/indian-express-bangla/media/media_files/2025/08/23/rain-2025-08-23-08-09-13.jpg)
Kolkata Weather Update: কলকাতা শহরেও আজ দফায়-দফায় বৃষ্টির সম্ভাবনা।
Bengal weather forecast: শুক্রবার সকাল থেকে শহর কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনই দফায় দফায় এই বৃষ্টি চলবে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতেই কম-বেশি বৃষ্টি চলবে। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূমের মতো জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার এমনই পরিস্থিতি চলবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
কলকাতার ওয়েদার আপডেট
শুক্রবার সকাল থেকে তিলোত্তমা মহানগরীতেও ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা শহরে। তবে মহানগরীতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- Kolkata Metro:যাত্রী স্বার্থে অনবদ্য উদ্যোগ কলকাতা মেট্রোর, অভূতপূর্ব তৎপরতায় বিপুল সাড়া!
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আজ উত্তরবঙ্গের উপরের দিকে তিন জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে আজ।
আরও পড়ুন- TMC MLA Death: বঙ্গ রাজনীতিতে নক্ষত্রপতন! প্রয়াত জনপ্রিয় তৃণমূল বিধায়ক
কম-বেশি বৃষ্টি চলবে অন্যান্য জেলাতেও। আগামী রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে মনে করছে হাওয়া অফিস।