Advertisment

Kolkata News: বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন দিলীপ ঘোষ

Kolkata Latest News Updates: : খড়গপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন দিলীপ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata News Live, Kolkata News Today, কলকাতা নিউজ লাইভ, কলকাতার খবর

Kolkata News Live: ইস্তফা দিলেন দিলীপ ঘোষ।

Kolkata News Updates: খড়গপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি রাজ্য সভাপতি। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবার মেদিনীপুরে জয়ী হয়েছেন দিলীপ। সাংসদ হওয়ার জন্যই খড়গপুর সদরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি রাজ্য সভাপতি। এবার মেদিনীপুরে লোকসভা নির্বাচনে দিলীপের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের মানস ভুঁইয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত মানসকে হারিয়ে জয়ের হাসি হাসেন দিলীপ। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর দিলীপ ঘোষ বলেন, ‘‘তিন বছর বিধানসভায় ছিলাম। সকলের সঙ্গে পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছিল। এটা একটা যাত্রা, বিধানসভা থেকে সংসদে যাওয়া’’।

Advertisment

রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামল তৃণমূল। কলকাতায় গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল তৃণমূলের। অন্যদিকে, মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত আরেকটি প্রতিবাদ মিছিল। ব্লকে ব্লকেও এদিন প্রতিবাদ কর্মসূচি রয়েছে ঘাসফুল শিবিরের। গোলপার্কে মিছিলের নেতৃত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৌলালির মিছিলের নেতৃত্ব দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

ভোটে ব্যালট পেপার ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। সোমবার নবান্নে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপধ্যায় বলেন, “গণতন্ত্র বাঁচাও, ইভিএম চাই না ব্যালট ফিরিয়ে দাও। বাংলা থেকে ব্যালট ফেরানোর দাবিতে আন্দোলন শুরু হবে। সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।” মমতার দাবি, “ভোটের দিন অনেক ইভিএম খারাপ হয়ে গিয়েছিল। নতুন ইভিএমগুলোতে মক পোল করতে দেয়নি। ইভিএম চাই না, ব্য়ালট ফিরিয়ে দাও, এই দাবিতে আন্দোলন শুরু করা হবে।” তৃণমূল সুপ্রিমো বলেন, “মাত্র ২ শতাংশ ইভিএম-এ ভোট মেলাতে দেওয়া হয়েছিল। বাকি ৯৮ শতাংশ ইভিএমে যে প্রোগ্রামিং করে আনেনি তার কোন কানও মানে নেই। এবারের ভোটের ফল মানুষের রায় বলে মানি না”। মমতা এদিন মনে করিয়ে দেন ১৯৯৩ সালে ভোটার পরিচয়পত্রের দাবিতে তিনি আন্দোলন করেছিলেন। সেই সময় ১৩ জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছিল। এবার আন্দোলন শুরু হবে ব্যালট ভোটের দাবিতে। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ২১শে জুলাইয়ের স্মৃতি উস্কে নয়া আন্দোলনের ডাক মমতার

Live Blog

Kolkata Live News Updates: Kolkata Latest News, Kolkata News Today:কলকাতায় আজ আর কী ঘটেছে? কলকাতার সব খবরের আপডেট রইল এখানে, Follow the Live Updates here:



























18:58 (IST)04 Jun 19










































সীতারামের গলায় মমতার সুর

আগামী ৭ জুন থেকে দিল্লিতে বৈঠকে বসবে সিপিএমের কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবারের বৈঠকের আগে সিপিএমের রাজ্য় দফতরে সাংবাদিক সম্মেলনে সংবিধান ও প্রজাতন্ত্র বাঁচানোর লড়াইয়ে সমমনস্কদের একজোট করার কথা বললেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।এবারের ভোটে রাজ্য সিপিএমের হারের পর, এবং রাম-বাম জোট নিয়ে তীব্র সমালোচনার মুখে সিপিএমের ঘোষিত অবস্থান নিয়ে কৌতূহলের অন্ত নেই। এ অবস্থায় ঠিক কী বললেন সীতারাম ইয়েচুরি? সবিস্তারে পড়ুন মমতার প্রতিধ্বনি করেও শেষে তৃণমূল-বিজেপিকে এক জায়গায় রাখলেন ইয়েচুরি

18:02 (IST)04 Jun 19










































বিজেপি জিতলে বাংলার মুখ্যমন্ত্রী হবে দিলীপ ঘোষ?

