Kolkata Metro:যাত্রী স্বার্থে অনবদ্য উদ্যোগ কলকাতা মেট্রোর, অভূতপূর্ব তৎপরতায় বিপুল সাড়া!

Aamar Kolkata Metro app: যাত্রীদের সুবিধার্থে এ এক অনন্য তৎপরতা নিয়েছিল কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ।

Aamar Kolkata Metro app: যাত্রীদের সুবিধার্থে এ এক অনন্য তৎপরতা নিয়েছিল কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ।

author-image
Joyprakash Das
New Update
around 1 lakh downloads Aamar Kolkata Metro app  ,Aamar Kolkata Metro app campaign,  special push smart QR-ticketing app  ,Metro app download campaign,প্রায় ১ লাখ ডাউনলোড Aamar Kolkata Metro অ্যাপ,  Aamar Kolkata Metro অ্যাপ প্রচার,  QR-টিকেটিং অ্যাপ সেলফ-BK প্রচার,  মেট্রো অ্যাপ ডাউনলোড বিশেষ প্রচারণা

Kolkata Metro: কলকাতা মেট্রোরেল।

Kolkata Metro: 'আমার কলকাতা মেট্রো' অ্যাপ নিয়ে গর্বের প্রচার কর্তৃপক্ষের। সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের ডিজিটাল টিকিটিং সিস্টেম সম্পর্কে সচেতন করার পাশাপাশি 'আমার কলকাতা মেট্রো' অ্যাপ জনপ্রিয় করার জন্য এক সপ্তাহব্যাপী বিশেষ প্রচারণা শুরু করেছিল। 

Advertisment

পূর্ব রেলওয়ের স্কাউটস এবং গাইডদের ক্যাডেটরা এই প্রচারণায় অংশ নিয়েছিল যা গতকাল অর্থাৎ ০৩.০৯.২০২৫ তারিখে সফলভাবে শেষ হয়েছিল। এই প্রচারণা চলাকালীন স্বেচ্ছাসেবকরা সমস্ত মেট্রো ব্যবহারকারীদের টিকিট কাউন্টারের সামনে লাইন এড়াতে এবং সময় বাঁচাতে 'আমার কলকাতা মেট্রো' অ্যাপ ডাউনলোড করার অনুরোধ করেছিলেন।

আরও পড়ুন- TMC MLA Death: বঙ্গ রাজনীতিতে নক্ষত্রপতন! প্রয়াত জনপ্রিয় তৃণমূল বিধায়ক

Advertisment

এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা ভাড়ার উপর ৫% বোনাস পেতে পারেন। তাদের প্রচেষ্টা সফল হয়েছে কারণ এই প্রচারণা চলাকালীন প্রায় ১ লক্ষ যাত্রী অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মেই এই অ্যাপটি ডাউনলোড করেছেন। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে ১,৯৩,৬৩৫টি টিকিট কেনা হয়েছে। ১ সেপ্টেম্বর প্রচার চলাকালীন ৪০% ডিজিটাল লেনদেন রেকর্ড করা হয়েছে। এটি ছিল একটি বিশাল সাফল্য।

আরও পড়ুন-Sealdah Division: শিয়ালদহ ডিভিশনে AC EMU লোকাল: যাত্রী স্বার্থে রেলের অনন্য এই উদ্যোগ দারুণ চর্চায়!

মেট্রোরেলের তরফে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, "এই অভিযানকে দারুনভাবে সফল করার জন্য মেট্রো রেলওয়ে, কলকাতা পূর্ব রেলওয়ের স্কাউটস এবং গাইডদের ধন্যবাদ জানায়। আমাদের সাথে সহযোগিতা করার জন্য সব যাত্রীদেরও ধন্যবাদ জানাই। মেট্রো ভ্রমণকে আনন্দময় এবং মসৃণ করার জন্য আমরা সকলকে এগিয়ে এসে 'আমার কলকাতা মেট্রো' অ্যাপটি ডাউনলোড করার জন্য অনুরোধ করছি।"

আরও পড়ুন-Eastern Railway:নিত্যযাত্রীদের জন্য দারুণ খবর! শিয়ালদহ ডিভিশনে আরও বেশি ট্রেন, জানুন সময়সূচি

কলকাতা মেট্রোরেলের তরফে দেওয়া বিবৃতিতে আরও জানানো হয়েছে, আজ অর্থাৎ ৪ সেপ্টেম্বর সন্ধে ৬টাপর্যন্ত, মেট্রো রেলওয়ের সমস্ত করিডোরে ৫.৪৬ লক্ষ যাত্রী ভ্রমণ করেছেন। যার মধ্যে ৩.৯৫ লক্ষ যাত্রী ব্লু লাইনে এবং ১.৩৯ লক্ষ যাত্রী গ্রিন লাইনে ভ্রমণ করেছেন।

kolkata east-west metro kolkata metro