IMD WEATHER FORECAST: রাত পোহালেই তুমুল দুর্যোগের বিরাট সম্ভাবনা, আগামীকাল ভোর থেকেই আবহাওয়ার রুদ্ররূপ ভয় ধরাবে

IMD WEATHER FORECAST: আজ বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামীকাল ১৪ আগস্ট পর্যন্ত শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

IMD WEATHER FORECAST: আজ বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামীকাল ১৪ আগস্ট পর্যন্ত শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone dana update today, Cyclone Update, সাইক্লোন ডানা ট্র্যাক, Cyclone Dana in bay of bengal, ঘূর্ণাবর্ত, Cyclone Dana Path, Cyclone Dana today, Cyclone Dana updates

আগামীকাল ভোর থেকেই আবহাওয়ার রুদ্ররূপ ভয় ধরাবে

IMD WEATHER FORECAST: আজ বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামীকাল ১৪ আগস্ট পর্যন্ত শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ থেকে ন্যূনতম ৬৩ শতাংশ পর্যন্ত থাকবে,ভ্যাপসা গরমের অনুভূতি বাড়াবে।

Advertisment

সিঙ্গুর থেকে বিরাট শপথ শুভেন্দুর, ২৬-এর বাংলায় উন্নয়নের জোয়ার, বার্তা বিরোধী দলনেতার

দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়া সহ একাধিক জেলায় ১৫ আগস্ট পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি  ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় ১৬ আগস্টের জন্যও হলুদ সতর্কতা জারি রয়েছে। সমুদ্র উত্তাল হওয়ায় ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত জেলেদের দক্ষিণ ওড়িশা উপকূল, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisment

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ১৪ আগস্টের জন্য কমলা সতর্কতা জারি হয়েছে, যেখানে ৭ থেকে ২০ সেমি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত এসব জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায়ও ১৪ আগস্টের জন্য হলুদ সতর্কতা রয়েছে।

শিশুপুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের, এগল্প জানলে গা শিউরে উঠবে!

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শুক্রবারের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করবে, যদিও তার সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। এরই মধ্যে মঙ্গলবার সকাল থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি সহ বহু জেলায় ভারী বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে — ২১০ মিমি। কোচবিহারে ১০৫ মিমি, বাগডোগরায় ৮৩ মিমি, জলপাইগুড়িতে ৭২ মিমি ও রায়গঞ্জে ৯১ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে।

IMD IMD Kolkata