/indian-express-bangla/media/media_files/2024/11/20/wnv7AaVr1oAAZQFTdiff.jpg)
Partha Chatterjee bail: জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়।
Recruitment scam case:নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চতুর্থীতে প্রাক্তন শিক্ষা মন্ত্রীর জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। তবে জামিন মিললেও পার্থ চট্টোপাধ্যায়ের আশু জেল মুক্তি নিয়ে সন্ধিহান আইনজীবীরা।
দুর্গাপুজোর চতুর্থীতে বড় খবর! নিয়োগ-দুর্নীতির সব মামলায় অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছেন।
পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর পাসপোর্ট জমা করতে হবে। সেই সঙ্গে তদন্তকারী অফিসারের সঙ্গে মাসে একবার করে তাঁকে দেখা করতে হবে। আদালতে তাঁর ফোন নম্বর জমা দিতে হবে।
পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পেলেও এখনও তাঁর জেল মুক্তি নিয়ে সন্ধিহান আইনজীবীরা। কারণ, নিয়োগ দুর্নীতির অন্য মামলায় বিচার প্রক্রিয়া নিয়ে সময়সীমা বেধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই প্রক্রিয়া শেষ হতে এখনও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আগামী এক মাসের মধ্যে চার্জ গঠন এবং দুই মাসের মধ্যে স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে শীর্ষ আদালতের নির্দেশ মেনে। সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পেলেও তাঁর জেল মুক্তি ঠিক কবে হতে চলেছে সে বিষয়ে এখনও সন্ধিহান আইনজীবীরা।