Bengal Weather Update: উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তির ইঙ্গিত, বৃষ্টি কমবে কবে? সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গেও আবহাওয়ায় বড় বদল?

West Bengal Weather Update, Oct 6, 2025: মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ।

West Bengal Weather Update, Oct 6, 2025: মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ।

author-image
IE Bangla Web Desk
New Update
North Bengal flood, post Durga Puja rain, natural disaster, death toll 2025, landslide Darjeeling,উত্তরবঙ্গ বন্যা, দুর্গাপুজোর পর বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয়, দার্জিলিং ধস, মৃত ২৩,weather keywords  weather today kolkata,আজকের কলকাতার আবহাওয়া,today weather,আজকের আবহাওয়া,weather in kolkata,কলকাতার আবহাওয়া,weather forecast kolkata,কলকাতার আবহাওয়ার পূর্বাভাস,weather forecast,আবহাওয়ার পূর্বাভাস

North Bengal flood: এক নাগাড়ে চলা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল।

natural disaster: দুর্গাপুজো মিটতেই প্রকৃতির ভয়াল রোষে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। একনাগাড়ে বৃষ্টিতে দিকে দিকে ব্যাপক ধ্বংসলীলার ছবি এখনও টাটকা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কমলেও পাহাড়ি দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙে এখনও বৃষ্টি চলছে। এমন বেনজির ধ্বংসাত্মক দুর্যোগ পরিস্থিতি শেষ কবে উত্তর বাংলার মানুষ দেখেছেন তা মনে করতে পারছে না অল্পবয়সীরা।

Advertisment

তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। উদ্ধারকাজে পুলিশের সঙ্গে সমানতালে এক নাগাড়ে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। এখনও পর্যন্ত উত্তরবঙ্গে অন্যতম বড়সড় এই প্রাকৃতিক বিপর্যয়ের বলি হয়েছেন ২৩ জন, আহত হাজারেরও বেশি।

আরও পড়ুন- Purba Bardhaman news: দামোদরে স্নানে নেমে আচমকা নিখোঁজ, সন্ধ্যায় জীবন্ত উদ্ধার বৃদ্ধা! অবিশ্বাস্য গল্পে স্তম্ভিত প্রশাসন!

Advertisment

উত্তরবঙ্গের আবহাওয়া:

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবারেও উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি ওপরের দিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে বৃষ্টি হতে পারে অন্যান্য কয়েকটি জেলাতেও। আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার উত্তরবঙ্গের এই জেলাগুলি ছাড়াও অন্যান্য কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা বা অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই।

আরও পড়ুন- Nagrakata Attack: 'গণতন্ত্রের হত্যা', নাগরাকাটায় BJP সাংসদ-বিধায়কের উপর হামলায় তৃণমূলকে তুলোধনা দলের কেন্দ্রীয় নেতৃত্বের

অর্থাৎ ধীরে ধীরে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি উন্নতির দিকে বলাই চলে। আরও জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবারের পর থেকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টির দাপট বেশ খানিকটা কমে যাবে। একইভাবে অন্যান্য জেলাগুলিতেও কমতে থাকবে দুর্যোগের দাপট। চলতি সপ্তাহের শেষে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি চোখে পড়বে।

আরও পড়ুন- Lakshmi Puja:এতল্লাটের লক্ষ্মীপুজোর নেপথ্যে সোনালী এক ইতিহাস! আড়ঙ মেলায় বাঁধভাঙা উচ্ছ্বাস

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

এদিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া জেলাগুলি। আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোত্তমা মহানগরী কলকাতাতেও। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশ খানিকটা কমবে। অর্থাৎ চলতি সপ্তাহের শেষের দিকে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির দাপট বেশ খানিকটা কমবে এবং আবহাওয়ার উন্নতি চোখে পড়বে।

Bengal Weather Forecast weather north bengal Bengal Floods