/indian-express-bangla/media/media_files/2025/05/24/yCMCeGx0XngSYzylDv7D.jpg)
Rain forecast: জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
kolkata weather Today:পূর্বাভাস মতোই বদলেছে আবহাওয়া। সোমবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় নতুন করে বৃষ্টির দাপট ও সঙ্গে বজ্রপাত শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তারই জেরে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের জেলায় জেলায় ফের একবার বৃষ্টির জোরালো দাপট দেখা যেতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
সোমবার দিনভর দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ভ্যাপসা গরম নাজেহাল পরিস্থিতি তৈরি করেছিল। রাতের দিকে আচমকা শুরু হয় ঝড়-বৃষ্টি। জেলায়-জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কোনও কোনও জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এই পর্বে একেবারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দফায় দফায় এই পরিস্থিতি চলতে পারে।
আরও পড়ুন-Indian Army:'আয়োজকদের মঞ্চ খুলতে বারবার বলা হয়েছিল', মমতার অভিযোগ খণ্ডন করে জানাল সেনা
নিম্নচাপ তৈরি হওয়ার আগেই সমুদ্র উত্তাল হবে। নতুন করে আরও একবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ ২ সেপ্টেম্বর থেকে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা থাকবে।
কলকাতার ওয়েদার আপডেট
মঙ্গলবার শহর কলকাতাতেও দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি মহানগরীতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দাপট দেখাতে পারে।
আরও পড়ুন- Indian Army:'আয়োজকদের মঞ্চ খুলতে বারবার বলা হয়েছিল', মমতার অভিযোগ খণ্ডন করে জানাল সেনা
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের দুই দিনাজপুর, মালদা, কোচবিহারের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দাপট থাকতে পারে।