/indian-express-bangla/media/media_files/2025/03/08/fBOYOb7SfWhDbx1R5t1n.jpg)
Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Kolkata Weather Forecast 26 august 2025:আপাতত দিন কয়েকের জন্য ব্রেক কষেছে নাগাড়ে বৃষ্টি। তবে বৃষ্টির হাত থেকে এখনই মিলবে না রেহাই। আগামী ৪৮ ঘন্টায় বঙ্গোপসাগরে নতুন করে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে।
তারই জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আবার নতুন করে আশঙ্কা বাড়াচ্ছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের ওড়িশা উপকূলের দিকে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। মঙ্গল এবং বুধবারের জন্য জারি হয়েছে এই নিষেধাজ্ঞা।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আজ রাজ্যের দুই উপকূলবর্তী জেলা দক্ষিন ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনিতেই জোরালো বৃষ্টি মঙ্গলবার অনেকাংশ কমেছে। বুধবার সেই সম্ভাবনা আরও কমবে।
কলকাতার ওয়েদার আপডেট
মঙ্গলবার সকাল থেকে কলকাতা শহরেও রোদ ঝলমলে আকাশ। আপাতত তিলোত্তমা মহানগরীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সাগরে নিম্নচাপ তৈরি হয়ে গেলে কলকাতার আবহাওয়াতেও বদল চোখে পড়তে পারে।
আরও পড়ুন-Adhir Chowdhury:"ED-CBI ধরলে মোবাইল ফোন ছুঁড়ে ফেলার ট্রেনিং নিক তৃণমূল নেতারা", টিপ্পনি অধীরের!
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমলেও স্বস্তি নেই উত্তরে। উত্তরবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতেই কম-বেশি বৃষ্টিপাত চলবে। চলতি সপ্তাহে শেষের দিকে উত্তরবঙ্গের উপরের দিকে আরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।