Advertisment

RG Kar Case: আরজি কর কাণ্ডে চিকিৎসক কুণাল সরকারকে তলব লালবাজারের, ডাকা হল চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আগামী ৭ দিন সব রকম মিটিং, মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। আগামী শনিবার পর্যন্ত শ্যামবাজার পাঁচ মাথার মোড়, বেলগাছিয়া রোড, জেকে মিত্র ক্রসিং চত্বরে কোনও ধরনের জাময়েত করা যাবে না বলে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়ে দিয়েছে। কলকাতা পুলিশের এই ভূমিকারও কড়া সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Kunal Sarkar, Subarna Goswami, Kolkata Police, R G Kar Case, R G Kar Physical Assault and Murder Case, R G Kar Crime News, Lalbazaar, Doctor Summoned ,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali, কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী, আরজি কর

আরজি কর কাণ্ডে চিকিৎসক কুণাল সরকারকে তলব লালবাজারের, ডাকা হল চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও

RG Kar Medical Student Death: আরজি কর কাণ্ডে এবার বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারকে তলব লালবাজারের। শুধু কুণাল সরকারই নন, আরও এক বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও ডেকে পাঠিয়েছে কলকাতা পুলিশ। তবে ঠিক কী কারণে এই দুই বিশিষ্ট চিকিৎসককে তলব করা হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি।

Advertisment

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে উত্তাল বাংলা। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে গিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI-এর হাতে। এই ঘটনার তদন্ত নেমে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের। সেই সঙ্গে হাসপাতালের আরও কয়েকজন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারকে তলব করেছে কলকাতা পুলিশ।

তলব করা হয়েছে আরও এক বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও। যদিও ঠিক কী কারণে শহরের এই দুই বিশিষ্ট চিকিৎসকে লালবাজারের তলব, তা এখনও স্পষ্ট হয়নি। তবে সূত্রের খবর, আরজি কর কাণ্ডের পর এই দুই চিকিৎসক বেশ কিছু মন্তব্য করেছিলেন, সেই কারণেই তাঁদের ডাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- তৃণমূলের অন্দরেই সুনামি-স্রোত! CP, সন্দীপের গ্রেফতারির দাবি সুখেন্দুশেখরের, কী বললেন কুণাল?

আরও পড়ুন- কুণাল ক্ষেপলেও বক্তব্যে অনড় সুখেন্দুশেখর! RG Kar কাণ্ডে সুর আরও চড়া তৃণমূল সাংসদের

এদিকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আগামী ৭ দিন সব রকম মিটিং, মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। আগামী শনিবার পর্যন্ত শ্যামবাজার পাঁচ মাথার মোড়, বেলগাছিয়া রোড, জেকে মিত্র ক্রসিং চত্বরে কোনও ধরনের জাময়েত করা যাবে না বলে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়ে দিয়েছে। কলকাতা পুলিশের এই ভূমিকারও কড়া সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।

আরও পড়ুন- আরজিকর কাণ্ডে উত্তাল বাংলা! মোহনবাগান-ইস্টবেঙ্গলের ডার্বি বাতিল, মারাত্মক অভিযোগে মমতাকে নিশানা মালব্যের

আরও পড়ুন- আরজি কর কাণ্ড: হঠাৎ কী কঠোর পদক্ষেপ কলকাতা পুলিশের? যা নিয়ে ফুঁসছে বিরোধীরা

lalbazar RGKar medical college & hospital Dr. Kunal Sarkar
Advertisment