Army truck stopped:তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে গরমাগরম আবহেই রাজপথে সেনাবাহিনীর ট্রাক আটকাল কলকাতা পুলিশ

Kolkata Police-Army: মহাকরণের সামনে সেনাবাহিনীর ট্রাক আটকাল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তৈরি হয়।

Kolkata Police-Army: মহাকরণের সামনে সেনাবাহিনীর ট্রাক আটকাল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তৈরি হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Army truck stopped by Kolkata police  ,dangerous driving Army truck Kolkata,  Army truck seizure front of Writers Buildings  ,Kolkata traffic police halt Army vehicle , Army vs police road incident Kolkata,Indian Army truck seized for reckless driving,সেনাবাহিনীর ট্রাক আটকল কলকাতা পুলিশের কাছে,  মহাকরণার সামনে ট্রাক আটকানো,  কলকাতা ট্রাফিক পুলিশ ও সেনা ট্রাক সংঘর্ষ,  Writers’ Buildings সামনে সেনা ট্রাক আটকানো  ,বিপজ্জনক গাড়ি চালনার অভিযোগ সেনা ট্রাক,  নগর পুলিশ-সেনা সংঘর্ষ কলকাতা  ,সিনেমা বা মহাকরণা নয়, মাঠে বাস্তব ট্রাক বিরোধ  ,সড়ক নিরাপত্তা অধিকতর বেশি, সেনা নয়, ট্রাফিক পুলিশ

Army truck stopped by Kolkata police: সেনাবাহিনীর ট্রাক আটকাল পুলিশ। এক্সপ্রেস ফটো।

Army truck stopped by Kolkata police: তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার আবহেই এবার মহাকরণের সামনে সেনাবাহিনীর ট্রাক আটকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলবার সকালে মহাকরণের সামনে সেনাবাহিনীর একটি ট্রাক আটকায় পুলিশ। কলকাতা পুলিশের তরফে বলা হয়, ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগে ওই ট্রাকটিকে আটকানো হয়। বিষয়টি নিয়ে যথেষ্ট টানাপোড়েন শুরু হয়ে যায়। শেষমেষ সেনাবাহিনীর ওই ট্রাকটি হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যায় কলকাতা পুলিশ। 

Advertisment

কলকাতা পুলিশের দাবি, একটি ক্রসিংয়ের মুখে সেনাবাহিনীর গাড়িটি হঠাৎ বিপজ্জনকভাবে ডানদিকে টার্স নিয়েছিল। তার জেরে যে কোনও মুহূর্তে পিছনে থাকা পুলিশ কমিশনারের গাড়িও দুর্ঘটনার কবলে পড়তে পারত। এমনকী ট্রাকটির পিছনে আরও বেশ কিছু গাড়ি ছিল বলেও দাবি করে কলকাতা পুলিশ। পুলিশের আরও দাবি, ঠিক যে ক্রসিংটি থেকে সেনাবাহিনীর ট্রাকটি ডান দিকে টার্স নিয়েছিল সেখানে 'নো রাইট টার্ন' বোর্ড টাঙানো ছিল। তারপরেও সেনাবাহিনীর ট্রাকটি ডান দিকে টার্ন নেয়। কলকাতা পুলিশের এক ট্রাফিক কর্মী সেনাবাহিনীর ট্রাকটিকে আটকে দেন।

আরও পড়ুন- migrant worker death:ভিনরাজ্যে রহস্যমৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, শববাহী অ্যাম্বুলেন্স আটকাল পরিবার

Advertisment

পরে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন আরও কর্তারা ছুটে যান। সেনাবাহিনীর ট্রাকটি হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ফোর্ট উইলিয়াম থেকে বেরিয়ে সেনাবাহিনীর ট্রাকটি পাসপোর্ট অফিসে কোনও কাজে যাচ্ছিল। তার আগে মহাকরণের সামনে ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগে সেনার ওই ট্রাককে কলকাতা পুলিশ আটকায়। পুলিশের অভিযোগ, বিপজ্জনকভাবে বাঁক নেওয়াতেই ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগে ট্রাকটি আটকানো হয়।

আরও পড়ুন-West Bengal News live updates:সূত্রের খবরে দুরন্ত অভিযান! পালানোর পথই পায়নি দুষ্কৃতীরা, খাস কলকাতায় বড় গ্রেফতারি

যদিও কলকাতা পুলিশের এই অভিযোগ অস্বীকার করেছেন ওই ট্রাকে থাকা এক সেনাকর্মী। তাঁর দাবি ছিল ট্রাকটির পিছনে যে কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি আসছে সেটি তারা জানতেন না এবং সিগনাল খোলা থাকায় ট্র্যাকটি ডান দিকে বাঁক নেয়। এদিকে সেনাবাহিনীর গাড়িটি নিয়ে যাওয়ার পর সেখানে উপস্থিত হন ফোর্ট উইলিয়ামের কর্তারাও। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সেনার আধিকারিকরা বিষয়টি নিয়ে কথা বলছেন।

আরও পড়ুন-JU: বেনজির! মেয়ের স্মৃতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ফ্ল্যাট দান মায়ের

উল্লেখ্য, গতকালই কলকাতার ধর্মতলায় মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছিল সেনা। সেই ঘটনাকে কেন্দ্র করে সেনা এবং সরকারের মধ্যে প্রবল দ্বন্দ্ব তৈরি হয়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদগার শুরু করেন। 

এই ব্যাপারে কেন্দ্রের শাসকদল BJP-কেই নিশানা করেন মুখ্যমন্ত্রী। যদিও সেনার দাবি, বারবার বলার পরেও তৃণমূল মঞ্চ খোলেনি। সেই কারণে তারাই সেই মঞ্চ খুলে দিয়েছে। সেনা-সরকার এই দ্বন্দ্বের মধ্যেই এবার সেনাবাহিনীর ট্রাক আটকানো ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।

army Bengali News Today kolkata police