একুশে বাংলায় কি পালাবদল ঘটবে? লোকসভা ভোটের ফল বিশ্লেষণ করে অন্তত তেমন ইঙ্গিতই দিচ্ছেন রাজনীতির পর্যবেক্ষকদের একাংশ। ২০২১ সালে বাংলার ভার বিজেপির হাতে উঠলে, মুখ্যমন্ত্রীর গদিতে কে বসবেন? বঙ্গ বিজেপির এমন মুখই বা কে? এ প্রশ্ন ঘিরে ইতিমধ্যেই চর্চা চলছে বঙ্গ রাজনীতির অলিন্দে। এই প্রেক্ষাপটেই এবার সরাসরি এ প্রশ্নের উত্তর দিলেন দিলীপ ঘোষ। সবিস্তারে পড়ুন  বাংলায় বিজেপি জিতলে কি তিনিই মুখ্যমন্ত্রী, জানালেন দিলীপ

17:18 (IST)04 Jun 19










































বিশ্বকাপে দুটো ম্যাচে হার, কী বলছেন প্রাক্তন ক্রিকেটার

শুরু হলো ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায়ের নিয়মিত কলাম। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার জন্য এবার গোটা টুর্নামেন্ট জুড়েই নিজের মতামত এবং বিশ্লেষণ জানাবেন তিনি। দক্ষিণ আফ্রিকার পর পর দুটো হারের পর কী বলছেন এই প্রাক্তন ক্রিকেটার? সবিস্তারে পড়ুন কাপ-কাহন: প্রথম ম্যাচে অ্যাডভান্টেজ ভারত, চাপে দক্ষিণ আফ্রিকা

16:20 (IST)04 Jun 19










































বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর কী বললেন দিলীপ ঘোষ?

বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর দিলীপ ঘোষ বলেন, ‘‘তিন বছর বিধানসভায় ছিলাম। সকলের সঙ্গে পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছিল। এটা একটা যাত্রা, বিধানসভা থেকে সংসদে যাওয়া’’।

16:02 (IST)04 Jun 19










































বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন দিলীপ ঘোষ

খড়গপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবার মেদিনীপুরে জয়ী হয়েছেন দিলীপ। সাংসদ হওয়ার জন্যই খড়গপুর সদরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি রাজ্য সভাপতি। এবার মেদিনীপুরে লোকসভা নির্বাচনে দিলীপের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের মানস ভুঁইয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত মানসকে হারিয়ে জয়ের হাসি হাসেন দিলীপ।

15:42 (IST)04 Jun 19










































কলকাতায় তৃণমূলের জোড়া প্রতিবাদ মিছিল

রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামল তৃণমূল। কলকাতায় গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল তৃণমূলের। অন্যদিকে, মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত আরেকটি প্রতিবাদ মিছিল। ব্লকে ব্লকেও এদিন প্রতিবাদ কর্মসূচি রয়েছে ঘাসফুল শিবিরের। গোলপার্কে মিছিলের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৌলালির মিছিলের নেতৃত্বে সুদীপ বন্দ্যোপাধ্যায়।

