West Bengal News Updates:'জেলে রাখার ষড়যন্ত্র চলছে', পার্থর নালিশে কান পাতল না কোর্ট, ফের জামিন নাকচ

West Bengal News Updates 2 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 2 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
wb ssc scam,partha chatterjee,cbi,sskm,arpita mukherjee,west bengal news,পার্থ চট্টোপাধ্যায়, এসএসসি দুর্নীতি,সিবিআই

Partha Chatterjee: নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়।

Kolkata News Updates:নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বারবার জামিনের আবেদন করলেও তা নাকচ হয়ে যায়। মঙ্গলবারও জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে জেলে রাখা হলেও তাঁকে জেরা পর্যন্ত করা হচ্ছে না, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে আদালতে এদিন দাবি করেন তাঁর আইনজীবী। এরপরেও আজও পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ৪ সেপ্টেম্বর।

Advertisment

বিধানসভার বিশেষ অধিবেশনে তুলকালাম কাণ্ড! আবারও সেসপেন্ড করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মন্ত্রী তথা বিধায়ক ব্রাত্য বসুর সেনাবাহিনীর উদ্দেশ্যে করা মন্তব্যের তুমুল প্রতিবাদে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দাবি, গতকাল ধর্মতলায় তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে ব্রাত্য বসু বলেছিলেন, "সামরিক বাহিনী রাজনৈতিক কারণে মঞ্চ ভেঙেছে। বাংলাদেশের অভ্যুত্থানের মতো ছক্কা হয়েছিল।" এদিন শুভেন্দু অধিকারী বিধানসভার অন্দরে এবিষয়ে ব্রাত্য বসুর সমালোচনা করতেই তুমুল হট্টগোল শুরু হয়। শেষমেশ তাঁকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। পরে শুভেন্দু অধিকারী বলেন, "সেনার ওপর BJP-র ছাপ্পা দেওয়া হয়েছে। সেনার হয়ে বলে সাসপেন্ড, আমি গর্বিত। পাকিস্তানের দালাল তৃণমূল।"

আরও পড়ুন- migrant worker death:ভিনরাজ্যে রহস্যমৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, শববাহী অ্যাম্বুলেন্স আটকাল পরিবার

Advertisment

কলকাতার মুচিপাড়ায় গুলি চালানোর ঘটনায় এবার দুই দুষ্কৃতী গ্রেফতার। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গত শনিবার রাতে মুচিপারার একটি রাস্তায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা একটি গাড়িকে ধাওয়া করলে পরে দুই যুবক বাইকে এসে শূন্যে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। সেই ঘটনায় পুলিশের অভিযোগ দায়ের হয়েছিল। তারই ভিত্তিতে চলা তদন্তে এবার হাতেনাতে গ্রেফতার দুই দুষ্কৃতী। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাবুঘাট বাসস্ট্যান্ডে হানা দেয় পুলিশ। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।

মঞ্চ খোলা নিয়ে তুলকালামের মধ্যেই সেনা VS কলকাতা পুলিশ। এবার সেনাবাহিনীর ট্রাক থামাল কলকাতা পুলিশ। মহাকরণের সামনে মুখোমুখি সেনা ও কলকাতা পুলিশ। লালবাজারে যাচ্ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। সেনার ট্রাকের পিছনেই ছিল পুলিশ কমিশনারের কনভয়। ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগে সেনা ট্রাক আটকাল পুলিশ। সেনার গাড়ি নিয়ে যাওয়া হল হেয়ার স্ট্রিট থানায়। সিগন্যাল খোলা থাকায় ট্রাক টার্ন নিয়েছিল। কলকাতা পুলিশের তরফে ফোর্ট উইলিয়মে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন- JU: বেনজির! মেয়ের স্মৃতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ফ্ল্যাট দান মায়ের

আরও পড়ুন-বিশ্ববিদ্যালয়ের উদাসীনতার মাশুল গুণছেন ছাত্রছাত্রীরা, অথৈ জলে প্রায় শ'খানেক পড়ুয়া!

