/indian-express-bangla/media/media_files/2025/06/10/hgmtz4fYudZsIVeOCOGc.jpg)
চলে গেলেন জনপ্রিয় বিধায়ক।
TMC MLA Death: মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে প্রয়াত হলেন তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল।
গত জুলাই মাসেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। পরিবারের সদস্যরা প্রথমে মুর্শিদাবাদে রেখেই তার চিকিৎসা করিয়েছিলেন। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। জানা গিয়েছে তৃণমূল বিধায়কের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ভীষণভাবে কমে গিয়েছিল।
এরপরে ওই হাসপাতালে রেখেই তার চিকিৎসা চলে। অবশেষে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম।
মাত্র ৪৯ বছর বয়সেই প্রয়াত হলেন জাফিকুল ইসলাম। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডোমকলে তৃণমূল প্রার্থী করেছিল তাকে। প্রতিদ্বন্দ্বী সিপিএমের মোস্তাফিজুর রহমানকে ৪৭ হাজারেরও বেশি ভোটে হারিয়ে প্রথমবার রাজ্য বিধানসভায় বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।
সাধারণ মধ্যবিত্ত পরিবারেরই সন্তান জাফিকুল। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন মেজো। প্রথমটায় মুড়ির ব্যবসা দিয়ে পেশাগত জীবনে পা রেখেছিলেন জাফিকুল। তারপর সেই ব্যবসায় শ্রীবৃদ্ধির হতে হতে পরবর্তী সময়ে বিপুল সাফল্যের মুখ দেখেন তিনি। বেশ কয়েকটি বিএড,ডিএড কলেজ তৈরি করেছিলেন তিনি।
আরও পড়ুন-Eastern Railway:নিত্যযাত্রীদের জন্য দারুণ খবর! শিয়ালদহ ডিভিশনে আরও বেশি ট্রেন, জানুন সময়সূচি
জানা গিয়েছে, বাড়ির কাছেই কমপক্ষে সাতটি বিএড এবং ডিএড কলেজ রয়েছে তার। এরই পাশাপাশি ফার্মাসিস্ট এবং পলিটেকনিক কলেজেরও মালিক তিনি। ডোমকলই তার একটি পেট্রোল পাম্পও রয়েছে। সব মিলিয়ে প্রথিতযশা একজন ব্যবসায়ী হয়ে উঠেছিলেন জাফিকুল।
২০১১ সালে রাজ্যে বাম শাসনের অবসানের পর ২০১৫ সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তিনি। অনেকে বলেন, তৃণমূলে যোগদানের পরেই তার রাজনৈতিক ভাগ্যও রীতিমতো খুলে যায়। ২০১৭ সালে ডোমকলের ১৪ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রতীকে দাঁড়িয়ে জয়ী হন জাফিকুল। তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি।
ক্রমেই জোড়া ফুলের রাজনীতিতে বিদ্যুৎ গতিতে উত্থান হতে থাকে তার। অবশেষে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডোমকল কেন্দ্র থেকেই তাকে প্রার্থী করে দল। নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হন তিনি। তবে জয়ের পর বিধায়ক জীবনের প্রথম পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারলেন না জাফিকুল ইসলাম।