15:12 (IST)04 Jun 19










































কালনায় ধৃত সিরিয়াল কিলার

তার টার্গেট ছিল মহিলারা। ২০১৩ সাল থেকে ১১ জন মহিলার উপর হামলা চালিয়েছে সে। যার মধ্যে ৭ জনই খুন হয়েছেন। এলাকায় একের পর এক মহিলার উপর হামলা চালিয়ে পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল সে। শুধু তাই নয়, মহিলাদের খুন করার পর তাঁদের সঙ্গে যৌনাচার করত সে। অবশেষে পূর্ব বর্ধমানের কালনার সেই সিরিয়াল কিলারকে পাকড়াও করল পুলিশ। কামরুজ্জামান সরকার নামে ৩৫ বছরের ওই ব্যক্তিকে গত রবিবার গ্রেফতার করেছে পুলিশ। মহিলাদের উপর হামলা চালাতে চেন ব্যবহার করত ধৃত। পাশাপাশি মৃত মহিলাদের সঙ্গে যৌনাচার করেছে ধৃত, এমনই চাঞ্চল্যকর দাবি পুলিশের।

14:38 (IST)04 Jun 19










































অনন্তে মজে নেট দুনিয়া

দু-দিনের অভিযানে সফল ধূপগুড়ির অনন্ত। প্রেম ফিরে পেতে একেবারে নেতা নেত্রীদের ‘অনুপ্রেরণায়’ ধর্ণায় বসেছিলেন তিনি। ঠিক ‘অনুপ্রেরণা’ নয়, বলা যেতে পারে রাজনৈতিক কায়দায় হাসিল করতে চেয়েছিলেন আট বছরের প্রেম। কোনো ঢাক ঢোল পিটিয়ে নয়, প্রেমিকাকে শাসিয়েও নয়, একেবারে নিপাট ভদ্র ছেলের মত হাতে প্ল্যাকার্ড নিয়ে, রোদ-জল-ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে, নাওয়া-খাওয়া ভুলে প্রেমিকার বাড়ির সামনে দু-দিন ধরে বসেছিলেন অনন্ত। মুখে টু শব্দ ও করেননি। একটি প্ল্যাকার্ডে লেখা, ‘আমার ৮ বছর ফিরিয়ে দাও।’ আর অন্য প্ল্যাকার্ডটিতে লেখা, ‘আমার ভালবাসার দাম দাও’। ব্যস, এইটুকু। বাকি কাজটা দায়িত্ব নিয়ে বিয়ে অবধি এগিয়ে নিয়ে গেছে এলাকাবাসী আর সোশাল মিডিয়া।

13:22 (IST)04 Jun 19










































কিছুক্ষণের মধ্যে দুই জেলায় বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের

মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েক ঘণ্টার মধ্যে দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। বৃষ্টির জেরে ইতিমধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার পারদ খানিকটা নেমেছে। হাঁসফাঁস গরম থেকে অনেকটাই স্বস্তিতে শহরবাসী। বিস্তারিত এই প্রতিবেদনে কয়েক ঘণ্টার মধ্যে দুই জেলায় ধেয়ে আসছে বৃষ্টি

12:37 (IST)04 Jun 19










































‘প্রতিঘাত’-এ দর্শনা

চার-পাঁচ বছর আগে, কলকাতার মডেলিং সার্কেলে সবচেয়ে সম্ভাবনাময় মডেল হিসেবেই পরিচিত ছিলেন দর্শনা। সুন্দরী যে, সেটা আর নতুন করে বলার কিছু নেই। দর্শনার লুকে একটা নিষ্পাপ ব্যাপার রয়েছে, যেটা প্রথম থেকেই সবাইকে খুব আকর্ষণ করত। কিন্তু দর্শনা অভিনেত্রী হতে চেয়েছেন এবং বিগত দু-তিন বছরে শুধু বাংলা নয়, অন্য ভাষার ছবিতেও কাজ করেছেন। সম্প্রতি শুরু হয়েছে তাঁর নতুন ছবি, যার পরিচালক রাজীব কুমার (বিশ্বাস)। বিস্তারিত এই প্রতিবেদনে রাজীবের নতুন ছবিতে এলেন দর্শনা

