scorecardresearch

নিউটাউনের সাপুরজি মার্কেট অগ্নিকাণ্ডে মৃত এক

বুধবার ভোররাতে নিউটাউনের সাপুরজি মার্কেটে বিধ্বংসী আগুন লাগে। প্রায় ৪০টি দোকান আগুনে পুড়ে গিয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

fire, আগুন
নিউটাউনের সাপুরজি মার্কেটে বিধ্বংসী আগুন। প্রতীকী ছবি।

নিউটাউনের সাপুরজি অগ্নিকাণ্ডে এক জনের মৃত্যু হল। মৃতের নাম মহম্মদ ইনসান। আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভীষণভাবে আহত হন বছর ত্রিশের মহম্মদ ইনসান। গুরুতর আহত ইনসানকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, এরপর মৃত্যু হয় তাঁর।

বুধবার ভোররাতে নিউটাউনের সাপুরজি মার্কেটে বিধ্বংসী আগুন লাগে। প্রায় ৪০টি দোকান আগুনে পুড়ে গিয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দমকলের এক কর্মী। অগ্নিকাণ্ডে আরও এক ব্যক্তি আহত হয়েছেন বলে দমকলের তরফে জানানো হয়েছে। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে ৪টে ৪০ মিনিট নাগাদ সাপুরজি মার্কেটে আগুন লাগে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় সাপুরজি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন, সল্টলেকের এসডিএফ বিল্ডিংয়ে আগুন

বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এ শহরে প্রায়শই আগুন লাগছে। চলতি মাসেই কলকাতার গড়িয়াহাট মার্কেটে মাঝরাতে ভয়াবহ আগুন লাগে। গড়িয়াহাট মোড় লাগোয়া একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলেই ছিল শহরের একটি নামী শাড়ির দোকান। অগ্নিকাণ্ডে ওই শাড়ির দোকানে প্রচুর শাড়ি, শাল পুড়ে যায়। প্রায় ১২ ঘণ্টা পর দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় গড়িয়াহাটের আগুন নিভেছিল। এর আগে গত বছর সেপ্টেম্বরে বাগরি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছিল। যে আগুন নেভাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছিল দমকলকে।

আরও পড়ুন, রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ড গড়িয়াহাটে

সম্প্রতি সল্টেলেকের এসডিএফ বিল্ডিংয়েও আগুন লেগেছিল। সেক্টর ফাইভে এই বিল্ডিং কার্যত একটি ‘ল্যান্ডমার্ক’। অফিস টাইমে এসডিএফের মতো ব্যস্ত বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Kolkata newtown shapoorji market fire