Kolkata Road Accident: মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা। খাস কলকাতায় জেসিবির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল নাবালকের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই রাস্তার হাল বেহাল। এব্যাপারে কোন ভ্রুক্ষেপ নেই স্থানীয় কাউন্সিলরের। এদিকে কাউন্সিলারকে ঘটনাস্থলে আসতে হবে এই দাবিতে পুলিশ কর্মীদের আটকে ধরে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। জেসিবিতেও ভাংচুর চালান স্থানীয়রা।
দেবীপক্ষে প্রতিবাদী মহিলাদের 'গায়ে হাত', দুপুরে জুনিয়ার ডাক্তারদের ডাকে রাজপথে 'জনগর্জন'
দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। এদিন সকালে সাইকেল করে কোচিং সেন্টারে যাওয়ার সময় অসাবধানতা বশত জেসিবিটি ওই পড়ুয়াকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে নাবালক পড়ুয়া। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
কবে, কোথায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী? উৎসবের আমেজেও প্রতিবাদমুখর কলকাতা
আর এর পরই বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাদের কথায়, সাত বছর ধরে রাস্তার কোন সংস্কার হয় নি। এই রাস্তা দিয়েই প্রতিদিন শ'য়ে শ'য়ে মানুষ যাতায়াত করেন। স্কুলের পড়ুয়া নিয়ে পুলকারও এই রাস্তায় চলাচল করে যে কোন সময়েই বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। বেহাল রাস্তার জন্য বুধবার সকালে স্কুল ছাত্রের এমন মর্মান্তিক মৃত্যু হল বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে ওই স্কুল পড়ুয়াকে জেসিবি পিষে দেওয়ায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্র মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র দক্ষিণ কলকাতার এই এলাকায়। পথ আটকে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কলকাতা পুরসভার ১১৩ নং ওয়ার্ডে রাস্তা সারাইয়ের কাজ চলাকালীন দুর্ঘটনার শিকার হন ওই পড়ুয়া।