11:48 (IST)04 Jun 19










































ভাটপাড়া পুরসভার দখল নিল বিজেপি

শেষ পর্যন্ত ভাটপাড়া পুরবোর্ড দখলে নিল বিজেপি। ভাটপাড়া পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং। ২০ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সলির সৌরভ। মঙ্গলবার পুরপ্রধান নির্বাচনে বিজেপির পক্ষে ভোট দেন ২৬ জন কাউন্সিলর। পুরপ্রধান নির্বাচনে এদিন ভাটপাড়া পুরসভায় আসেন তৃণমূলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোমনাথ তালুকদার। তবে তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা এদিন পুরপ্রধান নির্বাচনে অংশ নেননি। উল্লেখ্য, কয়েকদিন আগেই সদ্য নির্বাচনে জয়ী বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেন ভাটপাড়া পুরসভা তাঁদের দখলে। আগে ভাটপাড়া পুরসভার পুরপ্রধান ছিলেন একদা তৃণমূলের বাহুবলী নেতা অর্জুন সিং। দলত্যাগের পরই আস্থা ভোটে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরানো হয় অর্জুনকে। সবিস্তারে এই প্রতিবেদনে ভাটপাড়া পুরসভা বিজেপির, পুরপ্রধান হলেন অর্জুন-ভাইপো সৌরভ

" id="lbcontentbody">
11:03 (IST)04 Jun 19










































আজ তৃণমূলের প্রতিবাদ মিছিল

পেট্রোপণ্য ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূল। দুপুর ৩টেয় গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল তৃণমূলের।

publive-image

10:49 (IST)04 Jun 19










































আজ শহরে কোথায় কী প্রদর্শনী?

* গোর্কি সদনে চলছে (৩-৮টা) ‘উবাচ’ পোস্টার প্রদর্শনী।

*বিড়লা অ্যাকাডেমিতে চলছে সামার কালার কার্নিভাল।

* অ্যাকাডেমি: সাউথ গ্যালারিতে চলছে (১২-৮টা) ‘ননরিদমিক’, স্বপন পণ্ডিতের কাজ

10:01 (IST)04 Jun 19










































‘জয় শ্রী রাম’ বলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীকে ‘বদলি’

‘জয় শ্রী রাম’ বলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষা কর্মীকে বদলি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেওয়ায় শিক্ষাকর্মী প্রলয় দত্তকে বদলি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয়ের বিজেপি প্রভাবিত কর্মচারি সংগঠন। প্রলয় ওই সংগঠনেরই সদস্য। এ ঘটনায় ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি পেশ করেছে ওই সংগঠন।

09:31 (IST)04 Jun 19










































সারদা তদন্তে সিটের আধিকারিককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

যত দিন গড়াচ্ছে, সারদাকাণ্ডের তদন্তে অগ্রসর হচ্ছে সিবিআই। সারদা মামলায় আবারও পুলিশ আধিকারিক দিলীপ হাজরাকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সোমবার দিলীপকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। গতকাল সকাল ১০টা নাগাদ সিবিআই দফতরে যান ওই পুলিশ আধিকারিক। দুপুর দেড়টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। উল্লেখ্য, সারদা তদন্তে গঠিত সিটের অন্যতম সদস্য ছিলেন দিলীপ। সবিস্তারে এই প্রতিবেদনে, সারদাকাণ্ডে সিটের সদস্যকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

08:54 (IST)04 Jun 19










































সিঙ্গুরে শিল্পের দাবি বিজেপি কিষাণ মোর্চার

রাজ্য সরকার উদ্যোগ নিলে সিঙ্গুরে শিল্প হতে পারে বলে মনে করছে বিজেপির কিষাণ মোর্চা। দলের রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে সংগঠনের রাজ্য সভাপতি রামকৃষ্ণ পাল বলেন, “সিঙ্গুরের মানুষ এখন শিল্প চাইছে। তাই সেখানে গণকনভেনশন করে সেখানকার মানুষের রায় নিয়ে শিল্প স্থাপনে উদ্যোগ নিতে পারে রাজ্য সরকার।” উল্লেখ্য, বুধবার বিশ্ব পরিবেশ দিবসে সিঙ্গুরের গোপালনগরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে এই সংগঠন। বিস্তারিত এই প্রতিবেদনে, সিঙ্গুরে ফের শিল্প হবে, দাবি বিজেপির

