/indian-express-bangla/media/media_files/2025/09/13/rail-2025-09-13-11-26-22.jpg)
Kolkata-Sairang Express: কলকাতা-সাইরাং এক্সপ্রেসের উদ্বোধনে প্রধানমন্ত্রী।
Kolkata-Sairang Express: এবার রেলপথে জুড়ে গেল কলকাতা-মিজোরাম। বৈরাবি-সাইরাং রেলপথ উদ্বোধনের মাধ্যমে মিজোরামের রাজধানী আইজল থেকে কলকাতা পর্যন্ত ট্রেন পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাইরাং-কলকাতা এক্সপ্রেসের উদ্বোধন মণিপুর ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগ আরও জোরদার করবে এবং সেই সঙ্গে উত্তর-পূর্বের পর্যটনকে উৎসাহিত করবে নয়া এই রেল প্রকল্প।
সাইরাং-কলকাতা এক্সপ্রেস: ট্রেন নম্বর, রুট, দূরত্ব, ভ্রমণের সময়
সাইরাং-কলকাতা এক্সপ্রেসটি ১৩১২৫/১৩১২৬ নম্বর ট্রেন হিসেবে চলবে। এটি ৩১ ঘণ্টা ১৫ মিনিটে ১৫৩০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। ট্রেনটি নৈহাটি, কৃষ্ণনগর শহর, মুর্শিদাবাদ হয়ে চলবে।
মিজোরামের রাজধানী আইজল থেকে কলকাতা পর্যন্ত ট্রেন পরিষেবা বাস্তবে পরিণত হল। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইরং-কলকাতা এক্সপ্রেসের উদ্বোধন করলে, যা দুই রাজ্যের মধ্যে যোগাযোগ জোরদার করবে এবং উত্তর-পূর্বাঞ্চলে পর্যটনকে উৎসাহিত করবে।
সাইরং-কলকাতা এক্সপ্রেস: কবে কবে চলবে এই ট্রেন?
ট্রেন নম্বর ১৩১২৫ কলকাতা-সাইরং এক্সপ্রেস সপ্তাহে তিনবার চলবে। রবিবার, বুধবার এবং বৃহস্পতিবার। এদিকে, ট্রেন নম্বর ১৩১২৬ সাইরং-কলকাতা এক্সপ্রেস সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার চলবে। সাইরং-কলকাতা-সাইরং এক্সপ্রেস ২২টি কোচ নিয়ে গঠিত। ২টি এসি টু টায়ার, ৫টি এসি থ্রি টায়ার, ২টি এসি থ্রি-টায়ার ইকোনমি, ৭টি স্লিপার ক্লাস, ৪টি জেনারেল সেকেন্ড ক্লাস, ব্রেক, ১টি লাগেজ কাম জেনারেটর কার এবং ১টি এসএলআরডি।
A landmark day for Mizoram as it joins India's railway map! Key infrastructure projects are also being initiated. Speaking at a programme in Aizawl. https://t.co/MxM6c2WZHZ
— Narendra Modi (@narendramodi) September 13, 2025
আরও পড়ুন-Kolkata Metro: পাতালপথেই পুজোর ১৬ আনা মজা নিন! যাত্রীদের সুবিধার্থে দুরন্ত ব্যবস্থা কলকাতা মেট্রোর!
সাইরং থেকে কলকাতা নতুন ট্রেনের সময়সূচি:
১৩১২৫ কলকাতা-সাইরং এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে দুপুর ১২:২৫ মিনিটে ছেড়ে পরের দিন সন্ধ্যা ৭:৪৫ মিনিটে সাইরং পৌঁছাবে। অন্যদিকে, ১৩১২৬ সাইরং-কলকাতা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭:১৫ মিনিটে ছেড়ে দ্বিতীয় দিন দুপুর ২:৩০ মিনিটে কলকাতায় পৌঁছাবে।
আরও পড়ুন-Suvendu-Mahua:'হিন্দু সমাজের অপমান বাংলায় চলবে না', মহুয়ার বিরুদ্ধে প্রতিবাদ সভায় সোচ্চার শুভেন্দু