  • Sep 02, 2025 16:19 IST

    Kolkata News Live Updates:দুর্ঘটনার কবলে শওকত মোল্লার কনভয়ের গাড়ি

    দুর্ঘটনার কবলে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। জানা গিয়েছে, মঙ্গলবার ভাঙড় থেকে কলকাতায় আসার পথে বামনঘাটার কাছে দুর্ঘটনার কবলে পরে তৃণমূল বিধায়কের কনভয়ের একটি পাইলট কার। ওই পাইলট কারের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

    বিস্তারিত পড়ুন- Saokat Molla convoy accident:বড়সড় বিপত্তি! ভয়াবহ দুর্ঘটনার কবলে শওকত মোল্লার কনভয়ের গাড়ি



  • Sep 02, 2025 15:08 IST

    Kolkata News Live Updates:'দাগি' শিক্ষকদের মামলা খারিজ

    সুপ্রিম কোর্টের নির্দেশে শেষমেশ নবম-দশম এবং একাদশ-দ্বাদশের 'অযোগ্য' শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বা SSC। এতেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। এই তালিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাড়ে ৩৫০ জন 'দাগি' শিক্ষক। তাঁদের আবেদন শুনে এবার যারপরনাই বিরক্তি প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে 'দাগি' শিক্ষকদের মামলাটিও খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

    বিস্তারিত পড়ুন- Calcutta High Court:'যথেষ্ট হয়েছে সবেরই একটা সীমা থাকে', 'দাগি' শিক্ষকদের আর্জিতে যারপরনাই ক্ষুব্ধ হাইকোর্ট



  • Sep 02, 2025 14:40 IST

    Kolkata News Live Updates: সেনাবাহিনীর ট্রাক আটকাল কলকাতা পুলিশ

    তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার আবহেই এবার মহাকরণের সামনে সেনাবাহিনীর ট্রাক আটকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলবার সকালে মহাকরণের সামনে সেনাবাহিনীর একটি ট্রাক আটকায় পুলিশ। কলকাতা পুলিশের তরফে বলা হয়, ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগে ওই ট্রাকটিকে আটকানো হয়। বিষয়টি নিয়ে যথেষ্ট টানাপোড়েন শুরু হয়ে যায়। শেষমেষ সেনাবাহিনীর ওই ট্রাকটি হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যায় কলকাতা পুলিশ। 

    বিস্তারিত পড়ুন- Army truck stopped:তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে গরমাগরম আবহেই রাজপথে সেনাবাহিনীর ট্রাক আটকাল কলকাতা পুলিশ



  • Sep 02, 2025 14:39 IST

    Kolkata News Live Updates: ভিনরাজ্যে রহস্যমৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

    ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত বাংলার পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার সকালে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে আসা হয় মালদায়। ইংরেজবাজার পুরসভার এক নম্বর ওয়ার্ডের মাধবনগর নিমতলা এলাকার ঘটনা। পরিবার ও পরিজনদের অভিযোগ, অসঙ্গতি রয়েছে ঠিকাদার সংস্থা ও অ্যাম্বুলেন্স চালকের কথায়। ঠিকাদার না আসা পর্যন্ত অ্যাম্বুলেন্স আটকে রাখেন মৃতের পরিজনেরা।

    বিস্তারিত পড়ুন- migrant worker death:ভিনরাজ্যে রহস্যমৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, শববাহী অ্যাম্বুলেন্স আটকাল পরিবার



  • Sep 02, 2025 14:38 IST

    Kolkata News Live Updates: বড় ঘোষণা চিনের প্রেসিডেন্টের

    তিয়ানজিনে অনুষ্ঠিত শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) প্লাস লিডারস সম্মেলনে সোমবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন এক বিশ্বব্যবস্থার কাঠামো হিসেবে “Global Governance Initiative (GGI)” বা ‘আন্তর্জাতিক শাসন ব্যবস্থার উদ্যোগ’ ঘোষণা করেন। তিনি বিশ্বকে একটি ন্যায়সঙ্গত ও সমতাপূর্ণ গ্লোবাল গভর্নেন্স সিস্টেমে পরিণত করার আহ্বান জানিয়ে বলেন, “আমি গোটা বিশ্বকে নিয়ে একটি ‘কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার ফর হিউম্যানিটি’ গড়ার লক্ষ্যে কাজ করতে চাই।”