08:30 (IST)04 Jun 19










































একুশে বাংলায় বিজেপির টার্গেট ১৮০

একুশের বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে মঙ্গলবার রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলায় বিজেপির পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়, রাহুল সিনহা, মুকুল রায়, দিলীপ ঘোষরা এই বৈঠকে যোগ দেবেন।বাংলায় ২৯৪টি আসনের মধ্যে ১৮০টিতে জেতার লক্ষ্যমাত্রা রেখেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে বাংলার ১৮টি আসনে জিতেছে পদ্মশিবির। লোকসভার ফল পর্যালোচনা করে দেখা গিয়েছে, রাজ্যের ১২৯টিরও বেশি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। ভোটের ফলের সেই হিসেবনিকেশ করেই এই টার্গেট বলে মনে করা হচ্ছে। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘আমাদের দলের সভাপতি অমিত শাহ বাংলায় ১৮০টি আসনে জেতার টার্গেট দিয়েছেন। সেই টার্গেট পূরণ করাই আমাদের লক্ষ্য’’।

কলকাতার খবর লাইভ আপডেটস: ‘জয় শ্রীরাম’ ধ্বনি-বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন বাবুল সুপ্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মস্তিষ্ক বিকৃতি’ ঘটেছে, তাই তাঁর আরোগ্য কামনা করে এবার ‘গেট ওয়েল সুন’ লেখা কার্ড পাঠাতে চলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলের সাংসদ। মমতাকে বিঁধে বাবুলের কটাক্ষ, ‘‘সোশাল মিডিয়ায় ওঁকে নিয়ে অনেক মিম হচ্ছে। এটা ওঁর জন্য ভাল নয়। আমার কেন্দ্র আসানসোল থেকে ওঁর দ্রুত আরোগ্য কামনা করে কার্ড পাঠাব’’। মমতাকে কটাক্ষ করে বাবুল আরও বলেন, ‘‘উনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। কিন্তু উনি অস্বাভাবিক আচরণ করছেন। উনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন, এটা ওঁর মাথায় রাখা উচিত। কয়েকদিনের জন্য ওঁর বিশ্রাম প্রয়োজন। বাংলায় বিজেপির উত্থানে উনি ঘাবড়ে গিয়েছেন’’। সবিস্তারে পড়ুন, এই প্রতিবেদনে মমতার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, ‘গেট ওয়েল সুন’ কার্ড পাঠাবেন বাবুল

বাংলা টেলিভিশনের পেমেন্ট সংক্রান্ত সমস্যা আরও ঘনীভূত হচ্ছে। একদিকে দাগ ক্রিয়েটিভ মিডিয়া-র পাঁচটি ধারাবাহিকের ইউনিটের শিল্পী-টেকনিশিয়ানরা গড়ে প্রায় চার মাস অপেক্ষা করে রয়েছেন তাঁদের বকেয়া পারিশ্রমিকের জন্য়, অন্যদিকে সুব্রত রায় প্রোডাকশন্স-এর করুণাময়ী রাণী রাসমণি, দেবী চৌধুরাণী-সহ বিভিন্ন ইউনিটে টেকনিশিয়ানরা আংশিক ধর্মঘট করছেন মাঝেমধ্যেই। এরই মধ্য়ে ক্রমশই বেড়ে চলেছে প্রযোজক রানা সরকারের পাওনাদারদের তালিকা। সম্প্রতি রানা সরকারের বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন অথচ টেকনিসিয়ান্স গিল্ড বা আর্টিস্টস ফোরামের সদস্য নন, এমন পেশাদারেরা সমবেত ভাবে একটি ইমেল মারফত প্রযোজকের কাছে তাঁদের প্রাপ্য টাকার দাবি জানিয়েছেন এবং এতে বেশ খুশি হয়েছেন প্রযোজক, এমনটাই রয়েছে তাঁর ইমেল বার্তায়। কেন খুশি তার কারণটাও অবশ্য জানিয়েছেন। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে বাড়ছে পাওনাদারদের তালিকা, কোটি টাকার খুচরো পাওনা! ‘খুশি’ রানা সরকার

kolkata news
Advertisment