/indian-express-bangla/media/media_files/bqMXEWQ2Q4dFQ83iKlLI.jpg)
Durga Puja Weather: দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী, ঝেঁপে বৃষ্টি জেলায়-জেলায়?
weather forecast:আশঙ্কাটাই যেন এবার সত্যি হতে চলেছে! পুজো শুরুর মুখেই ফের গতকাল চতুর্থীতে ফের একবার জোরালো বৃষ্টির সাক্ষী থাকছি গোটা দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এই নিম্নচাপের কতটা প্রভাব পড়বে এই রাজ্যে? দুর্গাপুজোর পঞ্চমী থেকে শুরু করে একেবারে দশমী পর্যন্ত আবহাওয়ার একেবারে টাটকা আপডেট জেনে নিন।
পুজোর মুখে ফের নিম্নচাপ:
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আজ সেটি নিম্নচাপে পরিণত হবে। শনিবার সকালে সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা প্রবল। সেটি হলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হবে পুজোর মধ্যেই। অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির জোরালো দেখা যাবে পুজোর দিনগুলিতে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দুর্গাপুজোর অষ্টমী থেকে দশমীর মধ্যে নতুন করে আরও একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
গতকাল চতুর্থীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি হয়েছে দফায় দফায়। দুপুর-রাতের জোরালো বৃষ্টিতে পুজো মণ্ডপ তৈরির শেষ মুহূর্তের কাজ প্রবল ভাবে ধাক্কা খেয়েছে। আজও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে কাল পঞ্চমীতেও রাজ্যের উপকূলের দুই জেলা দক্ষিন ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির দাপট থাকবে মারাত্মক।
ষষ্ঠীতেও নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কম-বেশি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর অর্থাৎ সপ্তমীর দিনেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলবে।
অষ্টমীর পর ফের একবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে। অষ্টমীর পর থেকেই আবার আবহাওয়ার নতুন করে অবনতি হতে পারে। সেক্ষেত্রে নবমী-দশমীতে ভারী বৃষ্টিতে ধুয়ে যেতে পারে জেলার পর জেলা। পুজোর আনন্দ দেবে ভেস্তে দেবে অসুররূপী বৃষ্টি।
এবার দুর্গাপুজোর শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় ঝড়-বৃষ্টিতে মন খারাপ উৎসবপ্রেমী বাঙালির।
কলকাতার ওয়েদার আপডেট
চতুর্থীতে ফের এক দফায় বৃষ্টি হয়েছে কলকাতায়। বৃষ্টি মাথায় নিয়েই ঠাকুর দেখার ঢল নেমেছিল শহরের মন্ডপে মন্ডপে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও কলকাতা শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হতে পারে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি উপরের দিকের আরও তিন জেলা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের বিক্ষিপ্তভাবে কম-বেশি বৃষ্টি চলবে।
আরও পড়ুন-BJP:'মাস্টারস্ট্রোক' BJP-র! '২৬-এর ভোটে বাংলায় শমীক-শুভেন্দুদের 'অভিভাবক' হয়ে কারা আসছেন জানেন?
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, নবমী পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আগামীকাল পঞ্চমীতে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।