/indian-express-bangla/media/media_files/2025/10/01/imd-alerts-kolkata-of-another-wet-spell-as-fresh-low-pressure-system-brews-over-bay-of-bengal-2025-10-01-06-57-30.jpg)
ফের সাগরে ফণা তুলছে ভয়ঙ্কর ঘুর্ণাবর্ত
Kolkata Weather Today: শহর থেকে শহরতলী অষ্টমীর সন্ধ্যায় রাজপথে জনজোয়ার। মন্ডপে মন্ডপে উপচে পড়ছে ভিড়। উৎসবের আনন্দে মেতে উঠেছেন সাত থেকে সাতাশি। এর মাঝেই বৃষ্টির ভয়ঙ্কর সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
গতকাল অষ্টমীর সন্ধ্যে বা রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আজ মহানবমীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। সেটি যদি নিম্নচাপে পরিণত হয়, তাহলে নবমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তালিকায় রয়েছে হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ, নদীয়া, দুই মেদিনীপুর। এছাড়াও কলকাতা, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আরও পড়ুন- পাকিস্তানে ফের ভয়াবহ বোমা বিস্ফোরণ, প্যারামিলিটারি সদর দপ্তরের সামনে বিধ্বংসী হামলায় মৃত্যুমিছিল
উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত থেকে আজ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি পরবর্তী পর্যায়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে শুক্রবার ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে। ফলে অক্টোবরের শুরুতেই কলকাতা ভিজে মৌসুমে প্রবেশ করতে চলেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর আন্দামান সাগরের উত্তরাংশে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ১ অক্টোবরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় অক্টোবরের প্রথম দিনেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে ২ অক্টোবর থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিজয়া দশমীর দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে কলকাতায়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন-QR টিকিটের সুনামি কলকাতা মেট্রোয়! এক দিনে সর্বোচ্চ বিক্রির অভাবনীয় নজির!
আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে, ২ থেকে ৪ অক্টোবরের মধ্যে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে কলকাতার নিচু এলাকায় ফের জল জমে যেতে পারে, রাস্তায় যানজটের সমস্যা তৈরি হতে পারে।
৩ অক্টোবরও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। তবে ৫ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। যদিও উৎসবের শেষলগ্নে বৃষ্টির ভয়ঙ্কর পূর্বাভাসা আয়োজকদের কপালে ভাঁজ ফেলেছে।