    বিস্তারিত পড়ুন- SCO Summit:ট্রাম্পকে চাপে ফেলতে 'মাস্টারপ্ল্যান'! মোদী-পুতিনকে পাশে নিয়েই বড় ঘোষণা চিনের প্রেসিডেন্টের



  • Sep 02, 2025 14:37 IST

    Kolkata News Live Updates: মেয়ের স্মৃতিতে ফ্ল্যাট দান মায়ের

    মেয়ের স্মৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি ফ্ল্যাট দানের সিদ্ধান্ত মায়ের। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই প্রাক্তন ছাত্রীর। মেয়ের স্মৃতিতে এবার মা তাঁর ৮০ লক্ষ টাকা মূল্যের একটি ফ্ল্যাট দানের সিদ্ধান্ত নেন বিশ্বিদ্যালয় কর্তৃপক্ষকে।

    বিস্তারিত পড়ুন- JU: বেনজির! মেয়ের স্মৃতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ফ্ল্যাট দান মায়ের



  • Sep 02, 2025 10:44 IST

    Kolkata News Live Updates: বিশ্ববিদ্যালয়ের উদাসীনতার মাশুল গুণছেন ছাত্রছাত্রীরা

    ফাইনাল ইয়ারের পরীক্ষার তিনটি বিষয়ে প্রাপ্ত নম্বর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পোর্টালে আপলোড করা হয়নি। সেই কারণেই 'অনুত্তীর্ণ' হিসেবে বিবেচিত হচ্ছেন পূর্ব বর্ধমানের কাটোয়া কলেজের ৯২ জন ছাত্রছাত্রী। ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই ছাত্রছাত্রীরা এখন অথৈ জলে পড়ে গিয়েছেন। উচ্চ শিক্ষার জন্য আবেদনপত্র তাঁরা এখন তুলতে পারছেন না। লেখাপড়ার ভবিষ্যৎ অনিশ্চিৎ হয়ে পড়ায় সমস্যার সমাধানের দাবিতে সোমবার কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিলেন ছাত্রছাত্রীরা।

    বিস্তারিত পড়ুন- বিশ্ববিদ্যালয়ের উদাসীনতার মাশুল গুণছেন ছাত্রছাত্রীরা, অথৈ জলে প্রায় শ'খানেক পড়ুয়া!



  • Sep 02, 2025 10:43 IST

    Kolkata News Live Updates:বিশ্ববিদ্যালয়কে ফ্ল্যাট দান

    মেয়ের স্মৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি ফ্ল্যাট দানের সিদ্ধান্ত মায়ের। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই প্রাক্তন ছাত্রীর। মেয়ের স্মৃতিতে এবার মা তাঁর ৮০ লক্ষ টাকা মূল্যের একটি ফ্ল্যাট দানের সিদ্ধান্ত নেন বিশ্বিদ্যালয় কর্তৃপক্ষকে।

    বিস্তারিত পড়ুন- JU: বেনজির! মেয়ের স্মৃতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ফ্ল্যাট দান মায়ের



  • Sep 02, 2025 10:42 IST

    Kolkata News Live Updates:ফের নিম্নচাপের চোখরাঙানি!

    পূর্বাভাস মতোই বদলেছে আবহাওয়া। সোমবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় নতুন করে বৃষ্টির দাপট ও সঙ্গে বজ্রপাত শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তারই জেরে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের জেলায় জেলায় ফের একবার বৃষ্টির জোরালো দাপট দেখা যেতে পারে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update:ফের নিম্নচাপের চোখরাঙানি! তুমুল বৃষ্টির জোরালো পূর্বাভাস জেলায়-জেলায়, দুর্যোগ চলবে কতদিন?



Jibankrishna Saha Bengali News Today ED