Army truck stopped:'ট্রাফিক আইন লঙ্ঘন সেনার ট্রাকের', CCTV ফুটেজ প্রকাশ্যে এনে দাবি কলকাতা পুলিশের

army truck traffic violation: মঙ্গলবার সকালে মহাকরণের সামনে সেনাবাহিনীর একটি ট্রাক আটকে দেয় পুলিশ। ট্রাকটি নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়।

army truck traffic violation: মঙ্গলবার সকালে মহাকরণের সামনে সেনাবাহিনীর একটি ট্রাক আটকে দেয় পুলিশ। ট্রাকটি নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়।

author-image
IE Bangla Web Desk
New Update
army truck traffic violation CCTV released,  Kolkata Police releases CCTV army truck no-right-turn  ,Army truck reckless turn near Writers Buildings,  police vs army traffic dispute Kolkata  ,army truck seized for dangerous driving Kolkata  CCTV evidence army truck traffic offence,সেনা ট্রাক ট্রাফিক আইন লঙ্ঘন  ,CCTV ফুটেজ প্রকাশ পুলিশের দাবি  ,নো-রাইট টার্ন লঙ্ঘন সেনার গাড়ি  ,কলকাতা পুলিশ সেনা বনাম ট্রাফিক সংঘাত  ,विरोधासূচক চালনে আটক সেনা ট্রাক,  Writers Building সামনে সেনা ট্রাক আটকানো,  বিপজ্জনক ডান মোড় নেওয়ায় সেনার গাড়ি থামানো  ,মামলার প্রস্তুতি সেনা ট্রাক চালকের বিরুদ্ধে

army truck traffic stopped: হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছিল সেনার ট্রাকটি। এক্সপ্রেস ফটো।

Kolkata Police: সোমবার ধর্মতলায় তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে চূড়ান্ত দ্বন্দ্বের আবহেই মঙ্গলবার সকালে মহাকরণের সামনে সেনাবাহিনীর ট্রাক আটকায় কলকাতা পুলিশ। এরপরেই তুমুল বিতর্ক তৈরি হয়। তবে এবার একটি CCTV ফুটেজ প্রকাশ্যে এনেছে কলকাতা পুলিশ। ওই ফুটেজ প্রকাশ্যে এনে কলকাতা পুলিশের তরফে দাবি করা হয়েছে, ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্যই কলকাতা পুলিশ কিছু পদক্ষেপ করেছে। 

Advertisment

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় মহাকরণের সামনে সেনাবাহিনীর ট্রাক যাওয়ার CCTV ফুটেজ প্রকাশ্যে এনেছে কলকাতা পুলিশ। ওই ফুটেজ প্রকাশ্যে এনে কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, "ট্রাফিক আইন লঙ্ঘন সংক্রান্ত একটি ঘটনার প্রেক্ষিতে পুলিশের পদক্ষেপ নিয়ে কিছু মহল থেকে নানা ভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে, উক্ত ট্রাকটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল এবং ট্রাফিক লেনের নিয়ম ভঙ্গ করা হয়েছিল। অপর একটি গাড়ি চালকের তৎপরতার কারণে অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে।"

আরও পড়ুন- Army truck stopped:তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে গরমাগরম আবহেই রাজপথে সেনাবাহিনীর ট্রাক আটকাল কলকাতা পুলিশ

Advertisment

কলকাতা পুলিশের তরফে আরও লেখা হয়েছে, "এটি স্পষ্টতই ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এবং দোষী চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনসাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে যে, যাচাই না করে তথ্য দ্বারা বিভ্রান্ত হবেন না, সরকারি সূত্র থেকে প্রকাশিত সঠিক তথ্যের ওপর নির্ভর করুন।"

উল্লেখ্য, গতকাল থেকেই সেনাবাহিনী-রাজ্য সরকারে দ্বন্দ্ব তৈরি হয়েছে। গতকাল ধর্মতলার মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিল সেনাবাহিনী। ওই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে সেনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তুমুল সমালোচনা করেন কেন্দ্রের শাসকদল BJP-রও। এরপরেই আজ সকালের ঘটনাকে কেন্দ্র করে আরও একবার বিতর্ক তৈরি হয়।

আরও পড়ুন- West Bengal News live updates:বিধানসভার বিশেষ অধিবেশনেও তুলকালাম! ফের সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

এদিন মহাকরণের সামনে থেকে সেনাবাহিনীর ট্রাকটি পুলিশ হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যায়। খবর পেয়ে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে উপস্থিত হন সেনাবাহিনীর পদস্থ কর্তারা। কলকাতা পুলিশের কর্তাদের সঙ্গে থানাতেই তাঁদের আলোচনা চলে।

tmc kolkata police army