/indian-express-bangla/media/media_files/2025/04/25/QZJBDLFFklwcuVsHvQ0p.jpg)
দুর্যোগের বিরাট সম্ভাবনা
IMD Weather Forecast: কলকাতায় টানা বৃষ্টি, দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
কলকাতা জুড়ে টানা বৃষ্টিপাতের পর রাজ্যে আরও বৃষ্টি বাড়ার সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার তাপমাত্রা ২৫ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আকাশ মূলত মেঘলা সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- কলকাতায় বিধ্বংসী আগুন! কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা, তুমুল আতঙ্কে হুলস্থূল
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান জেলায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ভারী বৃষ্টি (৭-২০ সেমি পর্যন্ত) হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায়ও অরেঞ্জ অ্যালার্ট জারি থাকবে। অন্যদিকে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট।
এর পাশাপাশি, বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কায় জেলেদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৩ আগস্ট পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ উপকূলে ৫৫ কিমি গতিবেগের ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন- ২৬-এর ভোটের আগে রাজ্যে বড়সড় বদল! বিরাট সিদ্ধান্ত গ্রহণের পথে কমিশন
উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও মালদা জেলায় ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে