/indian-express-bangla/media/media_files/2025/09/04/metro-2025-09-04-20-56-33.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রোরেল।
Kolkata Metro: 'আমার কলকাতা মেট্রো' অ্যাপ নিয়ে গর্বের প্রচার কর্তৃপক্ষের। সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের ডিজিটাল টিকিটিং সিস্টেম সম্পর্কে সচেতন করার পাশাপাশি 'আমার কলকাতা মেট্রো' অ্যাপ জনপ্রিয় করার জন্য এক সপ্তাহব্যাপী বিশেষ প্রচারণা শুরু করেছিল।
পূর্ব রেলওয়ের স্কাউটস এবং গাইডদের ক্যাডেটরা এই প্রচারণায় অংশ নিয়েছিল যা গতকাল অর্থাৎ ০৩.০৯.২০২৫ তারিখে সফলভাবে শেষ হয়েছিল। এই প্রচারণা চলাকালীন স্বেচ্ছাসেবকরা সমস্ত মেট্রো ব্যবহারকারীদের টিকিট কাউন্টারের সামনে লাইন এড়াতে এবং সময় বাঁচাতে 'আমার কলকাতা মেট্রো' অ্যাপ ডাউনলোড করার অনুরোধ করেছিলেন।
আরও পড়ুন- TMC MLA Death: বঙ্গ রাজনীতিতে নক্ষত্রপতন! প্রয়াত জনপ্রিয় তৃণমূল বিধায়ক
এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা ভাড়ার উপর ৫% বোনাস পেতে পারেন। তাদের প্রচেষ্টা সফল হয়েছে কারণ এই প্রচারণা চলাকালীন প্রায় ১ লক্ষ যাত্রী অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মেই এই অ্যাপটি ডাউনলোড করেছেন। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে ১,৯৩,৬৩৫টি টিকিট কেনা হয়েছে। ১ সেপ্টেম্বর প্রচার চলাকালীন ৪০% ডিজিটাল লেনদেন রেকর্ড করা হয়েছে। এটি ছিল একটি বিশাল সাফল্য।
আরও পড়ুন-Sealdah Division: শিয়ালদহ ডিভিশনে AC EMU লোকাল: যাত্রী স্বার্থে রেলের অনন্য এই উদ্যোগ দারুণ চর্চায়!
মেট্রোরেলের তরফে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, "এই অভিযানকে দারুনভাবে সফল করার জন্য মেট্রো রেলওয়ে, কলকাতা পূর্ব রেলওয়ের স্কাউটস এবং গাইডদের ধন্যবাদ জানায়। আমাদের সাথে সহযোগিতা করার জন্য সব যাত্রীদেরও ধন্যবাদ জানাই। মেট্রো ভ্রমণকে আনন্দময় এবং মসৃণ করার জন্য আমরা সকলকে এগিয়ে এসে 'আমার কলকাতা মেট্রো' অ্যাপটি ডাউনলোড করার জন্য অনুরোধ করছি।"
আরও পড়ুন-Eastern Railway:নিত্যযাত্রীদের জন্য দারুণ খবর! শিয়ালদহ ডিভিশনে আরও বেশি ট্রেন, জানুন সময়সূচি
কলকাতা মেট্রোরেলের তরফে দেওয়া বিবৃতিতে আরও জানানো হয়েছে, আজ অর্থাৎ ৪ সেপ্টেম্বর সন্ধে ৬টাপর্যন্ত, মেট্রো রেলওয়ের সমস্ত করিডোরে ৫.৪৬ লক্ষ যাত্রী ভ্রমণ করেছেন। যার মধ্যে ৩.৯৫ লক্ষ যাত্রী ব্লু লাইনে এবং ১.৩৯ লক্ষ যাত্রী গ্রিন লাইনে ভ্রমণ করেছেন।