মডেলিংয়ের নামে তরুণীর শ্লীলতাহানি, আরজি কর কাণ্ডের মাঝে ভয়ঙ্কর অভিযোগে উত্তাল তিলোত্তমা

Kolkata Police: মডেলিংয়ের নামে বিবস্ত্র করে তরুণীর শ্লীলতাহানি। আরজি কর কাণ্ডে যখন প্রতিবাদে উত্তাল রাজপথ ঠিক তখনই শহরের বুকে ঘটে গেল এক নক্ক্যারজনক ঘটনা।

Kolkata Police: মডেলিংয়ের নামে বিবস্ত্র করে তরুণীর শ্লীলতাহানি। আরজি কর কাণ্ডে যখন প্রতিবাদে উত্তাল রাজপথ ঠিক তখনই শহরের বুকে ঘটে গেল এক নক্ক্যারজনক ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
complaint of Molestation

প্রতীকী ছবি

Kolkata Police: মডেলিংয়ের নামে বিবস্ত্র করে তরুণীর শ্লীলতাহানি। আরজি কর কাণ্ডে যখন প্রতিবাদে উত্তাল রাজপথ ঠিক তখনই শহরের বুকে ঘটে গেল এক নক্ক্যারজনক ঘটনা। তরুণীর অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে ওই ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisment

আরজি কর কাণ্ডের মাঝেই শহরে মডেলিংয়ের নামে বিবস্ত্র করে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ

আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে চলছে গণ আন্দোলন। প্রতিবাদে নেমেছেন সমাজের সব স্তরের মানুষ। ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনতে ইতিমধ্যেই বিধানসভায় বিল পেশ করেছে সরকার। কিন্তু এত কিছু করেও সমাজে মহিলাদের বিরুদ্ধে অপরাধের প্রবণতা কিন্তু বেড়েই চলেছে। 

RG Kar Case-TMC:'রাজ্যকে বাঁচাতে কিছু একটা করুন', মমতাকে চিঠি দিয়ে সাংসদ পদ ছাড়লেন জহর সরকার

Advertisment

কলকাতার বুকেই আরও এক শ্লীলতাহানির অভিযোগ। এবার মডেলিংয়ের নামে এক তরুণীকে বিবস্ত্র করে শ্লীলতাহানির অভিযোগ মেকআপ স্টুডিও-র মালিকের বিরুদ্ধে। তরুণীর অভিযোগ গত মঙ্গলবার তিনি ওই ব্যক্তির মেকআপ স্টুডিওয় পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি ওই তরুণীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে। 

চলন্ত অবস্থায় দু'টুকরো ট্রেন! চূড়ান্ত আতঙ্কে যাত্রীরা! প্রশ্ন রেলের নিরাপত্তায়

এরপরদিনই তরুণী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই অ্যাকশনে নামে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে অভিযুক্ত ব্যক্তি কলকাতার বাসিন্দা। এরপর রবিবার পুলিশ জানিয়েছে মহিলার অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে ওই ব্যক্তিকে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলাও রুজু করেছে পুলিশ।  

kolkata police molestation