরে হাজিরা দিতে এলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।  বৃহস্পতিবার সাড়ে ৭ ঘন্টারও বেশি সময় ধরে তিনি ইডির আরিকারিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। শুক্রবার ইডি দপ্তরে ঢোকার সময় তিনি জানান, তাঁর কাছে ইডির তরফে এখনও কোনও তথ্য চাওয়া হয়নি। এরই পাশাপাশি তিনি এও মনে করছেন জিজ্ঞাসাবাদে এদিন হয়তো তার কাছ থেকে তথ্য চাওয়া হতে পারে।



  • Sep 26, 2025 11:28 IST

    Kolkata News Live Updates:গ্রেফতার পাক গুপ্তচর

    পুজোর মুখেই গ্রেফতার পাকিস্তানি গুপ্তচর। অপারেশন সিন্দুর চলাকালীন সেনার গোপন তথ্য পাচারের বিরাট অভিযোগ। রাজস্থানের জয়সলমের থেকে গ্রেফতার ভারতীয় নাগরিক। সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই–এর হাতে তুলে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সিআইডি আধিকারিকরা। অভিযুক্তের নাম হানিফ খান, তিনি ভারত–পাক সীমান্ত লাগোয়া বাহলা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাজস্থান সিআইডি ইন্টেলিজেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে স্টেট সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩–এর অধীনে গ্রেপ্তার করা হয়েছে।



  • Sep 26, 2025 11:27 IST

    Kolkata News Live Updates:পার্থ চট্টোপাধ্যায়ের জামিন

    নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চতুর্থীতে প্রাক্তন শিক্ষা মন্ত্রীর জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। তবে জামিন মিললেও পার্থ চট্টোপাধ্যায়ের আশু জেল মুক্তি নিয়ে সন্ধিহান আইনজীবীরা।

    বিস্তারিত পড়ুন- Partha Chatterjee bail: নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, পুজোর আগে জেলমুক্তি?



  • Sep 26, 2025 10:39 IST

    Kolkata News Live Updates:'অত্যাচারী' তৃণমূল নেতাকে না পেয়ে ভাইকে মারধর

    এক বছর আগের ঘটনা হলেও জনমানসে এখনও টাটকা হয়ে আছে সন্দেশখালির শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে ওঠা রোমহর্ষক অত্যাচারের কাহিনী। এবার একই রকম সন্ত্রাস ও অত্যাচারের ঘটনায় এখন তপ্ত পূর্ব বর্ধমানের থানার বেরুগ্রাম পঞ্চায়েত এলাকার চক্ষণজাদি গ্রাম। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের মতো সন্ত্রাস ও অত্যাচার চালানোর অভিযোগে বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী শেখ ফিরোজে বিরুদ্ধে সম্প্রতি গর্জে উঠেছিল চক্ষণজাদির বাসিন্দারা। 

    বিস্তারিত পড়ুন- East Burdwan violence:সন্দেশখালির রিপ্লে চক্ষণজাদিতে? 'অত্যাচারী' তৃণমূল নেতাকে না পেয়ে ভাইকে মারধর, আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১৭



  • Sep 26, 2025 10:38 IST

    Kolkata News Live Updates:ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?

    আশঙ্কাটাই যেন এবার সত্যি হতে চলেছে! পুজো শুরুর মুখেই ফের গতকাল চতুর্থীতে ফের একবার জোরালো বৃষ্টির সাক্ষী থাকছি গোটা দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এই নিম্নচাপের কতটা প্রভাব পড়বে এই রাজ্যে? দুর্গাপুজোর পঞ্চমী থেকে শুরু করে একেবারে দশমী পর্যন্ত আবহাওয়ার একেবারে টাটকা আপডেট জেনে নিন।

    বিস্তারিত পড়ুন- Durga Puja Weather Update:আজও বৃষ্টির দাপট দেখবে বাংলা! ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া? জানুন লেটেস্ট আপডেট



  • Sep 26, 2025 10:37 IST

    Kolkata News Live Updates:CESC-এর ক্ষতিপূরণ!

    সিইএসসি-কে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যের পরপরই এবার বিদ্যুৎপৃষ্ট হয়ে কলকাতায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে সিইএসসি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে সরকার চাকরি দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।



Durga Puja 2025 amit shah weather update kolkata