tragic incident:শিশুপুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের, এগল্প জানলে গা শিউরে উঠবে!

mother attempts suicide: ঘটনাটির কথা এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

mother attempts suicide: ঘটনাটির কথা এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

author-image
Madhumita Dey
New Update
mother attempts suicide, kills son, filicide, tragic incident, mental health crisis, family tragedy, domestic violence, police investigation, West Bengal crime news,মা আত্মহত্যার চেষ্টা, শিশুপুত্রকে খুন, সন্তানহত্যা, মর্মান্তিক ঘটনা, মানসিক অবসাদ, পারিবারিক ট্র্যাজেডি, গার্হস্থ্য হিংসা, পুলিশ তদন্ত, পশ্চিমবঙ্গ অপরাধ সংবাদ

tragic incident: হাসপাতালে মহিলাকে জিজ্ঞাসাবাদ পুলিশের।

নিজের দুই বছরের পুত্র সন্তানকে শ্বাসরোধ করে খুন করার পর আত্মহত্যার চেষ্টা মায়ের। বাড়িতে রাখা কিটনাশক খাওয়ার পর নিজের হাত কেটেই আত্মঘাতী হওয়ার চেষ্টা চালাই ওই গৃহবধূ। অচৈতন্য এবং রক্তাক্ত অবস্থায় শিশু ও তার মাকে স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করে।

Advertisment

কিন্তু সেখানে ওই শিশুর মৃত্যুর কথা জানিয়ে দেন কর্তব্যরত চিকিৎসকেরা। সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন ওই গৃহবধূ। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গাজোল থানার করকচ গ্রাম পঞ্চায়েতের আহোড়া এলাকায়।  পুলিশের প্রাথমিক অনুমান সাংসারিক বিবাদের কারণেই নির্মম এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধুর নাম জনকা সরকার (২২)।  তার স্বামীর নাম গণেশ সরকার। তিনি গাজোলের একটি বিদ্যুতের সাব স্টেশনে অস্থায়ী কর্মী পদে রয়েছেন। মৃত শিশুর নাম সৌরভ সরকার। তার দুই বছর বয়স। 

Advertisment

আরও পড়ুন- tragic incident: মর্মান্তিক! নির্মীয়মাণ বাড়ির সানসেট চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

আশেপাশের লোকেদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, প্রায় দিনই ওই দম্পতির পরিবারে নানান বিবাদ চলে আসছিল। খুঁটিনাটি বিষয় নিয়েও সংসারে অশান্তি চলছিল। এদিন সকাল থেকেই পারিবারিক অশান্তি শুরু হয়। এরপর দুপুরে খাওয়ার সময় রান্না করা নিয়ে গোলমাল বাঁধে স্বামী ও স্ত্রীর মধ্যে। বিকালে অশান্তির পর স্বামী গনেশ বেরিয়ে যায়। এরপরই নিজের ছেলেকে শ্বাসরোধ করে খুন করার পর বিষ খেয়ে ও হাতের শিরা বঠি দিয়ে কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা চালায় ওই গৃহবধূ। 

আরও পড়ুন-West Bengal News Live Updates: যুবককে দেখেই সন্দেহ পুলিশের, শিয়ালদহ স্টেশনের কাছে বড়সড় গ্রেফতারি!

গাজোল থানার পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই গৃহবধূ নিজের সন্তানকে খুনের কথা স্বীকার করেছে। এর পিছনে পারিবারিক বিবাদ যুক্ত রয়েছে  বলে অনুমান করা হচ্ছে। ওই গৃহবধুর কথাবার্তা কসংলগ্ন হাওয়ায় আংশিক মানসিক ভারসাম্যহীন মনে করা হচ্ছে।

police Murder Malda