Kolkata weather news:উইকেন্ডে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে, কাল রবিবার দিনভর বৃষ্টি?

Kolkata weather August 30, 2025: শনিবার সকাল থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে আজও শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Kolkata weather August 30, 2025: শনিবার সকাল থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে আজও শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
কলকাতা বৃষ্টির পূর্বাভাস  ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গ  IMD forecast rain West Bengal  দক্ষিণবঙ্গে বৃষ্টি  উত্তরবঙ্গে প্রবল বর্ষণ  কলকাতা জলমগ্ন  আবহাওয়া দফতরের সতর্কতা  পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু সক্রিয়  সোম থেকে বৃষ্টি রাজ্যে  low pressure over Gangetic Bengal

Kolkata weather :কলকাতায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

West Bengal monsoon update:বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। নিম্নচাপ সরলেও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ উইকেন্ডেও জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। শুধু বৃষ্টিই নয়, এরই পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ শনিবারের পর কাল রবিবারেও ঝেঁপে বৃষ্টি জেলায় জেলায়? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ শনিবার কম0বেশি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ার মতো জেলাগুলিতে আজ ব্যাপক বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। কোনও কোনও জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

আরও পড়ুন- R S S প্রধান মোহন ভাগবতের সঙ্গে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি, প্রকাশ্যে আসতেই বিতর্ক!

Advertisment

বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের দুই জেলায়। হাওড়া এবং হুগলি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে আজ শনিবারের পর কাল রবিবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওযার উন্নতি হতে পারে।

আরও পড়ুন- Sovan-Ratna:শোভনের সঙ্গে ডিভোর্স মামলা খারিজ, 'সব নারীর হয়ে এই জয় পেলাম', বললেন রত্না

কলকাতার ওয়েদার আপডেট 

গতকাল শুক্রবারেও বৃষ্টির হয়েছে মহানগরীতে। আজ উইকেন্ডেও কলকাতা শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সুতরাং দুর্গাপুজোর কেনাকাটায় আজ মহানগরীতে এলে সঙ্গে ছাতা রাখতে ভুলবেন না।

আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury :'নোংরা খেলা খেলছে বিজেপি', বিধান ভবন ভাংচুর ইস্যুতে সুর চড়ালেন অধীর

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

আজ শনিবারেও উত্তরবঙ্গের উপরের দিকে চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। জানা গিয়েছে, আজ উইকেন্ডে উত্তরবঙ্গের উপরের দিকের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট দেখা যাবে। তবে বিকেলে পর থেকে পরিস্থিতির উন্নতি চোখে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Kolkata Weather Bengal Weather Forecast weather